তোমরা যারা জোরে বাইক চালাও................

লিখেছেন লিখেছেন মোহাম্মদ রিগান ১০ ডিসেম্বর, ২০১৫, ০৮:১৫:২৮ রাত



বেশ কিছুদিন আগে এলাকার এক ছেলে দেখলাম বাইক এক্সিডেন্টতে মারা গেছে। ফেবুতে তার এক্সিডেন্টের ছবি ছড়িয়ে পড়লো দ্রুত। ছবির কিছুটা বর্ননা দিলেই বুঝবেন কি ভয়াবহ ছিলো সে দৃশ্য...............

তার বাইকটি দুমড়ে মুচড়ে পড়ে আছে। তার মাথার মগজ ছড়িয়ে আছে পাশে। তার পেন্টটি পিচ ঢালা রাস্তায় পড়ে ছিঁড়ে গেছে, সেই ছেঁড়া দিয়ে দেখা গেলো তার পা টাকনুর উপর থেকে ছিঁড়ে আলাদা হয়ে গেছে। তার রক্তে কালো রাস্তায় অনেক খানি লাল হয়ে আছে, কিছু রক্ত ততক্ষণে জমে গেছে...............

আমি প্রায় ২-৩ তিনদিন ভয়ে ফেবুর হোমে যাইনি..................

গ্রামে এক এক সময় এক এক জিনিসের প্রচলন খুব দেখা যায়। এক সময় দেখেছি সাদা কালো টিভির খুব প্রচলন, তার পর রঙ্গিন টিভি আর ভিসিয়ার। এরপর মোবাইল আর সব শেষে এখন বাইক আর স্মার্ট ফোন। গ্রামে একটা ছেলের বাইক থাকা মানে তার ফ্যাশনের মান ১০০ তে ১০০। এটা দোষের কিছুনা। কিন্তু অতান্ত দুঃখের সাথে খেয়াল করেছি যে গ্রামের কিছু ছেলে-পুলে জোরে বাইক চালানোকে স্মার্টনেস প্রকাশের মাধ্যম বলে মনে করে। তারা মনে করে তারা জোরে শব্দ করে বাইক চালিয়ে গেলে সবাই বলবে" দেখছো, ছেলেটা কি জোরে বাইক চালায়!!!"

আচ্চা, ধরে নিলাম প্রত্যেকটা মানুষেই এটা বলে বা বলবে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই বলাতে কি লাভ??? জোরে বাইক চালিয়ে যদি আমি এক্সিডেন্ট করি তাহলে এই বাহ বাহ কি কোন কাজে আসবে??? অনেকে হয়তো বলবে আমি জোরে চালিয়ে তাড়াতাড়ি যেতে পারি। আমার প্রশ্ন আশিতে বাইক চালিয়ে ৩০-৪০ এ চালানো লোকের চেয়ে আপনি কত তাড়াতাড়ি যেতে পারবেন??? ২মিনিট?? ৫ বা ১০ মিনিট??? পাঁচ বা ১০ মিনিট পরে গেলে আপনার কত টাকা লস হবে??? ১০ হাজার?? ২০ হাজার??? কিন্তু ১টা এক্সিডেন্ট করলে??? মনে রাখবেন বাইক মানুষকে স্মার্ট বানায় না, আপনাকে স্মার্ট বানাবে আপনার কোয়ালিটি......... বাইক বা স্মার্ট ফোন নয়।

পুনশ্চঃ আমি প্রত্যেকবার বাড়িতে গেলে একটা সেগমেন্ট রাখি বাইক জার্নি। বাইক নিয়ে চিনিনা এমন এলাকায় হারিয়ে যাওয়াই এই ভ্রমনের লক্ষ্য ।যদিও আমি বাইক চালাতে জানি তারপরেও বেশির ভাগ সময়েই পিছনে বসি। কেন বসি সেটা আরেক দিন বলবো। যার পিছনেই বসি তাকে বলি ভাইয়া বা মামা বাইকের গতি ৩০-৩৫ এর উপরে উঠাবেন না। কারন আমি ইবনে বতুতার মত পৃথিবী দেখতে বের হয়েছি, নিল আমস্ট্রং এর মত মহাশুন্য দেখতে নয়...........

বিষয়: বিবিধ

১৬০০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

353483
১০ ডিসেম্বর ২০১৫ রাত ১০:০৩
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : সেইজন্যই বাইক কিনতেছি না.. নইলে কবে কিনতাম...
353484
১০ ডিসেম্বর ২০১৫ রাত ১১:২৮
আব্দুল গাফফার লিখেছেন : মোটর সাইকেল এক্সিডেন্টে মানুষ হতাহত বেশি হচ্ছে। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি । সুন্দর লেখা । অনেক ধন্যবাদ
353512
১১ ডিসেম্বর ২০১৫ সকাল ১০:৫৭
হতভাগা লিখেছেন : ''
এক পলকেই আমার স্ট্যাটাস সিঙ্গেল করে দিল
''

মূলত এটাতে উদ্ভূত হয়েই ছেলেরা জোরে বাইক চালায়
১১ ডিসেম্বর ২০১৫ রাত ১০:৫০
293527
মোহাম্মদ রিগান লিখেছেন : বুঝলাম না

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File