প্যালেস্টাইনে গিয়ে বীরত্ব দেখান : জঙ্গি-সন্ত্রাসীদের কৃষিমন্ত্রী
লিখেছেন লিখেছেন মোশারোফ ২৪ জুলাই, ২০১৪, ০২:৪৬:৩৩ রাত
দেশের জঙ্গি ও সন্ত্রাসীদের উদ্দেশে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ‘দেশের ভেতর সাধারণ মানুষকে না মেরে প্যালেস্টাইনে গিয়ে বীরত্ব দেখান। দেখি, কেমন বাপের বেটা।’
যুক্তরাষ্ট্র ইসরায়েলকে হামলায় মদদ দিচ্ছে- মন্তব্য করে তিনি বলেন, ‘ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের মদদের তীব্র ঘৃণা ও তীব্র নিন্দা জ্ঞাপন করছি।’
বুধবার শেরপুরের নালিতাবাড়ী পৌরসভা কার্যালয়ে দুস্থদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল, বয়স্ক ভাতা, বস্ত্র বিতরণকালে এসব কথা বলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
তিনি বলেন, ‘সন্ত্রাসীরা যে দেশেরই হোক, যে জাতিরই হোক, যে ধর্মেরই হোক, সে সন্ত্রাসী। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।’
জাতিসংঘের প্রতি ক্ষোভ প্রকাশ করে কৃষিমন্ত্রী বলেন, ‘যারা কথায় কথায় অন্য দেশকে উপদেশ দেন, তারা আজ কোথায়? আর গাজায় এত মানুষ মারা যাওয়ার পরও কেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বসেন? জাতিসংঘ নিরাপদে থাকলেও গাজার মানুষ নিরাপদে নাই। আজ তাদের ঈদ তো দূরের কথা, জীবনেরই নিরাপত্তা নাই।’এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, পুলিশ সুপার মেহেদুল করিমসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বিষয়: বিবিধ
৭৯৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন