ছেলেদের কত্ত আরাম...আহা! আহা! (দেখি আরামবাজ ব্লগার ভাইয়েরা কি বলে? )
লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ০৪ ডিসেম্বর, ২০১৪, ০২:৫৯:৫২ দুপুর
#এই আরামবাজ ছেলেগুলার মশারী টানাতে হয় না।। বিয়ের আগে মা/ বোন টানিয়ে দেয়, বিয়ের পর বউ! দু/একজন হোস্টেলে/ হলে থেকে পড়াশুনা করতে গিয়ে কিংবা চাকরীর ক্ষেত্রে মেচে থাকতে গিয়ে বাধ্য হয়ে টানায় নয়ত মশার কামড় খেয়ে চুপ্টি করে থাকে! কিন্তু মেয়েদের বিয়ের আগেও মশারী টানাও, বিয়ের পরেও!
# শীত আসলে আরামবাজ ছেলেদের লেপের বা কম্বলের কভার লাগাতে হয় না... এটাও মা/ বোনেরা নয়ত বউ করে দেয়! কিন্তু এই বিরক্তকর কাজটা মেয়েদের বিয়ের আগে /পরে করতেই হয়!
#তবে আমিও কম না কি... মশারি নিজে টানালেও লেপ/ কম্বলের কভার নিজে লাগাইনা... মামনী/ আম্মুদের (চাচী) হায়ার করে আনি! আর রীতিমত এদের ডায়লগ থাকে সবসময়- শ্বশুরবাড়ী গিয়ে কি করবি? কে লাগিয়ে দেবে? আমার ও ঝটপট উত্তর- হাম্বা আছে না! হাম্বা (আমার কল্পিত নায়ক) মশারী টানাবে, লেপের/কম্বলের কভার লাগাবে...।আহাহহা!
বিষয়: বিবিধ
১৫২৮ বার পঠিত, ৩৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিচিত্র অভিজ্ঞতা আছে!
একজনকে দেখতাম...মাসেও জিনেস্র প্যান্ট ধুইতো না! শুধু হালকা বডি স্প্রে প্যান্টের উপর মেরে দিয়ে চালিয়ে দিত!
আরেকজনকে দেখেছি, মশারি খাটানোর ভয়ে সন্ধ্যা ৯ টার মধ্যে ঘুমিয়ে পড়তো...
তবে, ব্যতিক্রমও দেখেছি...অনেক পরিচ্ছন্ন ছেলেও আছে।
কেউবা রান্নায় পারদর্শী...
তবে, আমার সাথে এক সময় অনেকের মনোমালিন্য হয়েছে, অগোছালো থাকার জন্য্...
এখন আর হয় না...নিজের জন্যই করে নিই!
রক্ত আর দেবো
তাড়পরো মশারি টানাবোনা।
আপু হাম্বা বলে যে আমাদের ভাইয়াটার যে অপমান নষ্ট করলেন সে কিন্তু আপনাকে হাম্বি বলতে ভুল করবেনা।
গরমের দিনে জোরে ফ্যান ছেড়ে দিলে আর শীতের দিনে কম্বল মোড় দিয়ে ঘুমালে এই আজব মশারীর দর্কার আছে বলে মনে হয়না।
শৈশব এবং কৈশরে আম্মু মশারী টাঙ্গিয়ে দিতেন। এখন আর কেউ টাঙ্গিয়ে দেয়না।
এই নিন আপনার জন্য ইয়ো ইয়ো হাম্বা সিং । দেখতে সুন্দর না ?
ভাল কম্বল এর কভার লাগেনা। ম্যাক্সিমাম ৭৫ দিন ইউজ হয় তারপর ২০০ টাকা দিয়া ড্রাই ওয়াশ করাই নিলেই হয়।
হাম্বা........ !!!
মশার কামড় খেয়ে ছেলেদের অভ্যাস আছে!
মশারীই কিনে দেব না! তাই টানানোর চিন্তাও নাই!
তাহলে হাম্বা আপনাকে কি করে ভালবাসবে।
মন্তব্য করতে লগইন করুন