এ ব্লগটা আমরা দুজনের! আমি আর আমার স্ত্রী! এ ব্লগে আমাদের প্রথম লেখা..... @}; আশা করি আমাদের সাথে থাকবেন.....
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৩ আগস্ট, ২০১৪, ০১:৩০:৩৭ রাত
আস্সালামু আলাইকুম....
যদিও ব্লগে মাঝেমধ্যে আসা হয়, ব্লগে এসে পড়ি ভিবিন্ন ব্লগারের লেখা! ভাল লাগে, ভাললাগার লেখাটি আমার স্ত্রীর সাথে শেয়ার করি, সে আনন্দ পাই পড়ে।
আমার স্ত্রী একদিন আমাকে বলল ওগো একটা কথা বলব রাখবে? বললাম আগে বল তারপর দেখা যাবে, বল.....
সে বলল না আগে কথা দিতে হবে!
আমি বললাম এ কেমন কথা? বলার পর যদি রাখতে না পারি? সে বলল ইচ্ছে করলে পারবে!
আচ্ছা ঠিক আছে বল....
বলল আমি ব্লগে লিখতে চাই...... আমি বললাম এটা একটা কথা হল এ কথার জন্য আগে ওয়াদা করানোর কি দরকার? লিখতে চাইলে লিখবা.....!!
দেখলাম ওর চোখে মুখে আনন্দের ঝরনা....
আশা করি আমরা ব্লগে লিখব আমি লিখলে আমার নাম থাকবে, আমার স্ত্রী লিখলে তার নাম থাকবে,
আশা করি আমাদের সাথে থাকবেন
সবাইকে ধন্যবাদ।
বিষয়: বিবিধ
১৮৬২ বার পঠিত, ৪৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাদের জন্য শুভ কামনা রইল আপনাদের ব্লগিং জীবন সুন্দর হোক ।
স্বাগতম!
দোয়া করবেন যেন এ আঠা যত বাঁচি :ততদিনই লাগিয়া থাকে আমাদের মাঝে। ধন্যবাদ আপনাকে <:-P
ভাই+বোন
এই ধরনের সিসটেম করে লেখা এই ব্লগে আমার যানামতে এই পরথম।
আপনাদেরকে স্বাগতম লেখার জন্য
দাওয়াত দিয়েন লেখা পড়ার জন্য।
এই নেন হারিকেনের হাতুড়ি ফুল আপনাদের জন্য তার পক্ষ্য থেকে
কমেন্টসের সময় কিন্তু বলে দিতে ভুলবেন না কে কমেন্টস করছেন {ভাই নাকি ভাবি}
আপনাকে ধন্যবাদ দুজনের পক্ষ থেকে.....
ফুলের জন্যও....
মন্তব্যে নাম যোগ করতে গেলে একটু অতিরিক্ত হয়ে যাবে তাই পোস্টে নাম যোগ করব আপাতত!
আপনার বাসার ঈদের সেমাই যারা খেয়েছে তারা কেউই জানতে চান নাও সেমাইটা কি আপনি না আপুনি রান্না করেছেন? মজা হয়েছে তাই খুশিতে গদগদ।
সবাই জিগাইছে ফিরনি,পুডিং,সেমাই,রোস্ট,পোলাও,গোস্ত,পায়েশ,কাস্টার্ড আপুনি বানাইছে?
উত্তর: হ্যা বানইছে
দাওয়াত রইলো খালামনি আসবেন কিন্তু।
যা বুঝার বুঝলাম।
হা হা হা হা হা
থিংক ডিফারেন্ট
ওয়ার্ক স্মার্ট
হা হা হা হা হা।
একটুকরা অভিনন্দন।
কিন্তু নামটা একটু উদ্ভট হয়ে গেল না!!!!!
দুজন যেহেতু একসাথে লিখছেন নামটা দিতে পারতেন দুই জীবন, দুটি মন, আমরা দুজনা ইত্যাদি ইত্যাদি।
আনুব্দুরআরয়হিশাম
আহহহ আপুুুপুুপুর কত্তত্তত্ত আশা
আহহহ আপুুুপুুপুর আপনার জন্য আদরের হাতুড়ি। অনেকদিন নাকি মিস করেন...
আমার ছেলে আপনাকে পছন্দ করবেই নিশ্চিত। দুআ করবেন যেন তারাতারি পৃৃথিবীতে আল্লাহ তাকে পাঠান
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 9368
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
জামাই বউ মিলে কিছু করলেই তো নতুন সৃষ্টি হবে! (১ + ১)= ১ দারুন তো! শুভ কামনা রইলো
মানসিকতা একটু বদলানোর অনুরোধ জানাচ্ছি। জানতে আগ্রহী হলে এখানে ক্লিক করুন!!!
মন্তব্য করতে লগইন করুন