বিচার, আদালত, রায় বা ফাঁস...................
লিখেছেন লিখেছেন মোহাম্মদ রিগান ২১ সেপ্টেম্বর, ২০১৪, ০৯:৫১:৫৮ সকাল
বিচার, আদালত, রায় বা ফাঁসি
এসব জিনিসে আমার খুব ১টা জ্ঞান নাই। অনেক সময় সরকার বা ক্ষমতার পালাবদলে বদলে গেছে অনেক রায়। আমাদের মহান রাজনিতিক নেতা মুজিবর রহমান আগরতলা ষড়যন্ত্র মামলায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছিলেন। এমনি ভাবে ইতিহাসে অনেকে শাস্তি পাওয়ার পরেও দেখা গেছে সে ছিল নির্দোষ।
১৩৩৭ থেকে ১৪৫৩ সাল পর্যন্ত ইংল্যান্ড আর ফ্রান্স জড়িয়ে পড়ে ১০০ বছরের যুদ্ধে। ফ্রান্সের গ্রামের ১ চাষির মেয়ে নাম জোন অফ আর্ক (Joan of Arc, উচ্চারণটি জোয়ান নয়) তার অসাধারণ রণকৌশলে হারিয়ে দিতে থাকেন ইংল্যান্ডকে। অনেক কৌশলে ইংল্যান্ড ১৯ বছর বয়সী এই টিনএজারকে ধরে আনেন এবং মেয়ে হয়েও ছেলের পোশাকে যুদ্ধ করার ১ আজব অভিযোগ আনেন। খ্রিষ্টানদের ধর্মীও আদালতে ১ প্রহসনের বিচারে উকিলবিহিন জোনকে আগুনে পড়ানোর আদেশ দেন। রাজধানী প্যারিসের শ’ দেড়েক মাইল উত্তর-পূর্বে ৩০ মে ১৪৩১-এ রুয়ে শহরের কেন্দ্রস্থলে একটি লম্বা থামের সঙ্গে বেধে জোনকে জীবন্ত পুড়িয়ে মারার দণ্ড কার্যকর করা হয়। তার মৃত্যুর ২৫ বছর পর যখন ফ্রান্স যুদ্ধে জয়ী হয় তখন ফ্রান্সের রাজা পোপের নির্দেশনায় আবার বিচার করান। দেখা যায় জোন ছিলো সম্পূর্ণ নির্দোষ। তাকে এখন দেখা হয় ফ্রান্সের সেরা বীর হিসেবে।
আসলে ধর্মীও কারন দেখিয়ে গ্রেপ্তার করে রাজনিতিক পায়দা হাসিলের শুরু অনেক আগ থেকেই। ধর্মীও অনুভূতিতে আঘাতের মামলায় গ্রেপ্তার করা সাইদিকে পরে করা হয় রাজনিতিক মামলার আসামি। মামলার সাক্ষীকে ভারতে নিয়ে যাওয়া বা স্কাইপ কেলেঙ্কারির পরে এই মামলাকে আর যাইহোক স্বচ্ছ বলতে পারছিনা। এসব স্পর্শকাতর মামলা থাকতে হয় পানির চেয়ে স্বচ্ছ। সে স্বচ্ছতা আওয়ামীলীগ রাখতে পারেনি বলে আমার বিশ্বাস। অনেকে হয়তো যুক্তি ছাড়া আমার কথার বিরোধিতা করবে। তাতে আমার কিছু যায় আসেনা। আওয়ামীলীগের এসব অস্বচ্ছ বিচারের ফলে হয়তো বাকের ভাইয়ের মত জামাত নেতারা বাংলার মানুষের মনে টিকে যেতে পারে। কারন আমরা বাসের পিছনে ১টা লেখা প্রায় দেখি" পৃথিবীর সবচেয়ে বড় আদালত মানুষের বিবেক" তাই হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে তারা ফাঁসীর আসামী হলেও মানুষের বিবেকের আদালতে তারা হয়তো বেকুসুর খালাস পেয়ে যাবে..........................
বিষয়: রাজনীতি
১৩৯৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিচারের নামে অবিচার ইতিহাসে সবসময় ঘৃনিত হয়েছে।
মন্তব্য করতে লগইন করুন