তুমি আর শুধু আমি
লিখেছেন লিখেছেন কিশোর কারুণিক ২৯ মার্চ, ২০১৫, ১১:৫৩:৪০ রাত
তুমি আর শুধু আমি
---কিশোর কারুণিক
নিজে ঠকতে চাই না বলে
তোমাকে ঠকানোর ইচ্ছা হয় না
নিজে কষ্ট পেতে চাই না
তাই তোমাকে ব্যথা দিই না
আমার ভাললাগে সাবলীলতা
আমার ভাললাগে তোমার স্নিগ্ধতা
চারিদিকে সজীবতা
মাথার উপর নীলিমা
তোমার নীরব চাহনি
হাসি মাখা মুখখানি
মৃদু কথা মালা
আহা ভুলা যায় না
এসো, আর নীরবতা নয়
ভালবাসার ঐক্যতানে
শুভ্রতায় সৃজনশীলতায়
ঐক্য গড়ি
প্রেমের উৎকর্ষে
ভাললাগার মহামিলনে
তুমি আর শুধু আমি ।
বিষয়: বিবিধ
৯৬৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তোমার নীরব চাহনি
হাসি মাখা মুখখানি
মন্তব্য করতে লগইন করুন