বাংলাদেশে ভন্ড পীরদের কিছু বিচিত্র নামের তালিকা

লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ৩০ মার্চ, ২০১৫, ০২:২০:৪১ রাত





আমাদের বাংলাদেশে ভন্ড পীরদের কিছু বিচিত্র নাম।

এসব নাম থেকেই তাদের পরিচয় মিলে যে, তারা আসলেই ভন্ড।এই সকল ভন্ডামীর স্হান ইসলামী শরিয়তে নেই। সারা দেশে ছিডিয়ে ছিটিয়ে থাকা কিছু ভন্ড পীর আর মাজাররের নাম বিভিন্ন ফেইজবুক, ম্যাগাজিন,ইউটোব, নিউজ পেপারে প্রকাশীত এই সব নাম সংগ্রহ করেছি। আমি সকল তাওহিদবাদী মুসলমানদেরকে সতর্ক করনার্থে,সচেতনতার জন্য এই সকল নাম উপস্হাপন করা হল । এরকম কোন বিচিত্র নাম কারো জানা থাকলে কমেন্টে বলতে পারেন.....

মাইজ ভান্ডার দরবার শরীফ ফটিকছডি চট্টগ্রাম

→ঝিনজি শাহ্, বাঁশখালী, চট্টগ্রাম।

→হেইত হইত ও হেঁহু ফকির শাহ্, আনোয়ারা, চট্টগ্রাম।

→গুই বাবা শাহ্, পটিয়া, চট্টগ্রাম।

→লতা শাহ্, বাঁশখালী, চট্টগ্রাম।

→কাতাল শাহ্, পটিয়া, চট্টগ্রাম।

→গুনাগার আলী শাহ্, সাতকানিয়া, চট্টগ্রাম।

→পেটান শাহ্-১, বাঁশখালী, চট্টগ্রাম।

→পেটান শাহ্,-২, লোহাগাড়া, চট্টগ্রাম।

→জঙ্গি শাহ্, বাদুরতলা, চট্টগ্রাম।

→গাট্টি ফকির, বাঁশখালী, চট্টগ্রাম।

→মা'জুর অলি শাহ্, বাঁশখালী, চট্টগ্রাম।

→বাঘ শাহ্ ফকির, বাঁশখালী, চট্টগ্রাম।

→ডলম পীর, বাঁশখালী, চট্টগ্রাম।

→কল্লা শাহ্, খরমপুর, বি. বাড়িয়া।

→লুদত শাহ্ কুটান্দর, সায়েস্তাগনজ।

→টংটং শাহ্, লাখাই, হবিগনজ।

→উলু শাহ্, কালাপুর, চুনারুঘাট।

→পতুশাহ্, কালাপুর, চুনারুঘাট।

→বেজি শাহ্, পটিয়া,চট্টগ্রাম।

→কালু শাহ্, হাটহাজারি, চট্টগ্রাম।

→মিসকিন শাহ্, চট্টগ্রাম।

→গরিব শাহ্, চট্টগ্রাম।

→পানি শাহ্, চট্টগ্রাম।

→বদনা শাহ্-১, হাটহাজারি, চট্টগ্রাম।

→বদনা শাহ্-২, প্রবর্তক, চট্টগ্রাম।

→বালু শাহ্, চট্টগ্রাম ।

→পাগলা শাহ্, ফেনী।

→ভেনভেনিয়া শাহ্, চট্টগ্রাম।

→ফাইল্লা পাগলা শাহ্, সখিপুর, টাঙ্গাইল।

→পাঙ্খা বাবা,মহনগঞ্জ।

→লেংটা বাবা, ধর্মপাশা, সুনামগঞ্জ।

→মাস্তান শাহ্, দূর্গাপুর, নেত্রকোনা।

→ছাওয়াল (বাচ্চা) পীর, শেরপুর, ঢাকা।

→লেডির কান্দা,পূর্বাধলা, নেত্রকোনা।

→শাখা মাজার, চট্টগ্রাম।

→নিদর্শন দরবার, চট্টগ্রাম।

→গাঁধা শাহ্।

→ননুশাহ, সন্দীপ, চট্টগ্রাম

জহির শাহ। বাউফল,পটুয়াখালী।

কোকোনাট বাবার মাজার...

মোহছেন আউলিয়ার মাজারের পাশে...

রাজার বাঘ দরবার শরীফ

কুতুববাগ দরবার শরীফ

চিল্লা শাহ ,, পটিয়া। নারী খুর শাহ, কল কাতা।

ডলম পির গুনাগরি বদনা শাহ্ চকবাজার

বিরি বাবা শাহ

গোলাপ শাহ. গুলিস্থান, ঢাকা ।

শাহজী,চান্দগাও,চট্টগ্রাম।

ডাইল,চাইল,সিলেট।

হবিগনজে ডাইলা শাহ

টেক্সি ফকির-চট্টগ্রাম।

বালতি শাহ, সিলেট।

লেংলেং শাহ, সুনামগঞ্জ।

কালু শাহ মিরসরাই চট্টগ্রাম

গরম বিবি শাহ, দামপাড়া পুলিশ লেইন চট্রগ্রাম

জ্বিনের বাদশা জ্বীন বাবা পীর সাহেব বালিয়া

বোতল শাহ্, পটিকছড়ি, চট্রগ্রাম।

→পাতা শাহ, বড়লেখা, মৌলভীবাজার।

→কাবেরি শাহ, বড়লেখা, মৌলভী বাজার।

→কেতলি শাহ, কোলাউড়া, মৌলভী বাজার।

→পাঁচ পীরের মাজার, বিয়ানীবাজার, সিলেট।

→চাচা পাগলা, বগুড়া।

→চরম শাহ্, বরিশাল।

জিনের বাদশা লিটন দেওয়ানের জিন্দা পীরের দরবার

পানি বাবা

বিডি বাবা

শিকল বাবা

→ভুখা ফকির, বোয়ালখালী, চট্টগ্রাম।

→টাকশাহ্ মিয়া, চকবাজার, চট্টগ্রাম।

জিনজির পীর মৌলভী বাজার

ভন্ড পীর আমজাদ বেপারী সিরাজগঞ্জ

ইমাম মাহদীর সেনাপতি লুৎফর রহমান ফারুক গোপীবাগ

ল্যাংটা বাবার বাইজিখানা মাজার

সোলায়মন শাহর মাজার কওরান বাজার ,

আরও যাদের জানা আছে শেয়ার করুন।

সংযোজন করা হবে



বিষয়: বিবিধ

৩২৪৫ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

311758
৩০ মার্চ ২০১৫ সকাল ০৭:৩১
আমানুর মোহাম্মদ ইমরান লিখেছেন : এ সব কি সত্যি।
৩০ মার্চ ২০১৫ দুপুর ০১:০৯
252855
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : খবর নিয়ে দেখুন
311775
৩০ মার্চ ২০১৫ সকাল ১০:৩৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বাপরে!! এত শাহ এর দেশে দলাদলি না থেকে পারে!!
৩০ মার্চ ২০১৫ দুপুর ০১:০৮
252854
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : এই সব আগাছাদের কোন অভাব নেই
311790
৩০ মার্চ ২০১৫ দুপুর ০১:০৪
সত্যের জন্য মরতে পারি লিখেছেন : আরো তো আছে রে বাই
৩০ মার্চ ২০১৫ দুপুর ০১:০৮
252853
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : এই সব আগাছাদের কোন অভাব নেই
311823
৩০ মার্চ ২০১৫ দুপুর ০৩:৫৪
আবু জান্নাত লিখেছেন : গোলাফ শাহ, ঢাকা
আদু মামা শাহ, ফেনী
আমীর ভান্ডার, পটিয়া চট্টগ্রাম
লেংড়া শাহ, চট্টগ্রাম
আগুনপানি শাহ চট্টগ্রাম
ধনভান্ডার শাহ, ফটিকছড়ি,
মুকিম শাহ, চট্টগ্রাম
আরো কত শত শাহ রয়েছে মুসলমানদের দেশে।
উদ্দ্যেশ্য একই, মুসলমানদের ঈমান নষ্ট করা।
কোন কাফেরদের দেশে কিন্তু এসব মাজার ব্যবসা নেই।
ধন্যবাদ।
৩০ মার্চ ২০১৫ রাত ১০:৪১
252949
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : Good Luck Good Luck Good Luck
311893
৩০ মার্চ ২০১৫ রাত ০৯:১৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ফটিকছড়ি তে নাকি দরবেশ নজু শাহ বলে একজন এর মাজার আছে। যার উস্তাদ ছিলেন গায়েবি দরবেশ টিপু শাহ!!!
নজু শাহ এর মতে গায়েব হলেও তিনি বর্তমানে আবুধাবিতে আছেন!!
এই ব্লগ এর জনপ্রিয় লেখক নজরুল ইসলাম টিপু!!
৩০ মার্চ ২০১৫ রাত ১১:৩৮
252956
আবু জান্নাত লিখেছেন : টিপু ভাই, আওয়াজ দিন, আপনার এত বড় অপমান আমার সহ্য হচ্ছে না।
টিপু ভাইয়ের মোবাইল নাম্বারটি পেলে যোগাযোগ করতাম।
৩১ মার্চ ২০১৫ সকাল ১০:৪৩
252995
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আবু জান্নাত ভাই!!!!
টিপু শাহ এর বড় মুরিদ কিন্তু আমি!!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File