উয়াইস কারণী(রহঃ) নামে প্রচলিত আজগুবি কথা
লিখেছেন লিখেছেন মোহাম্মদ রিগান ১১ জুলাই, ২০১৪, ১০:৪৯:৫০ সকাল
উয়াইস কারণী(রহঃ) নামে আমাদের দেশে অনেক আজগুবি কথা প্রচলিত আছে। বলা হয় উনি উনার মাকে কাঁধে নিয়ে ঘুরে বেড়ান, আলি(রাঃ) রাসুলের জুব্বা উনাকে দিতে যান এবং উনি নাকি আল্লাহর রাসুলের(সঃ) দাঁত শহীদ হয়েছে বলে উনার সব দাঁতও ফেলে দিয়েছিলেন। কীসব ভয়াবহ মিথ্যা কথা!!!!!!!
এসব কাহিনি যে কেমন ভিত্তিহীন তা ১টা উদাহারন দিলেই বুঝবেন। যেমন উয়াইস কারণী আল্লাহর রাসুলের দাঁত ভেঙ্গেছে বলে উনার সব দাঁত ভেঙ্গে ফেলেছে। তাহলে আমার প্রশ্ন, যখন আল্লাহর রাসুল মারা যান তখন উয়াইস কারণী কি আত্মহত্যা করেছিলেন????
লিজিক তো বলছে উয়াইস কারণীর তাই করা উচিত। এখন সবাই বলবে" আত্মহত্যা মহাপাপ, তাই করেন নি"। তাইলে দাঁত ভাঙ্গল কোন হিসেবে। কারন আল্লাহর রাসুল (সঃ) বলেছেন, “তোমার প্রতি তোমার শরীরের অধিকার আছে।” সে যে তার দাঁত ভাঙ্গল, তার দাঁতের তো তার প্রতি হক আছে। এছাড়া আল্লাহ বলেন "এবং তোমরা নিজ হাতে নিজেকে ধ্বংসে পতিত করো না।”
(সূরা বাকারাঃ আয়াত ১৯৫)। দেখেন কি ইসলাম বিরোধী কাহিনি আমাদের সমাজে প্রচলিত। এসব কাহিনির কোন ভিত্তি নেই।
কেউ এসব কাহিনি যদি আপনার সামনে বলে তাইলে দয়া করে তাকে থামিয়ে দিন। কারন না হলে এসব ইসলাম বিরধি কাহিনি সমাজে ছড়িয়ে পরবে এবং যার জন্য আল্লাহর দরবারে আপনিও দোষী হবেন..................
বিষয়: বিবিধ
১১৮৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন