মৃত্যুভয় এত ??
লিখেছেন লিখেছেন সাবু আলু ২০ জুলাই, ২০১৪, ০৩:৪৫:০৬ দুপুর
রাত ১ টা । প্রতিদিনের মত আমি ঘুমাতে গেলাম । মানব জাতির একটা স্বভাব হলো শুয়ে থাকলে তার ঘুম আসে না একটা না একটা কিছু ভাবতে হয় । আমার কেন যেন আজ মৃত্যু নিয়ে ব্যাপারগুলো মাথায় ঘুরতে লাগল । একটু একটু ভয় পেতে শুরু করলাম । চিন্তা আসতে লাগল আমি যদি এখন মারা যাই তাহলে কালকের মাঝে আমাকে কবর দিয়ে দিবে । সবাই আমাকে নিয়ে হায়-হুতাশ করবে । সবাই আমার ভালো-খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করবে ।সবাই বলবে আমি এমন ছিলাম তেমন ছিলাম । এসব কথা ভাবতে ভাবতে আমি ভয়ে কাপতে শুরু করলাম আর সাথে সাথে অঝোরে ঘামছি । বাবা-মার কথা অনেক মনে পড়তে লাগল । আমি তাদের কে জাগালাম আর তারা শুনে আমাকে বললেন কি হইছে আমার । কেন এমন করছি ?? আমার একটা কথাই শুধু বের হয়ে আসতেছিল মুখ দিয়ে যে আমার মনে হয় আজ রাতে ঘুমালে আমি মারা যাবো । আমার কথা শুনে তারা বিচলিত হয়ে যায় । আম্মা আমাকে নানা ধরনের দোয়া পড়ে আমাকে ভয় না পেতে বলতেছিলেন । আমার এমন কর্মকান্ডে তিনি কেঁদে দিয়েছিলেন । আর তখন আমার অনেক খারাপ লাগতেছিল । আবার আমি শুয়ে পড়লাম । কিন্তু না এবারও একই রকম লাগছিল আর বন্ধুবান্ধব আর সেই প্রিয় মানুষটার কথা মনে পড়তেছিল । প্রশ্ন জাগতেছিল তারা খুব কষ্ট পাবে আমি মরে গেলে ?? আমাকে তারা কতদিন মনে রাখবে ??
এসব কথা আর চিন্তা করতে পারতেছিলাম না । তাই বাথরুমে গিয়ে মাথায় পানি ঠাললাম আর সারা রুমে পায়চারী করতে লাগলাম । সেদিন রাতে আর আমার ঘুম হয় নাই । একটু ক্ষনের জন্যও চোখটা লাগে নাই । সকাল বেলা ভার্সিটি তে যাচ্ছি আর তখন দেখি ভার্সিটির সামনের রাস্তা দিয়ে একটা লাশ দাফনের জন্য নিয়ে যাচ্ছে । নিজের মনের মাঝে তখন অনেক ভয় চলে আসলো আর মনে হতে লাগল আমাকেও এভাবে মানুষের কাধে চড়ে যেতে হবে যেদিন আপন মানুষেরা আমাকে একা কবরে রেখে আসবে । অনেক কিছু বলতে ইচ্ছা করলেও আমি কিছু বলতে পারবো না ।
নিজের জীবনটা আসলেও খুব ক্ষুদ্র । এখন আছি আর ১ সেকেন্ড যে বাঁচবো তার কোন গ্যারান্টি নাই । আর আমরা এই জীবনেই কেউ ধনী কেউ গরীব কেউ উচ্চশিক্ষিত আবার কেউ গন্ড মূর্খ । কেউ কেউ শাসন করি আর কেউবা শাশিত হই । সবকিছুর শেষ সেই মৃত্যু নামক দুটি অক্ষরে । আজ মরে গেলে দুনিয়া আমার জন্য ক্ষনিকের জন্য কাদবে কিন্তু আমার কৃতকর্ম ভালো না হলে আমাকে চিরকাল কাঁদতে হবে ।
বিষয়: বিবিধ
৯০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন