আসেন ব্লগ কতৃপক্ষকে কিছুটা আয়ের ব্যাবস্হা করে দিই!
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ১৩ আগস্ট, ২০১৪, ০৭:৪৩:১৭ সকাল
কয়েকদিন আগে ব্লগে এ্যাড দেখতে চেয়ে কে যেন একজন পোষ্ট দিয়েছিলেন। আ্যাড না থাকলে নাকি ব্লগকে প্রফেশনাল দেখায় না! যাই হোক ,ব্লগ ও তো বাঁচা লাগবে! খরচ পাতি তো আর কম না! তবে এ্যাড গুলু কাষ্টম এ্যাড হলে খারাপ লাগতোনা। এখন ব্লগে যেভাবে আ্যাড-চয়েসের অপ্রাসঙ্গীক আ্যাড দেখা যাচ্ছে তা খুব একটা ভাল দেখাচ্ছে না। সাইডবারের আ্যাডগুলা ইয়া লম্বা! এবং অবশ্যই বিশ্রী!!
যাই হোক। আপনারা পারলে মাঝে মধ্যে ২-১ টা ক্লিক করলে ব্লগ ওয়ালারা দু'পয়সা পাবেন।
বিষয়: বিবিধ
১১৯৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধরেন , নগদে দিলাম , আমারটা রাখেন ।
আপনারও কি চাই ? মানে আপনিও কি ওয়ান অব দ্যা ব্লগ কর্তৃপক্ষ ? :
মাঝে মাঝে ক্লিক করবো নে এ্য্যডগুলোয়।
ভাল্লাক্সে
মন্তব্য করতে লগইন করুন