সর্বকালের সবচেয়ে বিখ্যাত ২০ জন বাঙালী নাস্তিক/সেক্যুলার--- (৬ষ্ঠ/শেষ পর্ব)
লিখেছেন লিখেছেন ইনতেহাব হোসাইন জাওয়াদ ১৮ নভেম্বর, ২০১৪, ০৭:৩৮:০২ সন্ধ্যা
১৯। ফরহাদ মজহার: এই লিস্টে উনার নাম দেখে অনেকেই চমকে গেছেন!! তাইনা?? আওয়ামীলীগ-বিরোধী অবস্থান নেয়ার কারনে অনেকে তার আসল পরিচয় জানে না। এক সময় সে ছিল একজন কুখ্যাত ইসলামবিদ্বেষী নাস্তিক, বর্তমানে তার ভূমিকা বেশ রহস্যজনক। সে এখন আর আগের মত নাস্তিকতা প্রচার করে বেড়ায় না, বরং ইসলামপন্থীদের পক্ষাবলম্বন করে কলাম লেখে-বিবৃতি দেয়। কিন্তু সেটা যতটা না আদর্শগত কারনে তারচেয়ে বেশি রাজনৈতিক কারনে। সে এখনো নাস্তিক আছে নাকি তওবা করে মুসলমান হয়েছে তা নিশ্চিত হওয়া যায় নি। নব্বইয়ের দশকে "এবাদত নামা" নামে একটি ইসলাম বিদ্বেষী কাব্যগ্রন্থ লিখে সে বেশ বিতর্কিত হয়েছিল। কয়েকটা লাইন উল্লেখ করছি:
বিবি খাদিজার নামে আমি এই পদ্যটি লিখি
বিসমিল্লাহ কহিব না, শুধু খাদিজার নাম নেবো
নবীজীর নাম? উহু, তার নামও নেবোনা মালিক
শুধু খাদিজার নাম- দুনিয়ায় আমি সব নাম ভুলে যাব
তোমাকেও ভুলে যাবো, ভুলে যাবে নবীকে আমার।
তার আরেকটা কবিতা আরো মারাত্মক-
দুনিয়া রেজিস্ট্রি কর, তিলেক হিম্মত নাই
আধা ছটাকের নাই তেজ
সাত আসমানে প্রভু খোদাতা'লা হয়ে বসে আছ
মুখে খালি কহ শুনি দুনিয়ার তুমিই মালিক
অথচ মালিক অন্যে,অন্যে কহিতেছে তারা খোদা
মালিক এ জমিনের -প্রত্যেকেই তোমার শরিক
তোমার শরিক নাই এই কথা তবে কি বোগাস?
এদের দলিল যদি মিথ্যা হয় যাও আদালতে
উকিল ধরিয়া করো দুনিয়া রেজিস্ট্রি নিজ নামে
১৮। শফিক রেহমান: বাংলাদেশে "ভ্যালেন্টাইন ডে" নামক বিজাতীয় সংস্কৃতির প্রবর্তক। ১৯৯৩ সালে এই নাস্তিক সর্বপ্রথম তার পত্রিকা যায়যায়দিন এর মাধ্যমে এদেশে ভালবাসা দিবস এর প্রচলন ঘটায়। শফিক রেহমানকে বাংলাদেশের চটি সাহিত্যের জনক বলা হয়। অশ্লীলতার দিক দিয়ে হুমায়ুন আজাদও উনার কাছে নস্যি। শফিক "মৌচাকে ঢিল" নামক একটি সেমি-চটি ম্যাগাজিনের সম্পাদক। এছাড়া বাংলাদেশে লিভ টুগেদার ছড়িয়ে দেয়ার পেছনে সবচেয়ে বেশি অবদান শফিক রেহমানের। তার বিরুদ্ধে সমকামীতার অভিযোগও রয়েছে।
বি.দ্র. সর্বপ্রথম আমার ফেসবুক আইডিতে প্রকাশিত যার লিংক- এখানে
বিষয়: বিবিধ
৪২৫৮ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
এরা নাস্তিক বলে নিজেকে স্বিকার করেন। কিন্তু সেটা নিয়ে ব্যবসরা করেন না।
শফিক রেহমানের নাকি কোরবানীর সময় পশু জবাই দেখলে খারাপ লাগে (এটা সে তার পত্রিকাতেই এক সময় বলেছিল)
নাস্তিক আছে এই পৃথিবীতে । তাদের জন্য তো আল্লাহ শাস্তি রেখেছেনই ।
তবে যারা উপরে উপরে নাস্তিকতার আবরনে প্রচন্ড ইসলাম বিদ্বেষী মনোভাব দেখায় তারাই ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করে থাকে এবং দেশে দেশে ফিতনার সৃষ্টি করে । আর ফিতনা হত্যার চেয়েও জঘন্য ।
ধন্যবাদ তথ্যবহুল লেখার জন্য।
মন্তব্য করতে লগইন করুন