Tongue Time Out বিশেষ স্বপ্ন ও বিশেষ আনন্দ মিছিল থেকে জাতি বঞ্চিত Tongue Time Out

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ৩০ মার্চ, ২০১৫, ০১:৪১:০৫ রাত



অাইসিসির প্রেসিডেন্ট লোটাস কামাল ওরফে বাংলাদেশ সংসদের এমপি ( ? ) অাইসিসির প্রতিহিংসার শিকার হয়েছেন ! বিজয়ী দলের অধিনায়কের হাতে শিরোপা তুলে দেবার কথা ছিল তিনার কিন্তু প্রেসিডেন্টের পরিবর্তে বিজয়ী দলের অধিনায়ক মাইকেল ক্লার্কেল হাতে শিরোপা তুলে দিলেন নতুন তৈরী করা চেয়ারম্যান এন শ্রীনিবাসন।

আমি বলি ভালোই হইছে নয়তো আমাদের সংসদ থেকে জয় বাংলা বলে শুরু করতেন আর বিশেষ কারো স্বপ্নে গিয়ে শেষ করতেন।এছাড়া আরো ঘোষণা হত আমাদের এমপি অাইসিসির প্রেসিডেন্ট হয়েছে এমনকি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ট্রপি বিজয়ীদের হাতে তুলে দিয়ে বিশেষ ব্যক্তির স্বপ্ন পূরণ করেছেন তাই বিশেষ র্যালি বের করা হবে ! বলা হত এই সরকারের এটা বিশেষ অর্জন।ভারতের কুটনৈতিক অপকৌশলের কারনে ট্রপি তুলে দিতে না পারায় জাতি বিশেষ ব্যক্তির বিশেষ স্বপ্ন ও বিশেষ আনন্দ মিছিল থেকে বঞ্চিত হয়েছে।

উপরের কথা গুলো রাগের ছিল এবার আসল কথা বলি ,ভারত এমন একটা দেশ যারা নিজের স্বার্থের জন্য যে কারো সাথে বেইমানি করতে পারে। কাটাতারের বেড়া দিয়ে ফেলানিকে (পতিকি লাশ যদিও প্রতিদিন খুন করে সীমান্তে অনেক ফালানি ) হত্যা করতে পারে। প্রবাসে অন্যদেশী প্রবাসীদের সাথে কুটনৈতিক বেইমানি করতে পার। ঠিক তেমনি এক হিংসাত্মক কাজ করেছে ভারত ক্রিকেট কূটনৈতিকরা। আইসিসির গঠনতন্ত্র অনুযায়ী সভাপতিরই বিশ্ব ক্রিকেটের সবচেয়ে মর্যাদার এই টুর্নামেন্টের ট্রফি তুলে দেওয়ার কথা।কিন্তু ভারতের কল চাতুরিতে ভারতের কৌশলে নতুন পদ্ধতি তৈরী করে ভারতের ব্যক্তি ট্রফি তুলে দিয়েছে বিজয়ীদের হাতে ।

বিষয়: বিবিধ

১০৯৭ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

311733
৩০ মার্চ ২০১৫ রাত ০১:৫৪
নূর আল আমিন লিখেছেন : কি আর বলবো সব চেতনার খেইল
৩০ মার্চ ২০১৫ বিকাল ০৪:১১
252869
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : দন্ডায়মান চেতনা
311737
৩০ মার্চ ২০১৫ রাত ০২:১৯
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ভারত এমন একটা দেশ যারা নিজের স্বার্থের জন্য যে কারো সাথে বেইমানি করতে পারে।<<<<<

চেতনাধারীরা বুঝতে সক্ষম হলেও ক্ষমতার লালশায় পড়ে থাকে নর্দমার নিচে!!!

ভারত বাংলাদেশে একটি রাজনৈতিক ঝগড়া লাগিয়ে দিয়ে বাংলাদেশের ব্যবসা ও অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে! কয়দিন আগেও দেখলাম একটি দৈনিক পত্রিকায় শিরোনাম ছিলো..... বাংলাদেশে রাজনৈতিক অস্তিরতার কারনে তৈরী পোশাকের বাজার দখলে নিচ্ছে ভারত!!! গার্মেন্টস আমাদের অহংকারের জায়গা অর্থনীতি সচল রাখার মাধ্যম..... কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজ আমরা তা হারাচ্ছি.....! চেতনাধারীরা চেতনাকে বালিশ বানিয়ে শিতল ছায়ায় ঘুমাচ্ছে!!!!
৩০ মার্চ ২০১৫ বিকাল ০৪:১২
252871
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভারতের হাত থেকে বাচতে প্রথমে তাদের দালালদের দেশ থেকে বিতারিত করতে হবে।
311757
৩০ মার্চ ২০১৫ সকাল ০৭:২১
শেখের পোলা লিখেছেন : এটাও স্বপ্নই ছিল৷ তাই উনি যাননি৷ সব স্বপ্নকি পজেটিভ হয়৷ হয়না৷
৩০ মার্চ ২০১৫ বিকাল ০৪:১৩
252872
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : তাই জাতি বঞ্চিত হলো স্বপ্ন থাইকা
311763
৩০ মার্চ ২০১৫ সকাল ০৮:৫১
হতভাগা লিখেছেন : এটা তো আর শেয়ার বাজার না !

সের এর উপর সোয়া সের আছে
৩০ মার্চ ২০১৫ বিকাল ০৪:১৩
252873
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক কিচেন হতবাগা ভাই Good Luck
311776
৩০ মার্চ ২০১৫ সকাল ১০:৪০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চেতনার ঠেলায় তাকে চেয়ারম্যান বানাতে ভোট দিছিল।
এখন সেই ঠেলায় ইজ্জত গেল!!
৩০ মার্চ ২০১৫ বিকাল ০৪:১৪
252874
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : চেতনা এখন দন্ডায়মান তখন ছিল নিস্তেজ
311834
৩০ মার্চ ২০১৫ বিকাল ০৪:২৪
মাজহারুল ইসলাম লিখেছেন : কেউ খুশি না হলে এতে আমি খুশি হয়েছি। যখন তিন মোড়লের জন্য ভোট চলছিল তখন এই লোটা কামাল বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে বলেছে জেনো ভোট ভারতকে মানে তিন মোড়লকে দেওয়া হয়। এখন কেন লোটা কামাল এর বিপক্ষে যায় ঐ সময় লোটা কামালের মনে ছিল না যে ভবিষ্যতে এমন কিছু হবে।

সব শেষে বলবো এতে বাঙ্গালীদের আবারও আপমান করেছে ভারত।
৩০ মার্চ ২০১৫ বিকাল ০৪:২৬
252877
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার সাথে যোগ করে বলতে চাই স্বপ্ন বাস্তবায়ন না হওয়া ভালো
৩০ মার্চ ২০১৫ বিকাল ০৪:৪২
252881
মাজহারুল ইসলাম লিখেছেন : মজিবিও স্বপ্ন এই দেশকে ধ্বংস করতেছে এবং আরো কয়েক বছর করবে।
312015
৩১ মার্চ ২০১৫ দুপুর ০২:১৫
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনার এই নিয়ে ক্ষোভ থাকলেও কামালের ক্ষোভ আছে কি না তা ক্ষতিয়ে দেখা দরকার!

বিগ ব্রাদারের অপমানও আশীর্বাদ!!!
৩১ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:১৯
253092
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার কথা সঠিক দাদারা যাহা করিবে নিশচয় মঙ্গলের জন্য করিবে
312155
০১ এপ্রিল ২০১৫ সকাল ০৯:১১
shaidur rahman siddik লিখেছেন : এদের সমর্পকে কোন কিছু বলার ভাা হারিয়ে গেছে-----সব জায়গাতেই চেতনা
০১ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:২৮
253291
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হাচা কইছ ওদের চেতনা শুধু দন্ডায়মান থাকতে চায়
312298
০১ এপ্রিল ২০১৫ রাত ১১:৩৮
shaidur rahman siddik লিখেছেন : ভাংবে একদিন ভাইয়া
০২ এপ্রিল ২০১৫ রাত ১২:৩২
253362
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : :Thinking :Thinking

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File