ভারত বলছে কোনো লেনদেনের তথ্য নাই। আওয়ামিলীগ গায়েবী তথ্য দিয়ে বলছে জঙ্গি সুত্র আছে
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ০৪ ডিসেম্বর, ২০১৪, ০২:৪৯:১২ দুপুর
ভারত সরকার বলছে সারদা ফান্ডের টাকা বাংলাদেশে যায়নি।
কিন্তু আওয়ামীলীগের নেতারা জোর করে চাপিয়ে দিচ্ছে কেন ?
জঙ্গি জুজু নাটক তৈরী করার সকল অপচেষ্টা করছে আওয়ামিলীগ।
প্রমান দেখুন
ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই এ ধরনের কোনো লেনদেনের তথ্য নাই।
ভারতীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বুধবার দেশটির আইনসভার নিম্নকক্ষ লোকসভায় বলেছেন, সারদা ফান্ডের টাকা বাংলাদেশে যাওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
ভারতের ক্ষমতাসীন বিজেপিপ্রধান অমিত শাহ সম্প্রতি অভিযোগ করেছিলেন যে, সন্ত্রাসী কার্যক্রমে অর্থ জোগানের জন্য কথিত সারদা কেলেংকারির টাকা বাংলাদেশে পাঠানো হয়েছিল।
তিনি আরও বলেন যে, বর্ধমান বিস্ফোরণের সন্ত্রাসী ঘটনায় সারদা ফান্ডের অর্থ ব্যবহার হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিস বিষয়ক প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বুধবার পার্লামেন্টে প্রশ্ন-উত্তর পর্বে তার ওই বক্তব্য সম্পূর্ণ উড়িয়ে দিলেন।
জিতেন্দ্র সিং বলেন, এখন পর্যন্ত যে তদন্ত হয়েছে, তাতে বাংলাদেশে সন্ত্রাসী তৎপরতার অর্থ জোগান দিতে এ ধরনের কোনো লেনদেন হওয়ার তথ্য পাওয়া যায়নি।
উত্তর ভঙ্গ পত্রিকা ভারত
০৪ ডিসেম্বর, ২০১৪
http://www.uttarbangasambad.com/…/uploaded…/2014-12-04_1.pdf
http://shar.es/13nwZF
দৈনিক যুগান্তর
০৪ ডিসেম্বর, ২০১৪
বিষয়: বিবিধ
১২৩৫ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মোসাহেব বলেন চমেৎকার সে হতেই হবে হুজুরের মতে অমত কার......
এই না হলে দালাল।
নিজেদের দ্বারথে আওয়ামীলীগ কি না পারে ?!
মন্তব্য করতে লগইন করুন