পুরোনো/নষ্ট জিনিস বিক্রির আগে ভাবুন...।!

লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ০৩ জুলাই, ২০১৪, ১২:২৪:১৮ দুপুর

>> কিছুদিন আগের ঘটনা - মোবাইলের নষ্ট চার্জার, ইউপিএস এর ব্যাটারি,আরো কি কি সব ব্যাটারি কেনার জন্য ঘাড়ে বস্তা নিয়ে এক লোক এসে ডাক দিচ্ছে, পাড়াতে অনেক পিচ্চি পোলাপান ও মহিলাদের দেখলাম বাসার মোবাইলের নষ্ট চার্জার/ ব্যাটারি বিক্রি করতে আগ্রহী! দেখেই বললাম- এই নষ্ট আর পুরনো জিনিস শুধু খোলস পাল্টিয়ে প্যাকেটে মুড়িয়ে যখন আপনার কাছেই আবার আসবে- তখন কি করবেন?

>>এভাবে আমরা অনেক সময় পারফিউম এর বোতল/ ক্রিমের কৌটা বিক্রি করি আর সেই পুরনো বোতলে বা কৌটায় করে পানি বা হাবিজাবি জিনিস দিয়ে/ রঙ- চেহারা পাল্টিয়ে নতুনের মত করে বিক্রি করে এক শ্রেনীর অসাধু ব্যাবসায়ী! আর ক্ষতিগ্রস্ত হই আমরা!

>> তাই যদি বিক্রি করতেই হয় তবে এইসব জিনিস এমন ভাবে কটকটি আলার কাছে বা খুচরা বিক্রেতার কাছে বিক্রি করুন যাতে সেটার আর নতুন চেহারার রুপ দেয়ার উপায় না থাকে! তা না হলে- এইসব জিনিস এর শুধু রঙ পাল্টিয়ে হাবিজাবি কিছু ঢুকিয়ে নতুন চেহারা নিয়ে আপনার কাছে আবার ফিরে আসতে পারে!

>> অনেকে বলতে পারেন- আমরা ব্র্যান্ডের জিনিস ব্যাবহার করি সো ভয় নাই (পারফিউম/ ক্রিম) কিন্তু এই ব্রান্ডের জিনিসের বোতল বা কৌটাই যখন আপনার বাসা থেকে বিক্রি হচ্ছে তখন অন্য কেউ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে!

বিষয়: বিবিধ

১০৫১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

241242
০৩ জুলাই ২০১৪ দুপুর ১২:৩২
কাজী মামুন আল ফাতেহ লিখেছেন : ভালো, সচেতনতা মুলক পোস্ট, ধন্যবাদ
০৩ জুলাই ২০১৪ দুপুর ০১:৫৭
187288
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : ধন্যবাদ ভাই!
241252
০৩ জুলাই ২০১৪ দুপুর ০১:২৩
গোলাম মাওলা লিখেছেন : ভালো, সচেতনতা মুলক পোস্ট, ধন্যবাদ
০৩ জুলাই ২০১৪ দুপুর ০১:৫৭
187289
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : ধন্যবাদ ভাই!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File