পৃথিবীর সর্বকালের সেরা সেলিব্রেটি
লিখেছেন লিখেছেন মোহাম্মদ রিগান ২৫ জুন, ২০১৪, ০৬:৫৯:৪৪ সন্ধ্যা
ভেবে দেখলাম পৃথিবীর সর্বকালের সেরা সেলিব্রেটি হচ্ছে মোহাম্মদ(সঃ)। আমরা সালমান খান, নেইমার বা মেসির স্টাইল হয়তো বেশি হইলে ৫ বছর পর্যন্ত ফলো করবো( হয়তো আরো অনেক কম)। তারপর আর না।
কিন্তু দেখেন মোহাম্মদ(সঃ) হচ্ছে এমন ১ জন সেলেব্রেটি জিনি মারা গেছেন ১৪০০ বছর আগে। কিন্তু এখনো মানুষ শ্রদ্ধার সাথে তাকে ফলো করে। তার মত করে চুল কাটে, দাড়ি রাখে বা জামা- কাপড় পরে। এমন শ্রদ্ধার সাথে কোন সেলেব্রেটির ফলোয়ারেরা সেলিব্রেটি মারা যাওয়ার এত বছর পরেও স্মরণ বা ফলো করে বলে আমার জানা নাই...........................।
বিষয়: বিবিধ
১৪৫৪ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তিনিই একমাত্র অনুসরনযোগ্য মানুষ।
ওবামা,হাসিনা - এরা কি সেলিব্রেটি ? নাকি রোনালদো , জে লো , ঐশ্বরিয়া এরা ?
নবী ও রাসূলরা মানুষের মধ্যে সেরা । এদেরকে সেলিব্রেটিদের কাতারে নামিয়ে আনা কি উচিত ?
এরা কি অন্যান্য কারেন্ট সেলিব্রেটিদের মত মানুষদেরকে বিনোদন দেয় , নাকি মানুষকে সতর্ক করে এবং খুশীর আগাম সংবাদ দেয় আল্লাহর আদেশ মত ?
জাজাকাল্লাহু ফিদ্দুনিয়া ওয়া আখিরাহ....
আহমদ মুসা লিখেছেন : আপনাকে ধন্যবাদ, আপনিও আমার না বলা কথাগুলোই বলে দিলেন।
আপনি যে সেলিব্রেটিদের কাতারে নবীজীকে আনলেন কোন সেলিব্রেটি এরকম কাজ করেন নবীদের মত ?
নবীজীর সাথে যাদের তুলনা করলেন সেই সেলিব্রেটিরা কি মানুষের কাছ থেকে প্রতিদান চায়, না আল্লাহর কাছে ?
তার পরেও বুঝানোর জন্য বলতে হবে;
সেখানে আল্লাহর সাথে তাদের উপাস্যদের পার্থক্য সুষ্পষ্ট ভাবে বলা হয়েছে।
নবীদের কাজই ছিল এরকম - মানুষকে হেদায়েত এবং আল্লাহর পথে নিয়ে আসার চেষ্টা করা । এজন্য তারা মানুষের কাছে কোন প্রতিদান চাইতো না , তাদের প্রতিদান ছিল আল্লাহর কাছে ।
নেইমার মেসি ক্লাবে খেলে টাকা পায় , মানুষ এদের খেলা দেখে অনুপ্রানিত হয় । জে লো , পিট বুলও গান গেয়ে টাকা পায় , মানুষ এদের গানে মজা পায় এদেরকে আদর্শ মানে ।
কিন্তু যে বেসিক পার্থক্য এদেরকে নবীদের থেকে আলাদা করে তা হল -
'' আল্লাহর প্রতি ঈমান আনো এবং আমাকে মান । আমি তোমাদের কাছে কোন প্রতিদান চাই না , আমার প্রতিদান তো বিশ্ব রব আল্লাহর কাছে ।''
আর এই পার্থক্যটাই নবীদেরকে সেলিব্রেটিদের থেকে অনেক অনেক উপরে নিয়ে যায় যেখানে সেলিব্রেটি আখ্যা তাদের জন্য অসন্মানজনক ।
সেলিব্রেটিরা কি মানুষের কাছে প্রতিদান চায় , না কি আল্লাহর কাছে - আবারও প্রশ্ন রাখলাম ।
সেলিব্রেটির সংজ্ঞা দেন এবং তাদের বেসিক কিছু বৈশিষ্ঠ্য দেন উদাহরনসহ.
মন্তব্য করতে লগইন করুন