"এপার বাংলা এবং ওপার বাংলা"

লিখেছেন লিখেছেন মোহাম্মদ রিগান ১৯ অক্টোবর, ২০১৪, ০৭:১১:৩৩ সন্ধ্যা

বলে ১টা বাক্য আমরা প্রায় শুনি কলকাতার চ্যানেলে এবং আমাদের দেশের বড় বড় বুদ্ধিজীবীদের মুখে। তারা এপার বাংলা বলতে বাংলাদেশ এবং ওপার বাংলা বলতে পশ্চিমবঙ্গ তথা কলকাতাকে বুঝান। আমার মাথায় ধরেনা এরা কোন আক্কেলে কলকাতাকে আমাদের সাথে মিলান????? আমরা হচ্ছি বাংলাদেশ, আমাদের ১টা আলাদা দেশ আছে। পতাকা আছে, আছে আলাদা স্বাধীন সরকার। যেটা নেই কলকাতা বা পশ্চিমবঙ্গে। তারা পারেনা কোন রাষ্ট্রের সাথে চুক্তি করতে। যেটা পারি আমরা। ভারতের একটা অঙ্গরাজ্য কিভাবে আমাদের মত স্বাধীন ১টা দেশের সাথে তুলনা করে আমি জানিনা। এছাড়া পশ্চিমবঙ্গ আর আমরা বাংলা ভাষাবাসি হলেও কিন্তু একনা। ২টাই বাংলা না। ১ সময় আমাদের বলা হত বাঙ্গাল আর পশ্চিম বাংলাকে বলা হত রাঢ়।

সুকুমার রায় জন্মসূত্রে ছিলেন পূর্ববঙ্গের কিশোরগঞ্জের লোক। কিন্তু তিনি তার একটি বিখ্যাত ছড়ায় বলেছেন.....................

বাঙাল মনুষ্য নহে

উড়ে এক জন্তু

লাফ দিয়ে গাছে উঠে

লেজ নেই কিন্তু।

বাঙালদের তখনো পশ্চিমবঙ্গে যেন ঠিক মানুষ বলে মনে করা হত না। বিশেষ করে কলকাতা শহরে তারা ছিলেন প্রহসনের বিষয়।

এত কিছুর পরেও আমাদের দেখানো হয় ২ বাংলাকে সমান করে। কেন এত পজিটিভলি দেখানো হচ্ছে????? কেন বাংলা বাংলা বলে কবি সাহিত্যিকরা এত চিল্লায়????? যদি তাতে ২ বাঙলার মিশে যাওয়ার ইঙ্গিত থাকে তাহলে পশ্চিমবঙ্গকে আসতে হবে আমাদের সাথে। কারন তাহলে ২ বাংলা মিলে গড়া হবে বিশাল স্বাধীন বাংলা। তাদের তখন ভারত মাতাকে ছেড়ে আসতে হবে আমাদের সাথে..........................................।

বিষয়: আন্তর্জাতিক

১১১৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

276106
১৯ অক্টোবর ২০১৪ রাত ০৮:১৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
এই তথাকথিত বুদ্ধিজিবি রা আসলে নিজেদের বিবেক কে বিক্রি করেছেন। এখন সুকুমার রায়ের সেই জন্তর মত ওইপারের ডুগডুগির তালে নাচেন।
276137
১৯ অক্টোবর ২০১৪ রাত ১০:৩১
ফেরারী মন লিখেছেন : যারা দুই বাংলা সমান বলে চিল্লায় তারা হলো প্রকৃতঅর্থে বুদ্ধিবেশ্যা। তারা সেই দেশের টাকা খেয়ে এদেশে চিল্লায়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File