আমার একটি কবিতাঃ আমি সংখ্যা হতে চাইনা
লিখেছেন লিখেছেন মোহাম্মদ রিগান ২৩ জানুয়ারি, ২০১৬, ০৭:৩৫:৪২ সন্ধ্যা
সব কিছু এখন নাম্বারে পরিণত হয়েছে।
আমাদের জিবন, আত্মা সব কিছু এখন হিসাব হয় নাম্বারে।
ব্রেকিং নিউজে এখন আর মৃতের নাম বলা হয়না, এখন শুধু সংখ্যা বলা হয়।
চিন্তা করেন, আপনি হয়তো কিছুক্ষন পর আর আব্দুর রহমান বা হাবিবা ইসলাম নয়, আপনি হয়ে যাবেন ১০,২০ অথবা ১০০ নাম্বার নিহত ব্যাক্তি ।
অনেক বড় ১টা সংখ্যার অংশ মাত্র। ১০ জন মরেছে তার মধ্যে আপনি মাত্র ১ জন, খুবেই সামান্য ব্যাপার।
কিন্তু জীবন সামান্য ব্যাপার নয়। একটু আগে যে লোকটা রানা প্লাজায় ১১শত তম নিহত হয়েছে, সে হয়তো বাসায় তার ছোট্ট ছেলেকে বলে এসেছে তার জন্য জুতা কিনে নিয়ে যাবে।
RAB এর ক্রস ফায়ারে মারা যাওয়া ৪০০ তম মানুষটির মা হয়তো ভাত বেড়ে ছেলের জন্য বসে আছে।
অবরোধকারীদের পেট্রোলের আগুনে পুড়ে যে মানুষটি এখন কয়লায় রুপ নিয়েছে সে হয়তো কিছুক্ষন আগে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে বলেছিলো" মিরপুর থেকে ঘুরে আসিরে।এখনি আসছি "।
তার কি আর আসা হবে???
১ জন মানুষ যখন সংখ্যায় রুপ নেয় তখন সে সংখ্যার পিছনের কাহিনি আর কেউ শুনতে চায়না।
সে তো এখন সুন্দরি সংবাদ উপস্থাপিকার মুখে উচ্চারিত ১টি সংখ্যা মাত্র।
মতিঝিলে পুলিশের গুলিতে বা কাল হরতালে যে মানুষটি মারা গেছে বা যে পুলিশটি, সে কি কখনো সংখ্যা হতে চেয়েছিলো???
ঢাকা মেডিক্যালের মর্গে রাজনিতিক সহিংসতায় যে মৃত লাশটি পড়ে আছে তার মা বাবা কি ভেবেছিলো তার ছেলে ১ দিন হবে ১টি সংখ্যা!!!!!!!!!
আমি যে ফেইসবুক চালাচ্ছি, হয়তো দেখা যাবে কাল,পরশু বা কোন ১ দিন আমার ছবি মানুষ শেয়ার করছে আর ক্যাপশনে লেখা" পুলিশের গুলিতে নিরিহ পথচারী নিহত,এই নিয়ে ১০,১২ বা ৩২ জন নিরিহ মানুষ নিহত"
কি আজব!!! আমি তখন সংখ্যা হয়ে যাবো........................
বিঃদ্রঃ ফিলিস্তানি লেখক আতেফ আবু সাইফের" I Don't Want to be a number" গল্প হতে অনুপ্রাণিত হয়ে কবিতাটি লেখা।
বিষয়: বিবিধ
১২২৬ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মানুষের মধ্যে মানবতা না থাকলে রবিন্দ্রনাথ এর রক্তকরবির মতই সবাই শুধু সংখ্যা দারাই পরিচিত হবে। হয়তো কোন এক নন্দিনিই শুধু খুজে যাবে।
মন্তব্য করতে লগইন করুন