মিয়ানমারের বাংলাদেশ আক্রমণ!!!!!!!!!!!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ রিগান ০৬ জুন, ২০১৪, ০৪:০৯:১৫ বিকাল

মায়ানমার বৌদ্ধ ধর্মালম্বি দেশ। সাধারণত বৌদ্ধ ধর্মে ৩টি প্রধান ভাগ আছে। মহাযান, হীনযান আর বজ্রযান বৌদ্ধ । মায়ানমারের বেশীর ভাগ মানুষ হচ্ছে হীনযান বৌদ্ধ । তবে বাস্তবে এদের অনেকে হচ্ছে ভূত পূজারী। এই ভুতপুজারি বৌদ্ধরা ধরে ধরে রোহিঙ্গা মুসলিম নিধন করছে।

মিয়ানমারে আছে ৪% মুসলিম আর ৪% হিন্দু এবং ৩% খ্রিস্টান। কিন্তু এরা শুধু মারছে মুসলিমদের কারন হিন্দু আর খ্রিস্টানদের মারলে পড়তে হবে ভারত আর পশ্চিমা দেশের চাপের মুখে। আমাদের মুসলিম ভাইদের মারছে আর আমরা চুপ করে দেখছি। নিজের দেশের মুসলিম মারার পর এই বৌদ্ধ জঙ্গিরা এখন বাংলাদেশের সাথে যুদ্ধের স্বপ্ন দেখছে। তাদের দেশের বৌদ্ধ ধর্ম গুরুরা তাদের উস্কে দিচ্ছে । মুসলিমদের মারা তাদের কাছে এখন ইবাদত।

আর বাংলাদেশ যেহেতু মুসলিম দেশ সেহেতু বাংলাদেশ ধ্বংস করা এখন তাদের সবচেয়ে বড় ইবাদাত। তারা নিচ্ছে বড় ধরণের যুদ্ধের প্রস্তুতি । আমাদের সরকার কতটুকু গুরুত্তের সঙ্গে নিচ্ছে ব্যাপারটা আমি জানিনা। তবে আমার মনে হয় শহীদ মিজানুর রহমানের শাহাদাতের প্রতিশোধ নেওয়া আমাদের বাহিনী গুলোর ইমানি দায়িত্ব । অন্তত ৫০ জন বিজিপি( বর্ডার গার্ড পুলিশ) মেরে প্রমান করা উচিত বাঙ্গালী মোসলমানেরা বাঘের জাত । তাদের দেশের বা প্রতিবেশী নিরীহ মুসলিমদের মারা তারা সহ্য করবেনা।

আর ১ জন মোহাম্মদ বিন কাসেম চাই যে রোহিঙ্গা মুসলিমদের বাঁচানোর জন্য দামেস্ক থেকে নয় ঢাকা থেকে রওনা দিবে ........................।।

বিষয়: রাজনীতি

১২১৯ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

231380
০৬ জুন ২০১৪ বিকাল ০৪:৫১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যে জাতি তার আত্মসম্ভ্রমবোদ হারিয়ে ফেলেছে তাকে নিয়ে আর কি আসা করা যায়।
০৬ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪৩
178222
মোহাম্মদ রিগান লিখেছেন : কথা সত্য
231421
০৬ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৩৫
শিশির ভেজা ভোর লিখেছেন : যথাসময়ে মায়ানমারের বিরুদ্ধে অবস্থান নিবে বাংলাদেশ। কথায় আছে ওস্তাদের মাইর শেষ রাতে।
০৬ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪৩
178221
মোহাম্মদ রিগান লিখেছেন : ভাই আমি আপনারা মোট আশাবাদী লোক না
231439
০৬ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৫৫
নূর আল আমিন লিখেছেন : ইনশা আল্লাহ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File