বঙ্গবন্ধুর লাশ সমুদ্রে ফেলতে বলেছিলেন ইনু

লিখেছেন লিখেছেন মোশারোফ ১৭ আগস্ট, ২০১৪, ০৪:৫৬:১২ বিকাল

বঙ্গবন্ধুকে হত্যার পর কবর না দিয়ে তার লাশ সমুদ্রে ফেলতে চেয়েছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু।’ এমন অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আজকের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, যারা এক সময় বঙ্গবন্ধুকে হত্যার পর বলেছিলেন, কবর না দিয়ে বঙ্গবন্ধুর লাশ সমুদ্রে ফেলে দেয়া উচিৎ। সেই সকল ব্যক্তিদের নিয়েই ঘর সংসার ও মন্ত্রিত্ব চালাচ্ছেন শেখ হাসিনা।’

রোববার দুপুরে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) আয়োজিত এক স্মরণ সভায় এ কথা বলেন তিনি। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আ ন হ আক্তার হোসেন।

ব‘ঙ্গবন্ধু হত্যার সঙ্গে জিয়াউর রহমানের সম্পর্ক রয়েছে’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের তীব্র সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘দেশের গণতন্ত্র ও ভোটের অধিকার কেড়ে নেয়া হচ্ছে সেই বিষয়টিকে জনগণের দৃষ্টি থেকে আড়াল করতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জিয়াউর রহমানকে জড়িয়ে প্রতিনিয়ত মিথ্যা বলে যাচ্ছেন।’

মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান দখলদারি সরকার দেশের সব অর্জন অন্ধকার গহ্বরে ফেলে দিয়ে দেশকে একদলীয় শাসন ব্যবস্থার দিকে নিয়ে যাচ্ছে।’

বিষয়: বিবিধ

১১৭৬ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

255248
১৭ আগস্ট ২০১৪ বিকাল ০৫:২৫
আইল্যান্ড স্কাই লিখেছেন : সেটাই ভাল ছিল,তখন আর মাজার বানিয়ে শিরক করা হত না,এখনতো এটাকে মুজিব কাকুর মাজার বানিয়ে পুঁজা শুরু হয়ে গেছে।নর্দমার কীটকে অতলে রাখা দরকার ছিল।ঐ সময় লন্ডনে আওয়ামীলীগ নেতা সাবেক স্পীকার মালেক উকিল বলেছিলেন বাংলার ফেরাউনের মৃত্যু হয়েছে।
255250
১৭ আগস্ট ২০১৪ বিকাল ০৫:২৬
মাহফুজ আহমেদ লিখেছেন : বাংলাদেশের রাজনীতিতে পলিটিক্স ঢুইকা গেছে!!
255260
১৭ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:২৮
সাহসী বালক লিখেছেন : এটা জাসদের গণবাহিনীর নেতা কর্ণেল তাহের আক্ষেপ
করে বলেছিলেন, ‘ওরা বড় রকমের একটা ভুল করেছে। শেখ মুজিবকে কবর দিতে অ্যালাও করা ঠিক হয়নি। এখন তো সেখানে মাজার হবে। উচিত ছিল লাশটা বঙ্গোপসাগরে ফেলে দেওয়া।
255274
১৭ আগস্ট ২০১৪ রাত ০৮:০৭
হতভাগা লিখেছেন : জীবিত থাকতে উনার চামড়া দিয়ে ডুগডুগি বাজানোর কথা বলিয়ে এখন মন্ত্রী সভার জাঁদরেল নেত্রী ।

উনার চামড়া দিয়ে জুতা বানাতে চাওয়া লোকও কিন্তু একসময়ে তাদের দেওয়া মন্ত্রীত্বের স্বাদ নিয়েছিল ।
255276
১৭ আগস্ট ২০১৪ রাত ০৮:১২
শেখের পোলা লিখেছেন : মতিয়া আপাও নাকি শেখ মুজিবের চাড়া দিয়ে জুতা বানাতে চেয়েছিলেন৷ হয়তো সেই জুতা পরেই হাসিনার সাথে পথ চলেন৷
তবে একথা সত্যি যারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল, তাদের অনেককেই আজ (দুপুরে)মাতম করতে দেখা যাচ্ছে৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File