আমরা নোয়াখাইল্লা.।.।.।.।।
লিখেছেন লিখেছেন মোহাম্মদ রিগান ২৭ আগস্ট, ২০১৪, ১১:৩০:৫৪ সকাল
চট্টগ্রাম শহরে চাকুরি করে নোয়াখালীর এক লোক। রেলের এই ছোট্ট কর্মচারী ছুটি না পাওয়ার কারনে বাড়ি জেতে পারছেনা। কিন্তু তার বাড়ির স্বজনদের জন্য মন কাঁদে। বাড়ির পাশের ১ লোক তার সাথে রেলে চাকুরি করে। সে লোকটা ছুটি পেয়ে বাড়ি যাচ্ছে। তখন লোকটা কিছু টাকা আর জিনিস-পাতি তার সহকর্মীকে দিয়ে বলছে...............
ও ভাইসাব! দেশে গেলে কষ্ট করি আংগো বাড়িত যাইয়েন।
এই ছিডিকান মনে করি আবুর মারে দিয়েন।
আল্লাই রাইকছে বালা আছি দোয়া কইত্তেন কইয়েন।
এই ছিডিকান মনে করি আবুর মারে দিয়েন।
এই দুইশগা টিয়া দিলাম অ্যাঁর বাবার লাই।
সেমাইর ওজ্ঞা হোলটা মারে দিয়েন গো বোলাই।
হোলা-মাইয়া গুনরে একবার বোলাই-চেলাই চায়েন।
এই ছিডিকান মনে করি আবুর মারে দিয়েন।
বোইনের জামায় উত্তুর বাড়ীর করিমুল্লা মুন্সী।
বাগনিগারে বিয়া দিছে এই খবরও হুইঞ্চি।
জাইতাম চাইছি ছুটি হাইনো দেবা ওইলে কইয়েন।
এই ছিডিকান মনে করি আবুর মারে দিয়েন।
মারে কইয়েন হাইল্লে কদ্দুর রসের সিন্নি দিতো।
আরো কইয়েন হেতার মন চায় চাইন্না হিঠা খাইতো।
হাইল্লে চাইরগা চাইন্না হিঠা বরগে বেড়াই লইয়েন।
এই ছিডিকান মনে করি আবুর মারে দিয়েন।
গানটির লেখকঃ মোহাম্মদ হাসেম।
বিষয়: বিবিধ
১৩০৯ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন