স্বাগত হে ৪ঠা ডিসেম্বর...
লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ০৪ ডিসেম্বর, ২০১৪, ০৩:০১:৫৬ দুপুর
স্বাগত হে
স্বাগত হে,
৪ঠা ডিসেম্বর-
হৃদয়ের মনি কোঠায়
থ'রে থ'রে সাজানো
মুক্তা মালার ঝুড়ি
চুরি গেছিল আমার
এই দিনে ।
৪ ঠা ডিসেম্বর-
দু’জনের দুই জোড়া আঁখি
হঠাৎ শক্ খেয়ে পেয়েছিল স্থিরতা
যেন নিদারুন খরার
পর ঝর্ণাধারা বৃষ্টি
এই দিনে ।
৪ঠা ডিসেম্বর-
সাক্ষাৎ হয়েছিল তার-
যার অপূর্ণতায় তৃষ্ণার্ত
জলাশয়ে চলছিল হাহাকার
যৌ'বন খ'সে পড়ার আগেই
এই দিনে ।
৪ঠা ডিসেম্বর-
কেন যে সেদিন অস্তেছিল সূর্য্য
নব জীবনের আশ্বাদে পুলকিত
নব বধুর রূপায়নে সজ্জিত
পরশ বুলিয়ে দিল কুয়াশার আবরনে
এই দিনে ।
তাই তারে স্ম’রি আজ
স্বাগত হে,
৪ঠা ডিসেম্বর-
খা'মচে নিল খ'সে
হৃদয়ের খন্ডাংশ
বর্ণমালা ' জে ' ।
[৪ঠা ডিসেম্বর আমার জীবনের বিশেষ স্বরণীয় দিন, যার জন্য এই স্ম’রণ আল্লাহ যেন উনার ইহ-পরকাল, দো’জাহানে সর্বাধিক কল্যাণ দান করেন, উনার কষ্টগুলো যেন আল্লাহ দুর করে দেন,- আমীন ]
বিষয়: বিবিধ
১৩৫১ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে স্পষ্ট হয়নি। হয়তো ইচ্ছে করেই তা করা। আচ্ছা, থাক। শুভকামনা রইলো।
ইন্না মা'আল উসরি ইউসরান, ইন্না মা'আল উসরি ইউসরা...
হৃদয়ের খন্ডাংশ
বর্ণমালা ' জে '
ধন্যবাদ আপনাকে
অনেক ধন্যবাদ
আপনাকেও ধন্যবাদ , পড়ে মন্তব্য করার জন্য ।
তবে খাইতে চাই!!!
যার জন্য এই স্ম’রণ আল্লাহ যেন উনার ইহ-পরকাল, দো’জাহানের সর্বাধিক কল্যাণ করেন- উনার কষ্টগুলো যেন আল্লাহ দুর করে দেন, আমীন ।
আপনাকে ধন্যবাদ ভাইয়া ।
রহস্যময় জীবনের স্মরণীয় দিনটার মতই হোক আপনাদের অনাগত প্রতিটা দিন-খোদার কাছে এই শুভ কামনা জানাই!
মন্তব্য করতে লগইন করুন