শিক্ষনীয় গল্প-৯

লিখেছেন লিখেছেন ইঞ্জিনিয়ার মুবিন ১৫ আগস্ট, ২০১৪, ০৬:৪৮:১০ সন্ধ্যা



একটা বিখ্যাত গল্প আছে, কেউ কেউ হয়ত

শুনে থাকবেন ৷

গল্পটা চারটি গরুকে নিয়ে ৷

তিনটি কালো, একটি সাদা ৷

তারা একটা শ্বাপদসংকুল এলাকায় বাস

করতো ৷ এজন্য নিরাপত্তার

খাতিরে তারা একসাথে থাকত

এবং একে অপরের প্রতি সতর্ক

দৃষ্টি রাখতো ৷ যার

ফলে তারা টিকে ছিল ৷ একদিন

কালো তিনজন একত্র হল এবং বলল ‘এই

সাদা গরুটার জন্য আমরা ধরা পড়ে যাব ৷

আমরা কালো বলে রাতের বেলা শত্রু

আমাদের দেখতে পায়না, কিন্তু

তাকে দেখতে পায় ৷ চল ঐ

গরুটাকে আমরা পরিত্যাগ করি ৷ তারপর

আমরা তিনজন একসাথে থাকবো ৷’ যেমন

কথা তেমন কাজ ৷ সেদিন থেকেই

কালো গরুগুলো সাদাটাকে বয়কট করল,

তিনজন একপাশে থাকত আর

বেচারা সাদা গরু আরেক পাশে ৷

সেখানকার নেকড়ে, এই গরুদের

মধ্যে অনৈক্য

বুঝে ফেললো এবং সে সাদা গরুটার উপর

ঝাঁপিয়ে পড়লো ৷ যখন

নেকড়ে সাদা গরুটার গোশত

খুলে খুলে খাচ্ছিল, তখন

কালো গরুগুলো কোন বাধা দিলনা ৷

তারা তাকিয়ে তাকিয়ে তাদের

ভাইকে টুকরো টুকরো হতে দেখছিল ৷

পরের রাতে নেকড়ে কালো গরুগুলো উপর

আক্রমণ করলো, কারণ তাদের

শক্তি কমে গেছে ৷ এজন্য

নেকড়ে একটা কালো গরুকে ছিনিয়ে নিতে সক্ষম

হলো ৷

পরের রাতে নেকড়ের জন্য

কাজটা আরো সহজ হয়ে গেল, কারণ গরু

আছেই মাত্র দু'টো ৷ নেকড়ে খুব

সহজে আরেকটা গরু খেয়ে নিল ৷

শেষ রাতে গরু বাকি রইল মাত্র একটা ৷

গরুটা ভয়ে এদিক ওদিক ছুটোছুটি করলো,

কিন্তু তার কোন সাহায্যকারী নেই ৷

নেকড়ে বুঝল

গরুটা দৌড়াদৌড়ি করে হাঁপিয়ে একসময়

পড়ে যাবে, তাই সে মনের

আনন্দে পায়চারি করতে লাগলো ৷ সময়

সুযোগমত সে গরুটার উপর ঝাঁপিয়ে পড়লো ৷

জীবনের শেষ

মুহূর্তে এসে গরুটা একটা কথা বলেছিল, খুবই

শিক্ষণীয় কথা ৷ সে বলেছিল,

‘আমিতো সেদিনই খাদ্য হয়েছি, যেদিন

সাদা গরুটাকে খাওয়া হয়েছে ৷’ অর্থাৎ

গরুটা বুঝতে পেরেছিল, যেদিন

সে সাদা গরুটাকে সাহায্য করেনি,

সেদিনই সে নিজের মৃত্যুর

চুক্তিতে স্বাক্ষর করেছে ৷

...

আশা করি কাহিনীটি থেকে আপনারা মূল্যবান

শিক্ষা পেয়ে গেছেন ৷ প্রথমত, এই গল্পের

সাথে বর্তমান উম্মাহর অনেক মিল

পাওয়া যাবে ৷

আমরা দেখতে পাচ্ছি একের পর এক মুসলিম

জাতির/দেশের পতন ঘটছে ৷

আমরা কি করছি? আমরা শুধু

চেয়ে চেয়ে দেখি ৷ যখন

ফিলিস্তিনকে কেড়ে নেয়া হল,

আমরা কিছুই করিনি ৷ এরপর একের পর এক

জাতি বিপদের মুখে পড়তে লাগল -

কাশ্মীর, চেচনিয়া, ফিলিপাইনের

মুসলিম এবং সর্বশেষ ইরাক ৷ ইরাকে যখন

হত্যাযজ্ঞ চলছে, তখন আমরা কিছুই করিনি ৷

এখানেই শেষ নয়,

পরবর্তীতে আরো জাতিকে ধরা হবে,

কাকে ধরা হবে তা আল্লাহ্ই ভাল

জানেন ৷ গল্পটা থেকে বুঝা যায়,

যে মুসলিম জাতিগুলো এখনও

টিকে আছে সেগুলো প্রথম জাতিটার

পতনের সাথে সাথেই পরাস্ত হয়েছে ৷

দ্বিতীয়ত, এ গল্প থেকে অনৈক্যের

ফলাফল বুঝা যায় ৷ গরুগুলো যতদিন

একসাথে ছিল, ততদিন শত্রু কিছু

করতে পারেনি। কিন্তু যেই

তারা একজনকে ছেড়ে দিল, তখন কি হল?

তারা সকলেই হেরে গেল৷

রসূলুলৱাহ্ (সা.) বলেছেন, ‘এই উম্মত হল

একটি দেহের মত ৷ যদি দেহের কোথাও

ব্যথা লাগে, তাহলে গোটা দেহ

জ্বরাক্রান্ত হয় ও

ঘুমাতে পারেনা ৷' (বুখারী)৷ অর্থাৎ কারও

হাত বা পায়ে আঘাত লাগলে, সে ব্যথার

কারণে ঘুমাতে পারেনা, এবং তার দেহ

ব্যথা সারাতে গিয়ে জ্বরগ্রস্থ

হয়ে পড়ে ৷ পূর্ব, পশ্চিম বা উত্তর, দক্ষিণের

মুসলিম জাতি ব্যথা পেলে, আপনারও এমন

ব্যথা লাগা উচিত যেন আপনার নিজ

পরিবার আহত হয়েছে ৷ আপনি যদি শুধু

নিজের এবং আপনজনদের

নিরাপত্তা নিয়েই চিন্তিত হন -

তবে একটা সমস্যা আছে, তখন আপনাকে আর

দেহের (উম্মাহ) অংশ বলা যায় না ৷

মুসলিমরা রাষ্ট্র, মাযহাব,

দলাদলি নিয়ে বিভক্ত হতে পারে, কিন্তু

তাদের বড় পরিচয় তারা মুসলিম

(যদি না তারা পথভ্রষ্টদের মধ্যে কেউ হয়) ৷

অনেকে দাবী করেন ‘আমি ও আমার দল

মুসলিম’, অন্যরা যেহেতু তাদের দলের

অনুসরণ করেন না তাই অন্যরা মুসলিম না ৷

আপনি যতক্ষণ না কোন

ভাইকে বা বোনকে কাফের প্রমাণ

করতে পারবেন, ততক্ষণ সে মুসলিম [একজন

মানুষের অন্তরে ঈমান আছে কি নেই

তা দেখার ক্ষমতাও আমাদের নেই

বা তা দেখার নির্দেশও আমাদের

দেয়া হয়নি ৷ রসূল (সা) আমাদের বাহ্যিক

আমল দেখে মুসলিম সনাক্ত করতে বলেছেন

৷ যেমন: নামায, যাকাত, হজ্জ ইত্যাদি]৷

আমরা মুসলিমদের মধ্যে ঐক্য চাই ৷ ঐক্য

বলতে বলছিনা দল, মাযহাব সব বাদ

দিয়ে সবাইকে একটা জামাতের অনুসরণ

করতে হবে ৷ সেটা হয়তো এই মুহূর্তেই সম্ভব

নয় ৷ ঐক্য বলতে আমরা বলছি,

আপনি যে মুসলিম গোষ্ঠীর (বা group-এরই)

হননা কেন, যে মাযহাবের হননা কেন -

আপনি বিপদে আপনার ভাইয়ের

পাশে এসে দাড়াঁবেন ৷ এটাই ঐক্য!

মুসলিমদের মধ্যে একেকটা দল একেক রকম

কাজ করছে - এই বিভিন্নতার দরকার আছে ৷

মুসলিমদের আজ সব ক্ষেত্রে কাজ

করতে হবে ৷ কেউ হয়তো দাওয়াহর কাজ

করছে, কেউ ইল্ম অর্জন করছে, কেউ

এবাদতে মশগুল আছে ৷ মানুষ বিভিন্ন

রকমের, তাই কাজও বিভিন্ন রকম হবে ৷

মানুষের দক্ষতাও একেক রকম, কেউ ভাল

আলেম, কেউ ভাল ইমাম আর কেউ বা ভাল

শিক্ষক ৷ কেউ কেউ আছেন যারা কথা কম

বলেন, কাজ বেশি করেন ৷ সব ধরনের

লোকেরই দরকার আছে ৷

তাই অন্য মুসলিম ভাইদের সাথে আপনার

চিন্তাধারার মিল নাও থাকতে পারে,

কিন্তু তাদের বিপদে আপনি সাহায্য

করবেন - একেই বলে একতা ৷

আমাদের তাই রসূল (সা) হাদীসটির

কথা স্মরণ রেখে ও সারা পৃথিবীর

মুসলিমদের দুর্দশার কথা চিন্তা করে কষ্ট

লাগা উচিত ৷ ফিলিস্তিন, ইরাক

বা কাশ্মীরে কি হচেছ

সে ব্যাপারে আপনাকে সচেতন

হতে হবে, যদিও তা আপনার দেশ নয় ৷ এসব

মুসলিম দেশের কয়েকটির মধ্যে বিরোধ

থাকতে পারে, যুদ্ধ বা রাজনৈতিক

সমস্যাও থাকতে পারে ৷ কিন্তু তাই

বলে আপনার মনোভাব একই থাকবে,

যা সমস্যা তা সরকারের মধ্যে,

সে দেশের মুসলিমরাতো আপনার ভাই ৷

গল্পটা থেকে তৃতীয়ত

আমরা বিশ্বাসঘাতকতার পরিণাম

জানতে পারি, জানতে পারি একজন

মুসলিমকে পরিত্যাগ করার কুফল ৷ রসূল (সা)

বলেছেন, 'যে তার মুসলিম

ভাইকে অত্যাচার করেনা,

বিশ্বাসঘাতকতা করেনা এবং পরিত্যাগ

করেনা সেই (প্রকৃত) মুসলিম ৷' (বুখারী ও

মুসলিম) ৷

(সংগৃহীত ও পরিমার্জিত)

...

{গল্পটি ভাল লাগলে কমেন্ট ক রবেন

বিষয়: বিবিধ

১৬৬৬ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

254642
১৫ আগস্ট ২০১৪ রাত ০৮:১১

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 9368

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> আমি মেঘ হবো লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৫ আগস্ট ২০১৪ রাত ০৯:২৪
198409
ইঞ্জিনিয়ার মুবিন লিখেছেন : অনেক ধন্যবাদ আপ নাকে
254643
১৫ আগস্ট ২০১৪ রাত ০৮:১৪
একপশলা বৃষ্টি লিখেছেন : অসাধারণ
১৫ আগস্ট ২০১৪ রাত ০৯:২৫
198410
ইঞ্জিনিয়ার মুবিন লিখেছেন : অনেক ধন্যবাদ আপ নাকে কষ্ট করে পড়ার জন্য
254654
১৫ আগস্ট ২০১৪ রাত ০৮:৩৮
জাকির হোসাইন আজামী লিখেছেন : ভালো লাগলো । অনেক ধন্যবাদ ।
১৫ আগস্ট ২০১৪ রাত ০৯:২৬
198414
ইঞ্জিনিয়ার মুবিন লিখেছেন : ভালো লাগার জন্য ধন্যবাদ
254663
১৫ আগস্ট ২০১৪ রাত ০৯:০৫
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ভাল লেগেছে আপনার লেখাটি, আশা করি আরো লিখবেন । ধন্যবাদ আপনাকে
১৫ আগস্ট ২০১৪ রাত ০৯:২৭
198415
ইঞ্জিনিয়ার মুবিন লিখেছেন : লেখাটি পড়ার জন্য ধন্যবাদ
254668
১৫ আগস্ট ২০১৪ রাত ০৯:২৩
ইঞ্জিনিয়ার মুবিন লিখেছেন : আপ নাদের সবাই কে ধন্যবাদ লিখাটা পড়ার জন্য
254743
১৬ আগস্ট ২০১৪ রাত ১২:২৬
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।
১৬ আগস্ট ২০১৪ সকাল ০৬:৩৮
198528
ইঞ্জিনিয়ার মুবিন লিখেছেন : ভালো লাগার জন্য ধন্যবাদ
267837
২৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:০৬
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : শিক্ষনীয় গল্প বটে তবে ক'জনে এর থেকে শিক্ষা নেয়?
267840
২৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:০৮
ফেরারী মন লিখেছেন : মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : শিক্ষনীয় গল্প বটে তবে ক'জনে এর থেকে শিক্ষা নেয়?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File