চল বদলে যাই
লিখেছেন লিখেছেন মোহাম্মদ রিগান ০৯ ডিসেম্বর, ২০১৫, ০২:২৩:৫০ দুপুর
আমাদের এলাকায় মক্তব নামের একটা শিক্ষা প্রতিষ্ঠানে খুব ছোটবেলা থেকে আমরা আরবি পড়া শুরু করি। স্কুলে ভর্তি হওয়ার আগেই আমরা সেখানে পড়া শুরু করি। এলাকার কোন মাদ্রাসায় দূর এলাকা থেকে কোন ছেলে পড়তে আসলে সেই তালবি ইলম কে বাড়িতে জাইগীর রাখা হয়। তার প্রধান কাজ ৫ ওয়াক্ত নামাজ পড়ানো আর ভোর সকালে বাচ্চাদের আরবি পড়ানো। সেই হুজুরের কাছে ৪-৫ বছর টানা পড়ে আমরা কায়দা, আমপারা হয়ে কোরআন খতম দি। একটা ভাষা শিক্ষা মানে ৪টা জিনিস শিখা..................
১. ভাষাটা পড়তে পারা
২. লিখতে পারা
৩.বুঝতে পারা এবং
৪. বলতে পারা।
কিন্তু ভোর সকালে ৪-৫ বছর ১ থেকে দেড় ঘন্টা পড়ে আমরা শুধু আরবি পড়তে শিখি, বাকি ৩টা নয়। মানে আরব ভাষা শিক্ষার মাত্র ২৫% আমরা সম্পন্ন করি। এছাড়া ইংলিশের ক্ষেত্রে আমরা চারপাশে ব্যানারে,বিল বোর্ডে, পাঠ্য বইয়ে অনেক ইংলিশ দেখি ফলে সেটার চর্চাও ভাল হয়। কিন্তু আরবির ক্ষেত্রে এই চর্চা শুধু কোরআন পর্যন্তয় সীমিত।তাও কোরানের কোন শব্দের মানেও আমরা বুঝিনা। মানে আরবি ভোকাবুলারির ভাণ্ডার আমাদের ক্ষেত্রে জিরো। ফলে মক্তবে আরবি রিডিং পড়া শিখেও ভুলে যাওয়া ছাত্রের সংখ্যা অর্ধেকেরও বেশি.....................
এই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা আরবি শিখি অপ্রতিষ্ঠানিক ভাবে, মক্তবের শিক্ষকের মানও ভাল না। মেনে নিলাম............ কিন্তু আমার মনে হয় ১টা ভাষা শিক্ষার জন্য সপ্তায় ৬ দিন ১ থেকে দেড় ঘন্টা যথেষ্ট। তবে কিছু জিনিস পরিবর্তন করতে হবে
১. কম করে হলেও ৫০০ আরবি শব্দের অর্থ পোলাপাইন কে শিখিয়ে দিতে হবে এই ৪-৫ বছরে।
২. আরবি লেখার জন্য বোর্ড রাখতে হবে( এখন অনেক মক্তবে এটা আছে)
৩.শাস্তির পরিমাণ কমিয়ে পড়াটাকে মজার করে উপস্থাপন করতে হবে।
৪. শুধু কোরআন পড়তে আরবি লাগে, না বলে এটার প্রাক্টিক্যাল প্রয়োগও দেখাতে হবে। প্রচার করতে হবে যে এখানে আরবি শিখার ফলে আরব দেশে গেলে তাদের ভাষা আগে থেকে জানাতে সুবিধা হবে
৫. রাত্রে পড়ার জন্য কিছু হোমোয়ার্ক দিতে হবে
৬. মক্তব সপ্তায় ৬ দিন না করে একদিন পর একদিন মানে সপ্তায় ৪ দিন করা যেতে পারে।
৭. মুক্তবে পড়া শুরুর আগে বা পরে সবার সামনে ১ বা ২ পাতা কোরআন আরবি পড়ে বাংলায় অনুবাদ করে সবাইকে শুনাতে হবে। এতে সবার ভিতরে অবচেতন ভাবে আরবি শিখার আগ্রহ সৃষ্টি হবে..................
বিষয়: বিবিধ
১০৯০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন