বিশেষ স্বপ্ন ও বিশেষ আনন্দ মিছিল থেকে জাতি বঞ্চিত
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ৩০ মার্চ, ২০১৫, ০১:৪১:০৫ রাত
অাইসিসির প্রেসিডেন্ট লোটাস কামাল ওরফে বাংলাদেশ সংসদের এমপি ( ? ) অাইসিসির প্রতিহিংসার শিকার হয়েছেন ! বিজয়ী দলের অধিনায়কের হাতে শিরোপা তুলে দেবার কথা ছিল তিনার কিন্তু প্রেসিডেন্টের পরিবর্তে বিজয়ী দলের অধিনায়ক মাইকেল ক্লার্কেল হাতে শিরোপা তুলে দিলেন নতুন তৈরী করা চেয়ারম্যান এন শ্রীনিবাসন।
আমি বলি ভালোই হইছে নয়তো আমাদের সংসদ থেকে জয় বাংলা বলে শুরু করতেন আর বিশেষ কারো স্বপ্নে গিয়ে শেষ করতেন।এছাড়া আরো ঘোষণা হত আমাদের এমপি অাইসিসির প্রেসিডেন্ট হয়েছে এমনকি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ট্রপি বিজয়ীদের হাতে তুলে দিয়ে বিশেষ ব্যক্তির স্বপ্ন পূরণ করেছেন তাই বিশেষ র্যালি বের করা হবে ! বলা হত এই সরকারের এটা বিশেষ অর্জন।ভারতের কুটনৈতিক অপকৌশলের কারনে ট্রপি তুলে দিতে না পারায় জাতি বিশেষ ব্যক্তির বিশেষ স্বপ্ন ও বিশেষ আনন্দ মিছিল থেকে বঞ্চিত হয়েছে।
উপরের কথা গুলো রাগের ছিল এবার আসল কথা বলি ,ভারত এমন একটা দেশ যারা নিজের স্বার্থের জন্য যে কারো সাথে বেইমানি করতে পারে। কাটাতারের বেড়া দিয়ে ফেলানিকে (পতিকি লাশ যদিও প্রতিদিন খুন করে সীমান্তে অনেক ফালানি ) হত্যা করতে পারে। প্রবাসে অন্যদেশী প্রবাসীদের সাথে কুটনৈতিক বেইমানি করতে পার। ঠিক তেমনি এক হিংসাত্মক কাজ করেছে ভারত ক্রিকেট কূটনৈতিকরা। আইসিসির গঠনতন্ত্র অনুযায়ী সভাপতিরই বিশ্ব ক্রিকেটের সবচেয়ে মর্যাদার এই টুর্নামেন্টের ট্রফি তুলে দেওয়ার কথা।কিন্তু ভারতের কল চাতুরিতে ভারতের কৌশলে নতুন পদ্ধতি তৈরী করে ভারতের ব্যক্তি ট্রফি তুলে দিয়েছে বিজয়ীদের হাতে ।
বিষয়: বিবিধ
১০৯৭ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চেতনাধারীরা বুঝতে সক্ষম হলেও ক্ষমতার লালশায় পড়ে থাকে নর্দমার নিচে!!!
ভারত বাংলাদেশে একটি রাজনৈতিক ঝগড়া লাগিয়ে দিয়ে বাংলাদেশের ব্যবসা ও অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে! কয়দিন আগেও দেখলাম একটি দৈনিক পত্রিকায় শিরোনাম ছিলো..... বাংলাদেশে রাজনৈতিক অস্তিরতার কারনে তৈরী পোশাকের বাজার দখলে নিচ্ছে ভারত!!! গার্মেন্টস আমাদের অহংকারের জায়গা অর্থনীতি সচল রাখার মাধ্যম..... কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজ আমরা তা হারাচ্ছি.....! চেতনাধারীরা চেতনাকে বালিশ বানিয়ে শিতল ছায়ায় ঘুমাচ্ছে!!!!
সের এর উপর সোয়া সের আছে
এখন সেই ঠেলায় ইজ্জত গেল!!
সব শেষে বলবো এতে বাঙ্গালীদের আবারও আপমান করেছে ভারত।
বিগ ব্রাদারের অপমানও আশীর্বাদ!!!
মন্তব্য করতে লগইন করুন