ড. মুহম্মদ জাফর ইকবাল এর ধর্মবিশ্বাস কি? তিনি কি আসলে মুসলমান? মুসলমান হলে কেমন মুসলমান? আসুন দেখি...
লিখেছেন লিখেছেন ইনতেহাব হোসাইন জাওয়াদ ২৭ সেপ্টেম্বর, ২০১৪, ০৮:২৩:৩৭ রাত
মহানবী (সাঃ) কে নিয়ে আলপিনে যে ব্যাঙ্গচিত্র ছাপানো হয়েছিলো ২০০৭ সালে- জনপ্রিয় কলামিস্ট ও সায়েন্স ফিকশন লেখক জাফর ইকবাল সম্প্রতি সেটাকে একটি "অত্যন্ত নীরিহ কার্টুন" হিসেবে অভিহীত করেছেন। জাফর ইকবালের লেখা কলামটি ইতোমধ্যেই আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে। কলামটি পড়ার সময় যে দুটি বাক্য আমার সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষন করেছে, তা হল------
"২০০৭ সালে প্রথম আলোর ম্যাগাজিন আলপিনে একটা অত্যন্ত নিরীহ কার্টুন ছাপা হয়েছিল। এদেশের ধর্মান্ধ গোষ্ঠী সেই নিরীহ কার্টুনটিকে একটা ইসলাম-বিরোধী রূপ দিয়ে হাঙ্গামা শুরু করে দেয় এবং কার্টুনিষ্টকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়"।
খেয়াল করুন- যেই কার্টুন ছাপানোর পর দেশে-বিদেশে প্রতিবাদ-আন্দোলনের ঝড় উঠেছিল- যেই কার্টুন ছাপানোর অপরাধে আলপিন নিষিদ্ধ করা হয়েছিল এবং প্রথম আলোর নাস্তিক সম্পাদক মতিউর রহমানকে প্রকাশ্যে ক্ষমাপ্রার্থনা করতে হয়েছিল- সেই কার্টুনটা জাফর স্যার (!) এর কাছে "অত্যন্ত নিরীহ কার্টুন"। কার্টুনটি প্রকাশিত হওয়ার পর দল-মত নির্বিশেষে দেশের সাধারন মুসলমানরা ক্ষোভে ফেটে পড়েছিল- উনার কাছে সেটা ধর্মান্ধ গোষ্ঠীর চক্রান্ত। অর্থ্যাৎ রাসূল (সা) কে নিয়ে কার্টুন প্রকাশ করাটা তার কাছে খুবই স্বাভাবিক একটি ব্যাপার এবং আপনি যদি এর প্রতিবাদ করেন তাহলে আপনি একজন ধর্মান্ধ মৌলবাদী। শুধু তাই নয়, এই সামান্য কার্টুনের জন্য আলপিন নিষিদ্ধ করায় জাফর স্যার মনোক্ষুণ্য। প্রথম আলোর সম্পাদক কার্টুন প্রকাশের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছিলেন- এই ব্যাপারটাও জাফর ইকবাল মেনে নিতে পারছেন না বলে তার কলামে উল্লেখ করেছেন।
এ প্রসঙ্গে আরেকটা ঘটনার কথা মনে পড়ে গেল। ২০০৫ সালে ডেনমার্কে এরকম একটি কার্টুন প্রকাশ হওয়ার পর সারা বিশ্বে প্রবল বিতর্ক ও সমালোচনা হয়েছিল। সহিংস প্রতিবাদে মারা গিয়েছিল অসংখ্য মানুষ। একটি অমুসলিম ও পশ্চিমা রাষ্ট্র হয়েও ডেনিশ সরকার ক্ষমা চাইতে বাধ্য হয়েছিল। ব্যাপারটা কতটা সেনসিটিভ ছিল এখান থেকেই আন্দাজ করা যায়। অথচ তার ২ বছর পর সেই একই কাজ করলো আমাদের দেশেরই একটি পত্রিকা- প্রথম আলো। কিন্তু নাস্তিক জাফর ইকবালের কাছে সেটি 'অত্যন্ত নীরিহ কার্টুন" ছাড়া কিছুই নয়। এটার জন্য আলপিন নিষিদ্ধ করাটা তার মতে ঠিক ছিল না।
কত্ত বড় মুনাফিক হলে কোন মুসলমান নামধারীর পক্ষে এই ধরনের কথা বলা সম্ভব?
বিষয়: বিবিধ
২৩৫৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন