ফারাবীরা হারলে, হারবে বাংলাদেশ।
লিখেছেন লিখেছেন ইনতেহাব হোসাইন জাওয়াদ ০২ মার্চ, ২০১৫, ০৮:৩৪:৫৬ রাত
লোকের কাছে হাত পেতে, টাকা ধার করে- ঋণ করে ফারাবী তার ব্লগসাইট চালাতো, শত অভাব সত্ত্বেও গাটের পয়সা খরচ করে অনলাইনে ইসলামের জন্য লেখালেখি করতো। ছোট্ট একটা ভুলের কারনে সহজ সরল ছেলেটা আজ গ্রেফতার হয়েছে...
নাস্তিক-হিন্দু-মুনাফিকরা যদি অভিজিতের জন্য একাট্টা হয়ে আন্দোলন করতে পারে, তাহলে আমরা মুসলমানরা কি পারিনা হতভাগা, দরিদ্র ইসলামের জন্য নিবেদিতপ্রাণ এই ছেলেটার জন্য অনলাইনে একটু জনমত গড়ে তুলতে?
ফারাবীকে সবচেয়ে বেশি ভাল লাগতো যে কারনে তা হল- তার নির্ভিক ও দুঃসাহসী আচরন। অন্যায় অবিচার দেখলে সে কাউকেই ছাড় দিতো না। এমনকি আমার সাথেও তার একবার বিবাদ হয়েছিল। আমাকে আনফ্রেন্ড করে দিয়েছিল, পরবর্তীতে অবশ্য নিজেই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে বলেছিলো। তার আরেকটি বড় গুন- সে প্রচলিত কোন রাজনৈতিক দলের সমর্থক ছিল না। সে না ছিল আওয়ামীলীগ, না ছিল বিএনপি, না ছিল জামাত-শিবির- হেফাজত। সে ছিল কেবলই ইসলামের সমর্থক। এক কথায়, সে ছিল একাই একশো- দ্যা ওয়ান ম্যান আর্মি। দেশের শীর্ষ নাস্তিকদেরকে সে একাই নাকানিচুবানি খাইয়েছে তার অসাধারন লেখনীশক্তি দিয়ে। প্রত্যেকটা লেখায় অকাট্ট যুক্তির সাথে থাকতো উপযুক্ত তথ্য প্রমান। যা দিয়ে নাস্তিকদেরকে সে খুব সহজেই ধরাশায়ী করে ফেলতো। ফারাবীর অনুপস্থিতি অনলাইনে ইসলামপন্থীদেরকে অনেকটাই দূর্বল করে দেবে সন্দেহ নেই...
ফারাবীকে গ্রেফতার করাটা ছিল অনেকটা অবধারিত একটি ব্যাপার। সে নিজেই নিজের পায়ে কুড়াল মেরেছে। লেখালেখি করে নাস্তিকদের যেকোন অসার যুক্তি খন্ডন করে দেয়ার মত মেধা এবং জ্ঞান তার মধ্যে ছিল। কিন্তু মাঝে মাঝে অতি আবেগের বশবর্তী হয়ে সে উল্টা পাল্টা কমেন্ট করে বসে। আর এটাই বার বার তার জন্য কাল হয়ে দাড়ায়। এবারও তার ব্যতিক্রম হয়নি...
অভিজিৎকে হত্যা করার হুমকি দিয়েছিল ফারাবী, কিন্তু এটা ছিল নিছক তার আবেগের প্রতিফলন মাত্র। এভাবে আবেগের বশবর্তী হয়ে হুমকি ধমকি দেয়া ফারাবীর উচিৎ হয়নি। যারা খুন করেছে তাদের সাথে হয়তো তার দূরতম কোন সম্পর্কও নাই। তবু শুধু শুধু এখন তাকে হয়রানি করার একটা সুযোগ পেয়ে গেল পুলিশ।
ফারাবীর তুলনায় এমনকি নাস্তিকগুরু অভিজিৎ রায়ও কিছুই ছিল না। অভিজিৎ তার আমেরিকান ডলার ও মিডিয়ার জোর খাটিয়েও ততটা সফলতা বা জনপ্রিয়তা অর্জন করতে পারেনি, যা পেরেছে দরিদ্র ঘরের সন্তান ফারাবী শফিউর রহমান। নিঃসন্দেহে সে অভিজিতের তুলনায় অনেক বেশি সফল ও জনপ্রিয় ছিল। অথচ তার না ছিল টাকার জোর, না ছিল মিডিয়ার জোর। আসুন ফারাবীর জন্য আর কিছু যদি নাও পারি, অন্তত একটু দোয়া করি যেন তার কোন ক্ষতি না হয়...
ফারাবী ইসলাম বিদ্বেষীদের বিরোধীতা করেছে, বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানই ইসলাম বিদ্বেষীদের বিরোধীতা করে। যে অপরাধে ফারাবী আজ অভিযুক্ত, সেই অপরাধে চাইলে ১৫ কোটি মুসলমান বাঙালীকেই অভিযুক্ত করা যায়। #freefarabi
সর্বপ্রথম আমার ফেসবুক আইডিতে প্রকাশিত, যার লিংক- এখানে
বিষয়: বিবিধ
১৩২১ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কাবি নেহি আচ্ছা
যবি এহি আচ্ছা
কমিনাকি বাচছা।
অজয় রায় স্যার সমীপে ,স্যার খুন ফারাবী করেনি ,সরকার সমীপে ,মাননীয় সরকার খুন ফারাবী করেনি ।তাঁকে ফাঁসানো হচ্ছে ।
Hash tag on facebook:
#free_farabi
Hash tag on twitter:
#free_farabi
অজয় রায় স্যার সমীপে ,স্যার খুন ফারাবী করেনি ,সরকার সমীপে ,মাননীয় সরকার খুন ফারাবী করেনি ।তাঁকে ফাঁসানো হচ্ছে ...
ফারাবীকে ফাঁসাচ্ছে তারাই যারা এই খুনের রহস্য জানে ।অজয় স্যার আপনি আপনার পুরাণো শত্রুদের নামে মামলা ঠুকে দিন তাহলে আসল রহস্য বের হবে...
Hash tag on facebook:
#free_farabi
Hash tag on twitter:
#free_farabi
কুফুরী শক্তি ইসলাম বিরোধীতায় এক হতে পারলেও আমরা পারি না!এটাই নির্মম সত্য! কেউ সামান্য ভূল করলেও বা নিজের মতের সাথে না মিললে তাকে গোমরাহীর চরম পর্যায়ে নিয়ে যাই!
ফারাবীর পাশে আমাদের সকলকেই দাড়াতেই হবে! আল্লাহ ফারাবী কে হেফাযত করুন!আমিন!!
মন্তব্য করতে লগইন করুন