বিজিবির লাশ.।.।.।.।.।.।.।

লিখেছেন লিখেছেন মোহাম্মদ রিগান ০৩ জুন, ২০১৪, ০৮:৪৪:৫৫ রাত

আগে মিয়ানমার সীমান্ত পাহারা দিতো নাসাকা বাহিনি। তারা ছিলো ৫টা বাহিনির সম্বরণয়ে তৈরি। জাতিসংঘের চাপে মিয়ানমার সরকার নাসাকার পোশাক বদল করে তাদের নাম রাখলো বিজিপি। রোহিঙ্গা মুসলিমদের হত্যাকারী হিসেবে পরিচিত এই বিজিপি(নাসাকা) এখন হত্যা করলো বিডিয়ার( বিজিবি বলবো না!!!!) মিজানকে । আমরা সবাই এখন এই হত্যা নিয়ে উঠে পড়ে লেগেছি । কিন্তু আপনি বলেন ৫৭ জন অফিসার হারানো এই দুর্বল বাহিনি মার খাবেনা তো কি চুম্মা খাবে?????

ভারতের তত্ত্বাবধানে যেদিন ৫৭ জন অফিসারকে মারা হল সেদিনেই এই সদ্যমৃত সুবেদার মিজান সহ সব বিডিয়ার সদস্য মারা গেছিলো। আজ বিডিয়ারের লাশ থেকে গন্ধ বের হবে না তো আতার বের হবে?????? এই মরা কিছুদিন আগের নয়,২০০৯ সালের ২৫ই ফেব্রুয়ারিতে মারা যাওয়া লাশ।

যে বিডিয়ারের নাম শুনলে বিএসফ আর নাসাকা ১ ঘাটে জল খাইতো তাদের লাশ আজ পচে-গলে পড়ে থাকে নাসাকার গুদামে। লজ্জা এই জাতির জন্য, লজ্জা আমাদের। মনে রাখবেন গাধার মত হাজার বছর বাঁচার চেয়ে সিংহের মত ১ দিন বাঁচা অনেক ভাল.....................।

বিষয়: বিবিধ

১১১৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

230209
০৩ জুন ২০১৪ রাত ০৯:১৭
হতভাগা লিখেছেন : জানেন তো এই বিজিবিকে যে বিএসএফ প্রশিক্ষন দেয় ?

আগের বিডিআরের সাথে এই বিজিবির তুলনা করলে পার্থক্যটা স্পষ্ট হয়ে যাবে ।

আপনার প্রতিপক্ষই যদি আপনার কোচ হয় তাহলে সেই প্রতিপক্ষের সাথে আপনার ফলাফল কি হবে তা সহজেই অনুমেয় ।
230215
০৩ জুন ২০১৪ রাত ০৯:৩৪
মোহাম্মদ রিগান লিখেছেন : ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File