ইসলামী চিন্তাবিদ ও স্কলার জয়নুল আবেদিন এর ৪৮ দিনের মধ্যে মৃত্যু হবে...! "মনিগন্ড" নামের এক হিন্দু জাদুঘরের ওপেন চ্যালেঞ্জ!!! এবং....
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৯ সেপ্টেম্বর, ২০১৪, ১২:১৫:৪০ রাত
ভারতের তামিলনাড়ুর চেন্নাইয়ের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ইসলামী স্কলার "তামিলনাড়ু তৈহিদ জামাত" (tntj) এর চেয়ারম্যান জয়নুল আবেদিন এর সাথে "মনিগন্ড" নামের এক হিন্দু জাদুঘরের ওপেন চ্যালেঞ্জ!!!
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ইসলামী স্কলার জয়নুল আবেদিন একটি লেকচারে কোন জাদুঘর তার জাদুর
ক্ষমতা বলে মানুষকে মেরে ফেলতে পারবেনা, কোরআন ও সহী হাদীসের আলোকে দৃঢ় ভাবে বলেন! এবং ঐ লেকচারে কেউ যদি এমনটি করত পারে তা হলে ৫০ লক্ষ রুপি দেওয়া হবে বলে ঘোষণা দেন।
ঘোষণাটি উদ্দেশ্য প্রনোদিত ভাবে তামিলনাডুর টিভি চ্যানেলে ফলো করে প্রচার করা হয়!
প্রচারের পর মনিগন্ড নামের ঐ হিন্দু জাদুঘরটি উল্টো চ্যালেঞ্জ দিয়ে বলে ৪৮ দিনের মধ্যে জয়নুল আবেদিন এর মৃত্যু হবে...! সে বলে জয়নুল আবেদিন আত্ম হত্যা করবে! হয় ফাঁসি দেবে, না হয় বিষ পান করবে!!
চ্যালেঞ্জটি জয়নুল আবেদিন মৌখীক ভাবে মানতে রাজি না হওয়ায় ১/৮/২০১৪ তারিখে সরকারি স্টাম্পে লিখিত চুক্তি হয়। "তামিলনাড়ু তৈহিদ জামাত" (tntj) পক্ষ হতে চুক্তিনামায় স্বাক্ষর করেন, আর ঐ দিকে "মনিগন্ড" চুক্তিনামায় স্বাক্ষর করেন।
বিষয়টি থানায় অবহিত করা হয়।
চুক্তির দিন থেকে এক এক দিন যেতে যেতে গত কাল ৪৮ দিন পূর্ণ হয়। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ইসলামী স্কলার "তামিলনাড়ু তৈহিদ জামাত" (tntj) এর চেয়ারম্যান জয়নুল আবেদিন এখনো বেঁচে আছেন এবং জাদুঘরটি তার চ্যালেঞ্জে হেরে গেলেন।
তামিলনাডুতে হিন্দু জাদুঘর ও সাধারণ মানুষের সামনে প্রমাণিত হল কোরআন ও সহী হাদীস সত্যের উপর প্রতিষ্টিত।
বিঃদ্রঃ- ২১/৯/২০১৪ তারিখে চেন্নাই তম্বুচেট্টিতেরো এরিয়ায় লেকচারের আয়োজন করবে "তামিলনাড়ু তৈহিদ জামাত" (tntj) এর পক্ষ থেকে। লেকচার দেবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ইসলামী "তামিলনাড়ু তৈহিদ জামাত" (tntj) এর চেয়ারম্যান জয়নুল আবেদিন।
চুক্তি অনুযায়ী উক্ত লেকচার অনুষ্ঠানে সেই জাদুঘর "মনিগন্ড" উপস্থিত থাকার কথা রয়েছে। চুক্তি অনুযায়ী উক্ত জাদুঘর সবার সামনে বলবেন জাদু মিথ্যা, (ইসলাম) চির সত্য।
এখন অপেক্ষা ২১ সেপ্টেম্বর পয্ন্ত.......!!
উৎস এখানে https://m.facebook.com/ThouheedJamath.
বিষয়: বিবিধ
৩৪৬২ বার পঠিত, ৩১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এ ঘটনায় পুরো তামিলনাডুতে একটা সচেতনতার সৃষ্টি হয়েছে। জাদুঘর থেকে সাধারণ মানুষ দূরে থাকবে এটাই প্রত্যাশা। মন্তব্যের জন্য ধন্যবাদ।
আল্লাহ তে পূর্ণ ঈমানওয়ালা মুসলিমদের আজ বড় প্রয়োজন।
ঈমানী চেতনার এমন পোস্টের জন্যে কাযাকুমুল্লাহু খাইরান.....।
আরও একটা ব্যাপার "আল্লাহ্ না করুন, উনি বা অন্য কেউ (ধর্ম প্রচারকারী) যদি এটাকে উদাহরন হিসেবে গ্রহন করে উদ্ভদ্ধ হয় তাহলে ইসলামের ই ক্ষতি।" আশা করি বুজতে পেরেছেন।
সত্য বলেছেন ভালো বিপদজনক সত্যটি প্রমান করা উচিৎ হয়নি।
জয়নুল আবেদিন আত্থ হত্যা করবে জাদুঘরের ক্ষমতা বলে।
এখানে আল্লাহর উপর দৃঢ় বিস্বাস রেখে চ্যালেঞ্জ গ্রহণ করা হয়েছিল। কোরআন হাদিসের কথার দৃঢ়তায় কাজ করেছে বেশি।
হুম জাদু মিথ্যা ইসলাম সত্য
এরখম জাদুকরের গলায় তরবারীই প্রজয্য।
মন্তব্য করতে লগইন করুন