নাম্বারের জন্য আমরা সব পারি.।.।.।.।.।.।.।.।.।

লিখেছেন লিখেছেন মোহাম্মদ রিগান ০৭ জুন, ২০১৪, ১১:৩০:০৫ সকাল

মাঝেমাঝে দেখা যায় পরীক্ষার প্রশ্নের উত্তর আর তার নাম্বারের ঠিক থাকেনা। তখন ১টা ছোট প্রশ্নের উত্তরও ইনিয়ে বিনিয়ে বড় করে লেখতে হয়......।।

১টা উদাহারন দি,দরুন এক পরীক্ষায় প্রশ্ন আসলো ।

কিভাবে একটা পিপড়া কে মারতে হয়…? প্রশ্নটা ১৫ মার্ক

তাইলে আমরা উত্তর লিখবো এই ভাবে.........

প্রথমে চিনির সাথে মরিচের গুড়া মিশায় রেখে দিতে হবে। পিপড়া সেটা খেয়ে পানি খুজবে চারদিকে। পানির বালতি তে যেয়ে পিপড়া টা পড়ে যাবে,তারপর

সেটা নিজেকে শুকাতে আগুনের কাছে যাবে, আগুনের কাছে আগে থেকেই একটা বোম্ব রাখা লাগবে। বোম্ব ফুটে পিপড়া আহত হয়ে হসপিটাল এ যাবে, তার মুখে অক্সিজেন মাস্ক দেয়া থাকবে, সেই অক্সিজেন মাস্ক টা খুলে দিলেই পিপড়াটা মরে যাবে।

মার্কের জন্য আমরা সবেই পারি...............।।

বিষয়: বিবিধ

১০১৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

231723
০৭ জুন ২০১৪ সকাল ১১:৩১
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগলো
০৭ জুন ২০১৪ দুপুর ০১:৪১
178530
মোহাম্মদ রিগান লিখেছেন : আপনাকেও Clown
231724
০৭ জুন ২০১৪ সকাল ১১:৪৪
নূর আল আমিন লিখেছেন : হাহাহা আমরা সবই পারি
০৭ জুন ২০১৪ দুপুর ০১:৪০
178528
মোহাম্মদ রিগান লিখেছেন : হ্যাLove Struck
231759
০৭ জুন ২০১৪ দুপুর ১২:৩৩
হতভাগা লিখেছেন : আপনি কি মনে করেন , ''টিপ দিয়ে মারবো'' লিখলেই আপনাকে ১৫ নম্বর দিয়ে দেবে ?
০৭ জুন ২০১৪ দুপুর ০১:৪১
178529
মোহাম্মদ রিগান লিখেছেন : তাইতো এই ব্যাবস্থাCrying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File