শিক্ষনীয় গল্প- ৭
লিখেছেন লিখেছেন ইঞ্জিনিয়ার মুবিন ১৩ আগস্ট, ২০১৪, ০৮:৪৯:৪৪ রাত
সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচন্ড
ঝড়ের মধ্যে পরে লন্ডভন্ড হয়ে গেল। সেই
জাহাজের বেঁচে যাওয়া এক
যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন
দ্বীপে এসে পৌছালো। জ্ঞান ফেরার
পর প্রথমেই সে আল্লাহর
কাছে প্রানখুলে ধন্যবাদ জানালো তার
জীবন বাঁচানোর জন্যে। প্রতিদিন
সে দ্বীপের
তীরে এসে বসে থাকতো যদি কোনো জাহাজ
সেদিকে আসে এই আশায়।কিন্তু
প্রতিদিনই তাকে হতাশ
হয়ে ফিরে আসতে হতো।এরই
মধ্যে সে সমুদ্রতীরে তার
জন্যে একটা ছোট ঘর
তৈরী করে ফেললো। সমুদ্রের মাছ
ধরে এবং বন থেকে ফলমূল শিকার
সে বেঁচে থাকলো।
এরই মধ্যে সে একদিন খাবারের
খোঁজে বনের মধ্যে গেল। বন
থেকে সে যখন ফিরে এলো তখন
দেখলো যে তার রান্না করার
চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটিই ছাই
হয়ে গিয়েছে এবং তার কালো ধোঁয়ায়
আকাশ ভরে গিয়েছে।লোকটি চিৎকার
করে উঠলো,
‘হায় আল্লাহ,তুমি আমার ভাগ্যে এটাও
রেখেছিলে!’
পরদিন সকালে এক জাহাজের
আওয়াজে তার ঘুম ভাঙলো।
জাহাজটি সেই দ্বীপের
দিকে তাকে উদ্ধার করার জন্যই
আসছিলো। সে অবাক হয়ে বললো,
‘তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পরে আছি!’
জাহাজের ক্যাপ্টেন
জানালো,‘তোমার জ্বালানো ধোঁয়ার
সংকেত দেখে।’
(সংগ্রহিত)
...
সাধারণতঃ মানুষের পদে পদে অভাব-
অভিযোগ, ভয়-ভীতি, আশঙ্কা-অনিশ্চয়তা,
সফলতা আসবে কি আসবে না, হতাশা-
নিরাশা, ব্যর্থতা-অক্ষমতা ইত্যাদি আসে।
এসব ক্ষেত্রে অনেককে লক্ষ্য করা যায় যে,
তারা হতাশায় হাত-
পা গুটিয়ে বসে থাকে বা হাল
ছেড়ে দেয়। সেসব লোক যেন
সর্বশক্তিমানের উপর আস্থা-বিশ্বাস,
নির্ভরতা, তাওয়াক্কুল হারিয়ে ফেলে।
এটা মারাত্মক গুনাহ ও ঈমানের জন্য
ক্ষতিকর। আল্লাহ তা’আলা পবিত্র
কুর’আনে এরশাদ করেন-
“ তোমরা আল্লাহ পাকের রহমত
থেকে নিরাশ হয়ো না ”।
আবার লক্ষ্য করুন, জাহাজ ডুবে গেল, তখন
আল্লাহ
তা’আলা আপনাকে যদি হেফাজত করার
ইচ্ছা করেন,
তাহলে আপনি বেঁচে যাবেন, আবার
যদি সেখানে আপনার মারা যাওয়ার
ব্যাপারে আল্লাহর ফয়াসালা হয়,
তাহলে আল্লাহ পাক
আপনাকে সেখানে মৃত্যু দিয়ে সেই
ফয়সালা বাস্তবায়িত করবেন। মহান
আল্লাহর উপর তাওয়াক্কুল করার
পাশাপাশি তাঁর এ উভয় প্রকার
ফয়সালাকে মেনে নেয়া এবং এর উপর
সন্তুষ্ট থাকা আমাদের কর্তব্য।
তাই আস্থা রাখুন। জীবনটা-ত
আখিরাতের পরীক্ষাকেন্দ্র। পরিক্ষক
যেভাবে ইচ্ছা আমাদের
পরীক্ষা করতে পারেন। পরিক্ষক
দেখতে চান- আমরা যে কোন ফায়সালার
উপর সন্তুষ্ট আছি কিনা। আমাদের
আস্থা অটুট আছে কিনা!
আল্লাহ্ তাআলা আমাদের বুঝার তৌফিক
দান করুন। আমীন।।
...
{গল্পটি ভাল লাগলে মন্তব্য করবেন)
বিষয়: বিবিধ
১৩৩৬ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন