ইসলামী চিন্তাবিদ ও স্কলার জয়নুল আবেদিন এর ৪৮ দিনের মধ্যে মৃত্যু হবে...! "মনিগন্ড" নামের এক হিন্দু জাদুঘরের ওপেন চ্যালেঞ্জ!!! এবং....
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২২ সেপ্টেম্বর, ২০১৪, ০৩:৩২:৫২ দুপুর
হয়ে গেলো লেকচার অনুষ্ঠান!!
২১/৯/২০১৪ তারিখে চেন্নাই তম্বুচেট্টিতেরো এরিয়ায় লেকচারের আয়োজন করা হয়েছে "তামিলনাড়ু তৈহিদ জামাত" (tntj) এর পক্ষ থেকে। লেকচার দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও (tntj) এর চেয়ারম্যান জয়নুল আবেদিন।
লেকচার অনুষ্ঠানে ২০ হাজারের মত লোক সামাগম হয়েছিল, মুগ্ধ হয়ে শুনেছে জয়নুল আবেদিন এর লেকচার....!
জাদুকরটি উপস্থিত হয়নি!!! লোক লজ্জার ভয়ে!
তাই জয়নুল আবেদিন জাদুকরের বিষয় নিয়ে খুব বেশি আলোচনা করেননি। শুধু বললেন আল্লাহকে মান আল্লাহর রশুলকে মান। জাদুকর, মাজার, ভন্ড পীরের কাছে গিয়ে এই চাওয়া সেই চাওয়া চাইবেননা।
উল্লেখ্য জয়নুল আবেদিন ইসলামের দাওয়া শুরু করেছিলেন খুবই ক্ষূদ্র পরিসরে।।।
যেমনঃ বিয়ের অনুষ্ঠানে গিয়েছে দেখেতেছে ওখানে ইসলাম বিরোধী কর্মকাণ্ড...! সেখানেই ইসলামী দাওয়া দেয়া শুরু করেছেন, দাওয়া দিতে গিয়ে অনেক অপমানিত হতে হয়েছে, কেউ ভাল ভাবে নিয়েছে কেউ.......!!
মাজার পুজারীদের কাছে গিয়েছে, দাওয়া দিয়েছে, দাওয়া দিতে গিয়ে অনেক প্রতিবন্ধকতার স্বমুখীন হতে হয়েছে!
এখন জয়নুল আবেদিন তামিলনাডুতে ইসলামের দাওয়া দিয়ে যাচ্ছেন। আল্লাহ যেন থাকে ইসলামের দাওয়ায় কবুল করে নেন।
প্রথম পর্ব এখানে http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/9615/nor15/53536
বিষয়: বিবিধ
১৫১৯ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পড়লাম, জাযাকাল্লাহ..
তাঁর জন্যও দোয়া করি
জাযাকাল্লাহ খায়ের
ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনাদেরকে এমন একটি বিষয়ের উপর লিখাটি পড়বার সুযোগ করে দেবার জন্য।
জাজাকাল্লাহু খাইর।
আল্লাহ্'র পক্ষে যারা লড়াই করে তারা কোন চ্যালেঞ্জেই পিছ পা হননা ।
এটাও একটা মিরাকল !
মন্তব্য করতে লগইন করুন