আমরা নোয়াখাইল্লা.।.।.।.।।

লিখেছেন লিখেছেন মোহাম্মদ রিগান ২৭ আগস্ট, ২০১৪, ১১:৩০:৫৪ সকাল

চট্টগ্রাম শহরে চাকুরি করে নোয়াখালীর এক লোক। রেলের এই ছোট্ট কর্মচারী ছুটি না পাওয়ার কারনে বাড়ি জেতে পারছেনা। কিন্তু তার বাড়ির স্বজনদের জন্য মন কাঁদে। বাড়ির পাশের ১ লোক তার সাথে রেলে চাকুরি করে। সে লোকটা ছুটি পেয়ে বাড়ি যাচ্ছে। তখন লোকটা কিছু টাকা আর জিনিস-পাতি তার সহকর্মীকে দিয়ে বলছে...............

ও ভাইসাব! দেশে গেলে কষ্ট করি আংগো বাড়িত যাইয়েন।

এই ছিডিকান মনে করি আবুর মারে দিয়েন।

আল্লাই রাইকছে বালা আছি দোয়া কইত্তেন কইয়েন।

এই ছিডিকান মনে করি আবুর মারে দিয়েন।

এই দুইশগা টিয়া দিলাম অ্যাঁর বাবার লাই।

সেমাইর ওজ্ঞা হোলটা মারে দিয়েন গো বোলাই।

হোলা-মাইয়া গুনরে একবার বোলাই-চেলাই চায়েন।

এই ছিডিকান মনে করি আবুর মারে দিয়েন।

বোইনের জামায় উত্তুর বাড়ীর করিমুল্লা মুন্সী।

বাগনিগারে বিয়া দিছে এই খবরও হুইঞ্চি।

জাইতাম চাইছি ছুটি হাইনো দেবা ওইলে কইয়েন।

এই ছিডিকান মনে করি আবুর মারে দিয়েন।

মারে কইয়েন হাইল্লে কদ্দুর রসের সিন্নি দিতো।

আরো কইয়েন হেতার মন চায় চাইন্না হিঠা খাইতো।

হাইল্লে চাইরগা চাইন্না হিঠা বরগে বেড়াই লইয়েন।

এই ছিডিকান মনে করি আবুর মারে দিয়েন।

গানটির লেখকঃ মোহাম্মদ হাসেম।

বিষয়: বিবিধ

১৩০৯ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

258699
২৭ আগস্ট ২০১৪ সকাল ১১:৪৩
কাহাফ লিখেছেন : বুঝতে একটু সময় লাগলেও পড়ে মজা পেলাম। ধন্যবাদ ।
258720
২৭ আগস্ট ২০১৪ দুপুর ১২:৪৩
প্যরাপিন লিখেছেন : এখানে শুনতে পাবেন http://www.youtube.com/watch?v=OIuBfLnLDnMhttp://www.youtube.com/watch?v=OIuBfLnLDnM
258739
২৭ আগস্ট ২০১৪ দুপুর ০১:২২
আবু জান্নাত লিখেছেন : পিলাচ
258827
২৭ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৪৭
আফরা লিখেছেন : তেমন একটা বুঝি নাই অনেক ভাল লাগছে ।চাইন্না হিঠা কি ?
২৮ আগস্ট ২০১৪ সকাল ১০:৪৮
202841
মোহাম্মদ রিগান লিখেছেন : ঢিলা পিঠা Rolling on the Floor
২৮ আগস্ট ২০১৪ দুপুর ০৩:২৫
202916
আফরা লিখেছেন : ভাইয়া ঢিলা পিঠা সেটা কি রকম একটু রেসিপিটা বলেন ভাইয়া ।
260148
৩১ আগস্ট ২০১৪ রাত ০৮:০২
মোস্তাফিজুর রহমান লিখেছেন : ভালাই লাইগছে, গানগা অ হুনি দেই কেইচ্ছা লাগে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File