আমি মাস্তুলে তুমি বিড়ি টানো ভুলে
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৩ আগস্ট, ২০১৪, ০৯:৪৩:৪৩ সকাল
আমি মাস্তুলে তুমি বিড়ি টানো ভুলে
নয় আড়ালে আবডালে
মনে হয় পা থেকে...খুলে ঝেড়ে দেই দুই গালে।
ক্লান্ত শ্রান্ত জনতার আকুতি নিয়ে ফিরি
তোমাদের পতনের আর কত দেরী !
বান্দরী....
বলেছিলে নেতা হবে বড় হলে
হয়েছো তুমি তাহা
মিথ্যা বল ডাহা
দেখনি আয়নায় চাহিয়া
তুমি কত বড় বেহায়া
যখন তখন ঘুমিয়ে তুমি স্বপ্ন দেখ
জনগনের কল্যানে
ঘুম ভাংলেই মুখ খিচিয়ে অশ্রাভ্য গালি দাও
এত সাহস কোথায় পাও ?
তোমাকে নির্বাচনে জনগনই দায়ী
অসাধারন তুমি চেতনা ব্যবসায়ী
অস্টম শ্রেণী ফেল করে তুমি এম.বি.এ ডিগ্রীধারী
বদ সুরত তুমি,বতল সেবী
নষ্ট চরিত্র,মতলববাজ,ফাউল,মিথ্যাচারী
বি:দ্র: কবিতাটি কাল্পনিক। কারো সাথে মিলে গেলে এই কবি দায়ী নয়, বরং জনৈক বদসুরত দায়ী
বিষয়: বিবিধ
১১৭৪ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
টাকায় কেনা ধন শুধুকি টানিবে ঘরে?
স্বপ্ন সংক্রমিত হয় পিতা হতে কন্যে,
কন্যা দেখেন তাহা জনগনের জন্যে৷
বিড়ি দেখে যায় চেনা!
উতানি গানের লিংক
Click this link
Click this link
মন্তব্য করতে লগইন করুন