অভিজিতের রক্ত বৃথা যেতে দিবনা।

লিখেছেন লিখেছেন আবু জারীর ০২ মার্চ, ২০১৫, ০৮:৪৭:৩৮ রাত



কমরেড কাজী আরেফকে হত্যা করেছিল তার সহযোদ্ধা ইনু গং! মেননের কলিজা আর ফুসফুস ফুটো করেছিল তার শীষ্য সন্ত্রাসী সর্বহারা গ্রুপ, যা প্রমানীত সত্য।

নাস্তিক আর নষ্ট বামেরা ৮০-৯০ এর দশকে সাধারণ মানুষের তো বটেই, তারা নিজেরা-নিজেরা যে কত খুণখুণি করেছে তার কোন ইয়াত্তা নাই। বৃহত্তর বরিশাল, ফরিদপুর, খুলনা, যশর, কুষ্টিয়া, সাতক্ষিরা সহ দেশের বিভিন্ন অঞ্চলের অগণিত নারী পুরুষ এখনও যার সাক্ষ বহন করে।

নষ্ট বামেরা রক্তের নেশায় মত্ত হলেও বর্তমানে তারা এতই হীন বল যে বিশ্বাসীদের রক্তের ধারে কাছেও যেতে সাহস পায়না তাই সারা দুনিয়ার বামেরা বিশ্বাসীদের গালি দেয়া ছাড়া আর কিছুই করার নাই। অন্যদিকে রক্তের নেশায় তারা যখন মাতাল তখন দলীয় কর্মীদের রক্ত পান করা ছাড়া তাদের আর কিইবা করার আছে?

অভিজিতের রক্তেও হয়ত তারাই স্নান করে মরণ পিপাষা মিটিয়েছে, যদি তাই না হয় তাহলে অবশইয় তাদের প্রভূ সরকার বিশ্বাসীদের দোসারপ না করে আসল খুনিদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিবে।

বিশ্বাসীরা আর ব্লেম গেইমের শিকার হতে চায়না। তারা চায় অপরাধীরা সনাক্ত হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি পাক।

নষ্ট বামেরা অভিজিৎ হত্যার বিচারের পরিবর্তে জামাত শিবিরের নিপাত কামনা করে গলা ফাটাচ্ছে। এতেই প্রমাণ হয় যে জামায়াত শিবিরের নিপাত কামনায় গলা ফাটানোর জন্য অভিজিতের রক্তের খুব প্রয়োজন ছিল।

নষ্টের দল বলছে, অভিজিতের রক্ত বৃথা যেতে দিবেনা। তা ঠিক তারা রক্তের মূল্যে অন্তত ২০/২৫ জন লোক জড় করে ২/১টা শো ডাউন করতে পেরেছে। না হলে তাদের জাতীয় নেতাদের মিটিং এ ও ২/৪ জন টোকাই ছাড়া গণ মানুষের উপস্থিতি নিকট অতীতে দেখা যায় নি।

যার যাবার সে চলে গেছে কিন্তু বাকী নষ্ট তরুণদের অবশ্যই ভেবে দেখতে হবে, তারা তাদের রক্তকে এত সামান্য মূল্যে ঐতিহাসিক করবে কিনা, যে ইতিহাস কেউ পড়বেনা। যেমনটা তাদের ৩০ হাজার বিল্পবীর সলীল সমাধি হয়েছিল ৭২-৭৫ এ, যাদের দুনিয়া তো বটেই তারা নিজেরাও স্বরণে রাখেনি।

বিষয়: রাজনীতি

১৩১০ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

306885
০২ মার্চ ২০১৫ রাত ০৯:১৪
আবু জান্নাত লিখেছেন : সহমত রইল, অনেক ধন্যবাদ।
০২ মার্চ ২০১৫ রাত ১০:২০
248286
আবু জারীর লিখেছেন : আপনাকেও ধন্যবাদ। ভালো থাকুন।
306928
০৩ মার্চ ২০১৫ রাত ১২:০৭
মুক্তিযোদ্ধার ভাগনে লিখেছেন : অনেক ধন্যবাদ
০৩ মার্চ ২০১৫ রাত ১২:২৩
248305
আবু জারীর লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
306938
০৩ মার্চ ২০১৫ রাত ১২:২৭
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৩ মার্চ ২০১৫ রাত ০১:০৭
248318
আবু জারীর লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
306947
০৩ মার্চ ২০১৫ রাত ০১:০৬
দ্য স্লেভ লিখেছেন : হুমম
০৩ মার্চ ২০১৫ রাত ০১:০৭
248319
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ।
০৩ মার্চ ২০১৫ রাত ০২:১২
248326
দ্য স্লেভ লিখেছেন : অভিজিতের রক্ত বৃথা যেতে দেবেন না। তা ওই রক্ত কি তবে বোতলে ভরে সংরক্ষন করবেন ?Surprised Surprised
০৩ মার্চ ২০১৫ দুপুর ১২:১৩
248368
আবু জারীর লিখেছেন : নেতাদের মিটিং এ যেহেতু লোক জড় হয়না সেহেতু অভিজিতের রক্তের মূল্যে ২০/২২ জন লোকের শো’ডাউন করা গেছে তাইবা কম কিসে?
306957
০৩ মার্চ ২০১৫ রাত ০১:৫৮
সজল আহমেদ লিখেছেন :
০৩ মার্চ ২০১৫ দুপুর ১২:১৪
248369
আবু জারীর লিখেছেন : হয়ত নিজেদের মত অন্যদেরও ভাবছে। ধন্যবাদ।
০৩ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:০২
248415
ইসলামী দুনিয়া লিখেছেন : ইতিহাস তোদের কীট হিসেবেই স্মরন করবে।
306959
০৩ মার্চ ২০১৫ রাত ০২:০৫
আফরা লিখেছেন : দাড়াইয়া তামাশা দেখতেছে এরা কারা ইনারাই কি তারা যারা রক্ত বৃথা যেতে দিবে না দলের লোক নাকি ।

০৩ মার্চ ২০১৫ রাত ০২:১৪
248327
দ্য স্লেভ লিখেছেন : Waiting Waiting Waiting Waiting Waiting Waiting Waiting Waiting Waiting দাড়ান ভেবে দেখী....
০৩ মার্চ ২০১৫ দুপুর ১২:১৫
248370
আবু জারীর লিখেছেন : সম্ভবত। ধন্যবাদ।
306970
০৩ মার্চ ২০১৫ সকাল ০৫:২৩
sarkar লিখেছেন : রক্ত অনেক আগেই শুকিয়ে গেছে।বৃথা??? সেটা জন্মই বৃথা।
০৩ মার্চ ২০১৫ দুপুর ১২:১৮
248371
আবু জারীর লিখেছেন : কিন্তু তার পরেও যদি ওদের সহযোদ্ধাদের আকল হত তাহলে নিজেরা নিজেদের ধ্বংসের পথ বেছে নিতে পারত না।
307001
০৩ মার্চ ২০১৫ সকাল ০৯:৫৬
হতভাগা লিখেছেন : FBI নাকি আসতেছে তদন্ত করতে ?
০৩ মার্চ ২০১৫ দুপুর ১২:১৯
248372
আবু জারীর লিখেছেন : ভালো খবর, এসব নাটক আর ভাল্লাগেনা। প্রকৃত অপরাধীরা গ্রেফতার হোক, সেই কামনা করি।
307014
০৩ মার্চ ২০১৫ সকাল ১০:৫২
ভালো পোলা লিখেছেন : অনেক ভালো লাগল।ধন্যবাদ
০৩ মার্চ ২০১৫ দুপুর ১২:১৯
248373
আবু জারীর লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
১০
307016
০৩ মার্চ ২০১৫ সকাল ১১:১৬
ইয়াফি লিখেছেন : সাম্প্রতিক আন্দোলন ও চাপের মুখে কোনঠাসা ভোটারবিহীন নির্বাচিত আওয়ামী লীগ সরকার একটু দম নিতে এ চালটা দিয়েছে!
০৩ মার্চ ২০১৫ দুপুর ১২:২০
248375
আবু জারীর লিখেছেন : ঠিক বলেছেন। তার পরেও যদি আতেল নাস্তিকদের হুশ হত?
ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File