রহস্যময় গোলাম আজম

লিখেছেন লিখেছেন মোহাম্মদ রিগান ২৬ অক্টোবর, ২০১৪, ১০:১৪:৩০ সকাল

রাজাকার এবং দুর্ধর্ষ মানুষ হিসেবে আমাদের সাথে মিডিয়া ছোটবেলা থেকে যে লোকটাকে পরিচয় করিয়ে দিয়েছে তার নাম গোলাম আজম। আমার নানার ভালোবাসার পত্রিকা" জনকণ্ঠ" তাকে বলতো গো-আজম। বিতর্কিত মানুষের প্রতি প্রত্যেকের থাকে ১ প্রকার পৈশাচিক আকর্ষণ। সে আকর্ষণ থেকেই তার সম্পর্কে পড়া শুরু করি বা জানার চেষ্টা করি।

দেখলাম ১৯৪৮ সালে ডাকসুর জিএস থাকার সময় তিনি বাংলাকে সরকারী ভাষা করার জন্য দেন স্মারকলিপি লিয়াকত আলীকে। সে সময় এই কাজটা ছিল ভয়াবহ, কারণ এ সময় পাকিস্তানের নেতাদের কোনো বিরোধিতা করলেই তাকে সন্দেহ করা হতো ভারতের চর হিসেবে। আর সাধারণ মানুষের কাছে হতে হতো লাঞ্ছিত। ঢাকার মুসলমানদের ওপর ছিল উর্দু ভাষার যথেষ্ট প্রভাব। এ সময় গোলাম আযম পড়েন ঢাকার একদল মানুষের হাতে; যারা প্রহার করতে চায় বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার দাবি করেছেন বলে। গোলাম আযম তাদের উদ্দেশে বলেন ভাই, আমাকে মারতে হলে, আমাকে তার আগে কিছু বলতে দিন। তিনি জনতাকে লক্ষ্য করে বলেন, কেন তিনি বাংলা ভাষার পক্ষে? জনতা তার বক্তৃতা শুনে শান্ত হয়। গোলাম আযম ও তার সাথে আরো যে ক’জন ছাত্র ছিলেন, তারাও সম্ভাব্য প্রহারের হাত থেকে পেতে পারেন রক্ষা। গোলাম আজমের সাথে যে কয়জন ছাত্র রক্ষা পেয়েছিলো তাদের ১ জন তার সাক্ষাৎকারে এটা উল্লেখ করেন। সে ছাত্রের নাম কমরেড তোহা, যার বাড়ি আমাদের লক্ষ্মীপুরে।

তারপর গোলাম আজম ৭১ সালে নাকি গঠন করেন রাজাকার বাহিনি। কিন্তু পাকিস্তানী জেনারেল নিয়াজি নিজ মুখে বলেছেন রাজাকার তার ব্রেন চাইল্ড। কিন্তু আমাদের দেশের মিডিয়া কোন ১ রহস্যময় কারনে গোলাম আজমকে বানাতে চেয়েছে রাজাকারের স্রষ্টা। তাই স্বাধীনতার সময়কার অনেক কিছুই আমার কাছে হয়ে আছে ঝাপসা। যেমন ঝাপসা সে সময় শেখ মুজিবের আচরণ এবং গোলাম আজমের আচরণ।

কাল ছিল গোলাম আজমের জানাজা। দেখলাম হাজার হাজার মানুষ করেছে তার জানাজায় অংশগ্রহণ। এই বিশাল উপস্থিতি আমার কাছে তাকে করে তুলেছে আরো রহস্যময় । এতজন অনুসারী কেন এই বিতর্কিত মানুষকে অনুসরণ করে, তা আমাকে ফেলবে ১ নতুন চিন্তায়।

বিষয়: বিবিধ

১৩২৩ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

278240
২৬ অক্টোবর ২০১৪ সকাল ১০:২১
কাহাফ লিখেছেন :
ইসালামী সমাজ ব্যবস্হার জন্যে নিবেদিত প্রাণ এই সিপাহসালার কে অবর্ণনীয় মিথ্যা অপবাদ-জেল-জুলুম-নির্যতন সহ্য করতে হয়েছে অনেক।
মরহুম গোলাম আজম কে আল্লাহ জান্নাতের মেহমান করে নিন এই আর্জি আজ......।
২৬ অক্টোবর ২০১৪ সকাল ১১:০৩
222060
মোহাম্মদ রিগান লিখেছেন : আমিন
278260
২৬ অক্টোবর ২০১৪ দুপুর ১২:০১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সত্য বলতে তাদের ভয় হয়।
সত্যকে তারা যতই চেষ্টা করুক মিথ্যায় পরিনিত করতে পারবেনা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File