মন্দিরে ঈদ পোশাক

লিখেছেন লিখেছেন মোশারোফ ২৭ জুলাই, ২০১৪, ০২:১৪:৫৯ রাত



ঢাকা: সব ধর্মের সহাবস্থানে অসাম্প্রদায়িক দেশ বাংলাদেশ। তার প্রমাণ মেলে সবুজবাগের শ্রী শ্রী বরদেশ্বরী কালিমাতা মন্দিরে শ্রীনাথ দাস-কৃষ্ণা দাস মেমোরিয়াল ফাউন্ডেশনের ঈদের বস্ত্র বিতরণ। ফাউন্ডেশনটি গরীব-দুঃখীদের মাঝে প্রায় ৫ হাজার শাড়ি, লুঙ্গী, থ্রি পিস, খাদ্যসামগ্রী ও নগদ টাকা বিতরণ করে।

শনিবার এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পার্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী। এসময় তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে গরীবের পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

সাবের হোসেন চৌধুরী বলেন, ‘বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে বিভিন্ন ধর্ম-বর্ণের লোক বসবাস করে। ধর্ম যার যার কিন্তু উৎসব সবার। এদেশে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সব উৎসব পালন করি। আর এভাবেই দেশ একদিন এগিয়ে যাবে।’

তিনি বলেন, ‘প্রতিটি উৎসবে দেশের বিত্তবানরা এগিয়ে এলে আমাদের মধ্যে আরো আনন্দঘন পরিবেশ ও ভ্রাতৃত্ববোধের জন্ম নেবে। এতে প্রতিটি উৎসব সবাই মিলে একসঙ্গে পালন করতে পারবো। এর মাধ্যমে অসাম্প্রদায়িকতার চেতনা আরো জাগ্রত হবে।’

সংগঠনের চেয়ারম্যান চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুকুল চৌধুরী, সংগঠনের নির্বাহী পরিচালক বিশ্বজিৎ দাস, পরিচালক (অর্থ) সত্যজিৎ দাস, পরিচালক সন্ধারাণী দাস, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, নারীনেত্রী ফাতেমা জামান সাথী, সবুজবাগ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম পিয়াস প্রমুখ।

বস্ত্রবিতরণকালে চিত্ত রঞ্জন দাস বলেন, ‘আমার বাবা শ্রী নাথ দাস এলাকার যতোটা না শিল্পপতি হিসেবে পরিচিত ছিলেন, তার চেয়ে অনেক বেশি দানবীর হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। তারই ধারাবাহিকতায় আমরা তার সন্তান হিসেবে কিছুই করতে পারিনি। তবে তার সেইসব কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা চালিয়ে যাছি। আমরা প্রতি ঈদ, দুর্গাপূজা, বৌদ্ধপূর্ণিমা, বড়দিনসহ ধর্মীয় উৎসবগুলোতে গরীবদের মাঝে সহযোগিতার কার্যক্রম চালিয়ে যাচ্ছি।’ তিনি এসময় সবার আশির্বাদও কামনা করেন।

বিষয়: বিবিধ

১২২৬ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

248588
২৭ জুলাই ২০১৪ রাত ০২:৪১
সাদাচোখে লিখেছেন : লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোন উপাস্য, স্রষ্টা কিংবা পালনাকর্তা নেই।

সাবের হোসেন দের মত, কাজে কর্মে বহুঈশ্বরে বিশ্বাসী - ঠিক যেমনটা ১৪০০ বছর আগে আবু লাহাব আবু জাহেল রা পলিটিক্যাল ও অর্থনৈতিক সুবিধার জন্য বহু ঈশ্বরে বিশ্বাস করতো - তাদের দ্বারা ভেড়ার পালের ন্যায় মানুষ অমন সুবিধা নিবে এবং কাল কেয়ামতের দিন সাবের হোসেনদের এ্যাকাউন্টেবল করবে - কিন্তু দু পক্ষের কারো জন্যই কোন উপকার হবে না।

আল্লাহর কাছে ফরিয়াদ এদের বিবেক খুলে দিয়ে এদেরকে সিরাতুল মোস্তাকিম এ ফেরার সুযোগ করে দিন।
২৭ জুলাই ২০১৪ দুপুর ১২:৫৭
193130
গ্রামের পথে পথে লিখেছেন : আপনি নিজেই ইহুদী-নাসারাদের কম্পিউটার প্রযুক্তির ১৬ আনা সুবিধা নিয়ে আরেক জনের বিবেক খুলে দেয়ার ফরিয়াদ করছেন!! হাহা.....।
248594
২৭ জুলাই ২০১৪ রাত ০৩:০০
এবেলা ওবেলা লিখেছেন :
248618
২৭ জুলাই ২০১৪ রাত ০৩:৪৬
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগলো লিখাটি
248676
২৭ জুলাই ২০১৪ সকাল ১০:২৫
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম। পিজ পড়ে দেখুন ।মানুষ দুনিয়া ও আখিরাতের ভয়াবহ ধ্বংস থেকে বাচার উপায়ঃ
Click this link
248722
২৭ জুলাই ২০১৪ দুপুর ১২:৫৮
গ্রামের পথে পথে লিখেছেন : চমৎকার পোষ্ট............।
248748
২৭ জুলাই ২০১৪ দুপুর ০৩:১৫
হতভাগা লিখেছেন :

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File