শিক্ষনীয় গল্প-৬

লিখেছেন লিখেছেন ইঞ্জিনিয়ার মুবিন ১৩ আগস্ট, ২০১৪, ০৪:২৯:৪৮ রাত

একটি সফল ব্যবসা প্রতিষ্ঠানের সি.ই.ও.

তার পরবর্তি উত্তরাধিকারী নির্ণয়ের

জন্য সকল অফিসারদের একত্রিত

হতে বললেন । যেহেতু পাঁচজন একই

যোগ্যতার অধিকারী ছিল, তাই

তিনি তাদের

একটি পরিক্ষা করতে চাইলেন।

তিনি মিটিঙে পাঁচজনকেই পাঁচটি বীজ

দিলেন, এবং বললেন তারা যেন এই

বীজগুলির যত্ন নেয় এবং ছয় মাস পর আবার

তার সাথে দেখা করে। চারাগুলির

সৌন্দর্যের উপর

ভিত্তি করে তিনি সিদ্ধান্ত জানাবেন।

এই জন্য কেউ আর

প্রশ্ন করার সাহস করতে পারলনা।

এই পাঁচজন অফিসারি বীজ

গুলি নিয়ে ঘরে ফিরে আসে । এদের

ভিতর একজনের নাম হচ্ছে ওমর । ওমর খুব

উত্তেজনার সাথে একটি টবে খুব উর্বর

মাটি রেখে তাতে বীজটি বপন করে ।

সে টবটিকে প্রয়োজনীয়

আলো বাতাসের মধ্যে রাখে ।

এভাবে দেখতে দেখতে এক মাস

কেটে যায় কিন্তু ওমরের বীজ

থেকে কোন চারাই বের হয়না । অথচ তার

সহকর্মীদের বীজ থেকে খুব সুন্দর সুন্দর

চারা বের হয়েছে। আরও এক মাস পরে যখন

সকলের চারা বাড়তে শুরু

করে তখনো ওমরের বীজ থেকে কোন

চারা বের হয়নি ।

তার সহকর্মীরা প্রতিদিন

কিভাবে চারাগুলি সুন্দর করা যায় তাই

নিয়ে আলোচনা করে, তখন সে চুপ

করে বিষণ্ণ মনে বসে থাকে । সে প্রায়

নিশ্চিত যে- নিশ্চয়ই

তাকে চাকুরি থেকে বরখাস্ত করা হবে ।

প্রচণ্ড হতাশা তাকে গ্রাস করে ফেলে ।

তার এই অবস্থা দেখে ওমরের

স্ত্রী তাকে ওই একই রকম বীজের অন্য

একটি চারা এনে দেয়, যা দেখতে খুবই

সুন্দর ।কিন্তু সৎ ওমর তার স্ত্রীর বীজটি নিল না।

অবশেষে ছয় মাসের

সমাপ্তি ঘটে এবং সেই মিটিং শুরু হয়

যেখানে সি.ই.ও. নতুন সি.ই.ও. নির্বাচন

করবেন । তিনি সকলকে তাদের টব

নিয়ে আসতে বলেন । একে একে সকলেই খুব

সুন্দর সুন্দর গাছের

চারা নিয়ে আসে কিন্তু ওমর

একটি খালি টব নিয়ে উপস্থিত হয় । তার

এই খালি টব দেখে সকলেই হেসে উঠে ।

সি.ই.ও. সব পর্যবেক্ষণ করে অবশেষে নতুন

সি.ই.ও.-র নাম ঘোষণা করে বলেন-

-“আমার বয়স অনেক বেশি হওয়ার

কারনে আমি আমার পরবর্তী সি.ই.ও.-র নাম

ঘোষণা করছি । ওমরই

হবে পরবর্তী সি.ই.ও.-”।

এরপর বাকি চারজন আপত্তি করে এর কারন

জানতে চায় ।

অতঃপর সি.ই.ও. বলেন-

“আমি জানি আপনারা বলবেন

যে আপনারা এত কষ্ট করে চারার যত্ন

করার পরও কেন আমি ওমরকেই নির্বাচন

করছি- যে কোন চারাই আনতে পারেনি ।

আমি যখন ছয় মাস পূর্বে আপনাদের বীজ

দিয়ে ছিলাম- তা ছিল মূলত সিদ্ধ

করা বীজ । আর সিদ্ধ বীজ

থেকে কখনো চারা হয়না । আমি এমন

একজনকে সি.ই.ও. করতে চাই যে সৎ

এবং নির্ভীক । এবং একমাত্র ওমরই তার জন্য

উপযুক্ত । আমি যেদিন আপনাদের বীজ

দেই, আপনারা সেদিন শুধু বীজই

দেখেছিলেন কিন্তু আমি সেদিন সততার

ছায়া সুশীতল বৃক্ষ দেখেছিলাম। নিশ্চয়ই

সততা কখনো কাউকে ঠকায়না” ।

...

{গল্পটি ভাল লাগলে মমন্তব্য করতে ভুলবেন না)

বিষয়: বিবিধ

১২৫৪ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

253789
১৩ আগস্ট ২০১৪ সকাল ০৫:০৯
কাহাফ লিখেছেন : ভালো লাগলো , অনেক ধন্যবাদ ।
253881
১৩ আগস্ট ২০১৪ দুপুর ১২:৩৪
মেঘ ভাঙা রোদ লিখেছেন : নিশ্চয়ই সততা কখনো কাউকে ঠকায়না” ।

চরমভাবে সহমত
253886
১৩ আগস্ট ২০১৪ দুপুর ১২:৫০
ইঞ্জিনিয়ার মুবিন লিখেছেন : সবাই গল্পটি পড়ার জন্য ধন্যবাদ
253898
১৩ আগস্ট ২০১৪ দুপুর ০২:০৪
নাবিলা লিখেছেন : এরকম একটা গল্প আগেও পড়েছিলাম।
তবে সেখানে রাজা ছিল।
253900
১৩ আগস্ট ২০১৪ দুপুর ০২:২৫
মোস্তাফিজুর রহমান লিখেছেন : সুন্দর ও শিক্ষণীয়ই বটে।
253914
১৩ আগস্ট ২০১৪ দুপুর ০৩:২৫
ইঞ্জিনিয়ার মুবিন লিখেছেন : ধন্যবাদ গল্পটি পড়ার জন্য

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File