অতঃপর পরকিয়া

লিখেছেন লিখেছেন নূর আল আমিন ৩০ মার্চ, ২০১৫, ১২:৪৫:০৮ রাত

তোমাকে ছাড়া

বাঁচবোনা। আমিও

তোমাকে কখনোই ছাড়া

বাঁচতে পারবোনা।।।

.

এতক্ষণে হয়তো

মামুনের মৃত লাশটা

গ্রামের বাড়িতে পৌছে

গেঁছে। ২বছর বয়সী

ইফতির হয় দাদার

বাড়ি না হয় নানা বাড়ি

কিংবা এতিম খানায়

স্থান হবে।।। .

.

হয়তো এখন মামুনের

প্রিয়..তমা স্ত্রী

পুতুল কোন এক

হোটেলে... সিয়ামের

সাথে কৃষ্ণ লিলায়

ব্যাস্ত।।

.

সরকারী চাকুরে

বাবার পাঠানো কিছু

টাকায় আর নিজের

টিউশনির টাকায়

ভালোই চলছিলো

মামুন...

.

আসতে আসতে

কলেজের ফাষ্ট গার্ল

খ্যাত... পুতুলের সাথে

সম্পর্ক গড়ে উঠে...

.

উপরের বাক্য.গুলোকে

পুজি করে মা বাবাকে

না জানিয়ে পুতুল ও

মামুন শুরু করে

জীবনের নতুন আরেক

অধ্যায়।।।

.

প্রাইভেট প্রতিষ্ঠানে

মামুন আর পুতুলের

চাকরির। টাকায়

ভালোই চলছিলো। গত

৪ বছরে ভুলেও মামুন

বাড়ির খোজ খবর

নেয়নি।

.

মামুনের চাকরিটা চলে

যাওয়ার পর পুতুল যেনো

মামুনকে সহ্যই করতে

পারেনা। দু দিন ধরে

পুতুল বাসায় ফিরছেনা

ফোন দিলেও দেখাচ্ছে

number is busy ব্যাপার

কি??

.

অন্য একটা নম্বর

থেকে মামুন ফোন দিলো

সিয়াম রিসিভ করলো।

ব্যাপার কি? পুতুলের

ফোন ওর কলিগ

সিয়ামের কাছে?

.

মামুনের আর বোঝতে

বাকি রইলো না এতো

দিন যাবত কি হয়েছে

ও গত দু.দিন যাবত কি

হচ্ছে।।।

.

শেষ মেশ পুতুল ফোন টা

কানে নিয়ে বললো

তোমার সাথে আর

সংসার করা হচ্ছেনা।

দু দিন যাবত তোমার

নম্বর ব্ল্যাক লিষ্টে

ছিলো। এখন থেকে

তুমিও

.

এক মাত্র সন্তান

ইফতির দিকে চেয়ে

গালে মুখে চুমু দিয়ে

পুতুলের মা ও বোনকে

ভয়েস মেসেজ দিয়ে

সব জানিয়ে দিলো।

.

বিগত ৪ বছরের

অতীত মনে করে মা

বাবার কাছে ক্ষমা

চেয়ে চিরকুট লিখে।

ফ্যানের সাথে ঝুলে

ফাসি দিয়ে

আত্বহত্যা করলো

মামুন।।।

.

পুতুলের মা বড়বোন

এসে হাজির ততক্ষণে

সব শেষ। শেষ মামুনের জীবনের অধ্যায়।

.

জানিনা পিচ্চি

ইফতির জীবনটা

কেমন হবে???

.

বিষয়: সাহিত্য

১০৩০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

311735
৩০ মার্চ ২০১৫ রাত ০২:০৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : পরকিয়া একটি দেশের সবচেয়ে বড় রোগ
৩১ মার্চ ২০১৫ রাত ১২:০৭
252958
নূর আল আমিন লিখেছেন : হ্যা ভাই আর একমাত্র অপসংস্কৃতি গ্রহণের কারণে
311740
৩০ মার্চ ২০১৫ রাত ০২:৪৩
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : পরকীয়া নামের নষ্টামী সমাজকে পদ দলিত করে! ধর্মীয় মূল্যবোধ ভুলে গিয়ে শয়তানের পদ অনুসরণ করে..... আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন।
৩১ মার্চ ২০১৫ রাত ১২:০৮
252959
নূর আল আমিন লিখেছেন : ছুম্মা আমিন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File