বিয়ের আগের সময় গুলো..... এবং লজ্জা.... ✔✔✔✔আব্দুর রহিম (পর্ব ৫)
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৪ সেপ্টেম্বর, ২০১৪, ০৮:০৫:৩৮ রাত
মাকে কিছুটা রাগান্বিত মনে হল, তবে আমার সাথে মা রাগের কোনো আচরণ করেনি...! মাকে বললাম মা.... বাবাকে একটু বলে দেখো, বাবার মেজাজ বুঝে বলো না হয়........!!
দুপুরে বাবা খাওয়া করে বাইরে যাবে এমন সময় মা..... বাবাকে ডেকে বলল শুনতো..... তখনই বুঝতে পারলাম বাবাকে ঘটনা বলবে....।
আড়াল থেকে একটু আড়ি পাতার চেষ্টা করলাম কিন্তু কিছুই শুনতে পেলাম না...!
বাবার আর বাইরে যাওয়া হলনা, অনেকক্ষণ কথা বলার পর মা আমার রুমে এসে বলল তোর বাবাকে বলেছি....! মা বলল... ঐ মেয়েকে পছন্দ যে হয়নি সেটা তোর বাবা মানতে চাইনি, বুঝিয়ে বলার পর মেনেছে...!
মা আরোও বলল পরে মেয়ের কথা বলেসিস সেটা দেখতে যাবার ব্যাপারে একমত হয়েছে...!
কথা গুলো শুনে নিজেকে নিজের ভিতরে ধরে রাখতে পারছিলামনা... কি এক অভূতপূর্ব ভাললাগার সুখময় অনুভূতি...!
মাকে জিজ্ঞেসা করলাম... কবে দেখতে যাবে? ...ওরা তৈরী থাকলে আগামীকাল যাবে.... অসুবিধা কি? আমি বললাম ঠিক আছে আমি ওদের অবস্থা জেনে নিই...!
মেয়ে পক্ষের যার সাথে আগে কথা বলেছিলাম তার কাছে কল দিয়ে জানালাম আগামীকাল আমাদের পক্ষ থেকে মেয়ে দেখার জন্য.....আসবে! ....ঐ দিক থেকে সমস্যা নেই সুচক উত্তর এলো...।
গিয়ে মাকে জানালাম..... আমার বাবা-মা ও ছোটবোন যাবে আগামীকাল দুপুর ৩টায় মেয়ে দেখতে..!
এইদিকে আমার অপেক্ষার যেন শেষ নেই... আমার মন জুড়ে ভাবনার মিছিল আর মিছিল খাওয়া দাওয়ার প্রতি অনিহা যেন না খেয়েই পেটভরা! অল্প টুকু খাবার খাব তাও খেতে পারিনা কিছু খেলেই মুখে বুমি বুমি ভাব, কাউকে কিছুই বলছিনা নিরবে সয্য করে যাচ্ছি..!
রাতে ঘুম নেই যেন অস্থির এক অবস্থা। রাতের শেষ সময়ে একটুখানি ঘুম এসেছিলো ঘুমের মধ্যে স্বপ্ন দেখি....
মেয়েটিকে বাবা-মার পছন্দ হয়নি....! ফিরে এসে আমাকে বলল মেয়ে পছন্দ হয়নি, অন্য মেয়ে দেখানো হবে বলে জানালো..! আমি জবাব দেবার আগেই স্বপ্ন ভেঙে গেল। স্বপ্ন ভাঙার পর দেখি মুখে লালা ঝরেছে, মুখের লালা মুছে মাথাটা তুলতেই মাথাটা কেমন যেন অস্থির লাগতাছে! যাই হোক বাকিটা বললাম না।
বাবা-মা ছোটবোন দুপুর ২টার দিকে রওনা দিল।
চা-নাস্তা শেষ করে মেয়ে দেখার পালা...! বাবা-মা ছোট বোন... মেয়ে দেখে খুবই খুশি, মা খুশি হয়ে নিজের হাতের আন্টিটা হবু বউমাকে পরিয়ে দিয়ে এলো....! ছোটবোন কথা গুলো আমাকে বলছিল..ছোটবোনের শারিরীক ভাষা অত্যন্ত আনন্দময়।
ছোটবোনকে জিজ্ঞেস করলাম বাবা কোথায়? আমি আর মা সিএনজি অটোরিক্সায় চলে এসেছি! বাবা মেয়েটির ব্যাপারে আরও খবরাখবর নিয়ে তার পর ফিরবে.....।
আজ এটুকুই বাকিটা অন্য একদিন....!
৪থ পর্ব এখানে...
http://www.todaybd.net/blog/blogdetail/detail/9615/nor15/51930#.VR1AenOoVAgVAhvMcuoVAj
বিষয়: বিবিধ
১৬৫৪ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খেতে পারিনা কিছু খেলেই
মুখে বুমি বুমি ভাব"!!!
হায়হায় কার রোগে কারে পাইছে!
:
আপনি যা বলেছেন তা ঘুম না হবার কারনে হয়েছে।
ধন্যবাদ। আপনার লিখা পড়ে অনেক ভাল লাগল।
মন্তব্য করতে লগইন করুন