বড় নিষ্ঠুর এই বড় ভাই, বড়ই নিষ্ঠুর...
লিখেছেন লিখেছেন মোশারোফ ১২ জুলাই, ২০১৪, ১১:২৫:৪৪ রাত
চারদিকে ঈদের আগমনী বার্তা । শপিং কমপ্লেক্সে মানুষের উপচে পড়া ভিড় । হাজার টাকা দিয়ে মানুষ কেনাকাটা করছে কিন্তু দুই টাকার জন্য রাস্তার একটা বাচ্চা ছেলে যখন আকুতি জানায় তখন মানুষগুলোকে বড় কৃপন মনে হয় ।ছেঁড়া কাপড় পরা বাচ্চা ছেলের মাঝে রাজু আজ তার ছেলে বেলাকে খুজছে ।আজ তার খুব মনে পড়ছে ছোটবেলার কথা,তার প্রথম ঈদের কথা ।বয়সের বাঁধা তখন তার সাথে ঘটে যাওয়া ঘটনা গুলো বুজতে দেয়নি । কিন্তু পরবর্তিতে জানা ঘটনাগুলো আজো তাকে নাড়া দেয় ।তার জীবনের প্রথম ঈদ যখন আসে তখন তার বয়স ১০ মাস ।তার জন্মের আগেই বাবা পরপারে চলে যায় । ভালবেসে বিয়ে করার কারণে মা ও বাবার বাড়ি থেকে বিতাড়িত ।চরম দূর্দিনে চলত তখন সময়গুলো ।বড় ভাই,মা আর রাজু পরিবারে ।কিন্তু পৃথিবীর চরম অভাবটি তখন তাদের নিত্য সঙ্গি ।বড় ভাই তার চেয়ে ৫ বছরের বড় ।এখনো সেই প্রথম ঈদের কথা মনে হলে রাজুর চোখের কোণায় জল গড়াগড়ি খায় । একবেলা যদি খেত পারত আরেক বলা খাওয়ার আশা করত না ।সেই প্রথম ঈদে বড় ভাই ঘরের প্রধান সম্বল সম একটি কলসী বিক্রি করে ২কেজি চাউল এবং রাজুর জন্য একটা জামা নিয়ে আসে ।সবার ঘরে যখন মিষ্টি,সেমাই,পোলাও র জয়জয়কার তাদের ঘরে তখন ২কেজি চাউল । রাজুর খুব মনে পড়ছে সেই ঈদটির কথা ।সেই ছেলেবেলার দারিদ্র্যের সাথে যুদ্ধের কথা ।আজ রাজুর ভাই শপিং করার জন্য রাজুর হাতে ১০ হাজার টাকা দিয়ে বলে তোর আর লাগবে? রাজু ভাইয়ের চোখের দিকে স্হির দৃষ্টিতে তাকিয়ে বলে, "ভাইয়া তুই বড় নিষ্ঠুর রে ।আমার কথা ভেবে তুই আজ পর্যন্ত তোর জীবনে কিছু করলি না ।তুই বিয়ে পর্যন্ত করলি না,তুই বড় নিষ্ঠুর রে ভাইয়া" ।দুই হাত দিয়ে ছোট ভাইকে বুকে জড়ায় সেই নিষ্ঠুর বড় ভাইটি ।তার আগেই দুই ফোঁটা চোখের জল জামার উপর এসে পড়ে।"এই রাজু আমি ছাড়া তোর কে আছে? আমি না দেখলে কে দেখবে তোকে ? মা ও তো বাবার কাছে চলে গেছে। আমি যদি বিয়ে করে বাবার মত চলে যাই তোকে কে দেখবে..." বড় নিষ্ঠুর এই বড় ভাই, বড়ই নিষ্ঠুর... ঢাকার নিউজ- ১২ জুলাই ২০১৪:
বিষয়: বিবিধ
১১৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন