স্বামী যখন হাফ লেডিস

লিখেছেন লিখেছেন আহমেদ ফয়সাল ১৮ নভেম্বর, ২০১৪, ০৭:১৪:৫৩ সন্ধ্যা

হাফ লেডিস শব্দটা শুনেছেন কখনো???

ভারতীয় সিরিয়ালের প্রত্যেকটা পুরুষ অভিনেতা হাফ লেডিস। ভারতীয় সিরিয়ালে পুরুষ চরিত্রগুলোর নেই অর্থনৈতিক কিংবা সাংসারিক কর্তৃত্ব করার ক্ষমতা, যা নাটকেই দেখে থাকি। এটা হয়তো পরিচালকের গুণ নয়তো নারী চরিত্রগুলোর ক্ষমতা

একটি সিরিয়ালের কাল্পনিকদৃশ্যের চিত্রনাট্য-

ছেলে-আমি তোমাকে ভালবাসি।[১০টা অবস্থান থেকে এই দৃশ্যটা দেখানো হবে।]

[মেয়ের টাশকি খাওয়া মুখ দেখাবে ১২টা অবস্থান থেকে]

মেয়ে-কী বলছো তুমি?ভালবাস তুমি আমাকে?

[কথাটা প্রতিধ্বনিত হবে ৩ বার]...[ছেলের চোখ

মুখের অন্য রকমেরআভা দেখাবে ৪ বার]

ছেলে-হ্যা তোমাকে আমি ভালবাসি।

[এই কথা বলার পর ১মিনিট রোমান্টিক সুরবাজবে।][মেয়ের চিন্তিত মুখদেখাবে ৬ বার।]

মেয়ে-তুমি কি সত্যিই আমাকে ভালবাস?

[এই কথা বলার পর মেয়ের মুখেরদিকে ক্যামেরা ধরা হবে ৫জায়গা থেকে।] [ছেলেটা হাঁটু গেড়ে বসে পড়বে। তার বসা ভিডিও করা হবে ২ মিনিট ধরে।]

ছেলে-হ্যাঁ, তোমাকে আমি সত্যি সত্যি খুবভালবাসি।

[১ মিনিট ধরে দুইজনকে ভিডিও করা হবে।]

ছেলে- আমি তোমাকে এ জীবনেরচেয়ে বেশি ভালবাসি।

[গান বাজতে থাকবে।][মেয়েটার মুখের অবস্থা ৭জায়গা থেকে দেখানো হবে।সময়লাগবে ২ মিনিট।]

(পর্বের সমাপ্তি)

এইভাবে টানতে টানতে সিরিয়াল গুলো ১০০০ পর্বঅতিক্রম করে।

আর দর্শক আপুরা মুখহাঁ করে বেক্কলের মত তা গিলতে থাকে।এমন ভাবে গিলতে থাকে, মনে হয় যেন গেলার জন্য তাকে মাস শেষে বেতন দেয়া হবে।

আর আমাদের দেশে এই সমস্ত নাটক ব্যাপক জয়প্রিয়তা পাওয়ার অন্যতম কারণ নারী কর্তৃত্ব। যা প্রতিটা নারী চায়।

প্রেমিক থেকে স্বামী প্রতিটা চরিত্রকেই মেয়েরা হাফ লেডিস বানাতে পছন্দ করে। ভুল বললাম কি?

বিষয়: বিবিধ

১৮৯৩ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

285602
১৮ নভেম্বর ২০১৪ রাত ০৮:৫২
হতভাগা লিখেছেন : মেয়েরা এমনিতেই কুটনি হয় , তার উপর এইসব সিরিয়ালেও কিভাবে কুটনামী করতে হবে তার প্রদর্শনী চলে ।

ব্যাপারটা বাস্তব জগতের মেয়েদের জন্য বুস্টার হিসেবে কাজ করে ।

১৯ নভেম্বর ২০১৪ সকাল ১১:১৭
229190
আহমেদ ফয়সাল লিখেছেন : ঠিক বললেন ভাই
285628
১৮ নভেম্বর ২০১৪ রাত ০৯:৪২
শেখের পোলা লিখেছেন : ওরা বাংলা দেশের কথা মাথায় রেখেই এ গুলো বানায় আর আমাদের প্রোগতির পথে হামাগুড়ি দেওয়া মেয়েরা যথেষ্ট উৎসাহের যোগান পায়৷ এ গুলো দেশকে ইসলাম মুক্ত করতে সহায়ক হয়৷
১৯ নভেম্বর ২০১৪ সকাল ১১:১৭
229192
আহমেদ ফয়সাল লিখেছেন : ধন্যবাদ, ওরা মুসলিম নারীদের ধর্ম থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টায়ই ব্যস্ত
285634
১৮ নভেম্বর ২০১৪ রাত ০৯:৫২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কইয়া আর কি হইব!!!!
১৯ নভেম্বর ২০১৪ সকাল ১১:১৮
229193
আহমেদ ফয়সাল লিখেছেন : কইয়া কোন লাভ নেই.।। তবে একটু সস্তি
285635
১৮ নভেম্বর ২০১৪ রাত ০৯:৫৭
ফেরারী মন লিখেছেন : নিজেরা ভালো কিছু না করে শুধু শুধু অপরের দোষ খুঁজে লাভ কি? গাছের গোড়া পচে গেলে মাথায় জল ঢেলে আর লাভ নেই।
১৯ নভেম্বর ২০১৪ সকাল ১১:১৮
229194
আহমেদ ফয়সাল লিখেছেন : হুম, বাসার কাজের লোকও জানে কখন কোন সিরিয়াল। কিন্তু বাংলাদেশী নাটক সিনেমার কোন সঠিক সময় নেই। নেই পরিমিত বিজ্ঞাপন
285739
১৯ নভেম্বর ২০১৪ রাত ০৪:৪১
কাহাফ লিখেছেন :
অসম্ভব সুন্দর বিশ্লেষণধর্মী উপস্হাপনার জন্য সহমত পোষণ করার সাথে সাথে অনেক ধন্যবাদ জানাচ্ছি! Thumbs Up Thumbs Up Big Hug Big Hug
১৯ নভেম্বর ২০১৪ সকাল ১১:১৯
229195
আহমেদ ফয়সাল লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
285771
১৯ নভেম্বর ২০১৪ সকাল ০৯:১৪
ছালসাবিল লিখেছেন : স্বামী যখন হাফ লেডিস Happy) Happy) Day Dreaming Day Dreaming Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
285784
১৯ নভেম্বর ২০১৪ সকাল ১০:২৪
না বলা কথা লিখেছেন : শতভাগ সত্য বলেছেন। আপনি ঠিক আছেন তো ?
১৯ নভেম্বর ২০১৪ সকাল ১১:১৯
229197
আহমেদ ফয়সাল লিখেছেন : হুম, আমি এখনও অবিবাহিত..। ঠিক না থাকার কোন কারনই নাই।
285795
১৯ নভেম্বর ২০১৪ সকাল ১১:৩৩
মোস্তফা সোহলে লিখেছেন : সত্য কথায় বলেছেন।এই ভারতীয় সিরিয়াল আমাদের সমাজকে নষ্ট করে ফেলছে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File