ইসরাইলি সৈন্যদের জন্য ভারতীয় নারীর চিকেন বিরিয়ান...........।

লিখেছেন লিখেছেন মোশারোফ ০৬ আগস্ট, ২০১৪, ০৮:২২:১৫ রাত



গাজায় নিরীহ লোকজনের ওপর নৃশংস হামলা করে করে ‘ক্লান্ত’ ইসরাইলি সৈন্যদের বিরিয়ানি খাইয়ে তাদের হৃদয়মন জয় করেছেন এক ভারতীয় নারী। তাদের জন্য তিনি হাজির করেছিলেন সুগন্ধী চিকেন বিরিয়ানি। ইসরাইলি সৈন্যরাও তার বিরিয়ানি খেয়ে তৃপ্ত হয়ে নতুন শক্তিতে গাজায় হামলা চালিয়েছিল।

‘কারি কুইন’ নামে পরিচিত ওই ভারতীয় নারীর নাম রিনা পুষ্করনা। কেবল রান্নাই করেননি, তিনি নিজ হাতে তাদের বিরিয়ানি পরিবেশন করেছেন।

ভারতীয় বংশোদ্ভূত এই ইহুদিদ নারী ইসরাইলে চেইন তন্দুরি রেস্তোরাঁ চালাতেন। ৩০ বছর ধরে তিনি তেল আবিবে থাকেন। তার বাবা অবসরপ্রাপ্ত কর্নেল। ইসরাইলে বিজেপির অন্যতম নেতা। নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন।

গাজায় ইসরাইলি সৈন্যদের হামলার কথা শুনে তিনি গত সপ্তাহে গাজার উপকণ্ঠে অস্থায়ী রেস্তোরাঁ খুলে দুই হাজারের বেশি ইসরাইলি সৈন্যের জন্য ৪০০ কেজি বিরিয়ানি রান্না করেন।

তিনি জানিয়েছেন, তার রান্না ইসরাইলি সৈন্যদের মুখে হাসি ফুটিয়েছে।

উল্লেখ্য, গাজায় ইসরাইলি সৈন্যদের হাতে নিহত লোকদের বেশির ভাগই ছিল নারী ও শিশু।

বিষয়: বিবিধ

৯৫২ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

251641
০৬ আগস্ট ২০১৪ রাত ০৮:৪০
দিশারি লিখেছেন : আল্লাহ তাকে উপযুক্ত শাস্তি দিবেন
251649
০৬ আগস্ট ২০১৪ রাত ০৮:৫০
চিরবিদ্রোহী লিখেছেন : একেই বলে চোরে চোরে মাসতুতো ভাই।
251650
০৬ আগস্ট ২০১৪ রাত ০৮:৫৬
গ্রামের পথে পথে লিখেছেন : বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু............।
251651
০৬ আগস্ট ২০১৪ রাত ০৮:৫৬
বুড়া মিয়া লিখেছেন : আন্তরিক মিল তাদের অনেক!

একদল তো যুগে যুগে বা’আল দেবের পূজা করে গেছে, আরেকদল তো এখনও সেরকম করে যাচ্ছে, পরিস্থিতি তাদেরকে উপস্থাপন করে দেয় সাবলীলভাবে আমাদের বোঝার জন্য!
251695
০৬ আগস্ট ২০১৪ রাত ১০:২৭
মোহাম্মদ লোকমান লিখেছেন : মুসলমানদের জন্য তো কেউ সস্তা খাবারও নিয়ে যাচ্ছে না।
251765
০৭ আগস্ট ২০১৪ রাত ০১:৪১
তুতুবাচ্চা লিখেছেন : আরো তো কিছু করার ছিল মানে পেট ভরার পর মনটা ভরানো
251860
০৭ আগস্ট ২০১৪ সকাল ১১:৫২
হতভাগা লিখেছেন : এদেরকেও শাহবাগীর ভূতে আছড় করেছে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File