আয়েশা ফয়েজ এর ইসলাম বিদ্দেষ মনোভাব
লিখেছেন লিখেছেন তূর্য রাসেল ২৭ সেপ্টেম্বর, ২০১৪, ০৮:৩১:৪২ রাত

হুমায়ন আহমেদ এবং জাফর ইকবাল দুইজনই আমার অত্যান্ত অপছন্দের মানুষ। তাদের প্রতি ঘৃণা শুরু আমার সেই ছোটবেলা থেকেই। তখন আমি ছোট ছিলাম তাই ঘটনাটি পুরোপুরি মনে নাই তবে এতটুকু মনে আছে কোন এক ভার্সিটি বা হলের নাম কাজী নজরুল ইসলাম থেকে ইসলাম শব্দটি বাদ দেওয়ার জন্য উনারা পরিবার নিয়ে অনশন করেছিলেন। সেই তখন থেকেই উনাদের প্রতি আমার ঘৃণা। তাই তাদের কোন বই পড়তাম না। তবুও কিছু কিছু গল্প পড়েছি হুমায়ন আহমেদ এর। হুমায়ন আহমেদ ছিলেন চিকন চালাক। ইসলাম বিদ্বেষ মনোভাব সরাসরি প্রকাশ করতেন না। ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে ফিরিয়ে প্রকাশ করতেন। দুইভাইই একই ক্যাটাগরির। সম্ভবত এই গুণটা উনারা উনার মার কাছ থেকে পেয়েছেন। উনার মাও সরাসরি ইসলাম বিদ্বেষ মনোভাব প্রকাশ করতেন না। একটু অন্যভাবে ঘুরিয়ে কথাগুলো বলতেন। যেমন আয়েশা ফয়েজ উনার 'জীবন যে রকম' বইয়ের ১১ পৃষ্টায় লিখেছেন যে আয়েশা নামের মেয়েদের নাকি বাচ্চা হয় না। উনিই সেই আয়েশা নামের বন্ধত্ব ঘুচিয়েছেন। এখানে পরোক্ষভাবে উম্মুল মোমেনীন আয়েশা (রা) কে ব্যাঙ্গ করেছেন। ঐ বইয়ের ৪৩ পৃষ্টায় উনি একটি চরিত্র উল্লেখ করেছেন। যার নাম মুতু মুহাম্মদ। সে নাকি প্রতি রাতে বিছানায় পেচ্ছাব করে দিত তাই তার নাম মুতু। আর সে মুসলমান তাই নাম মুহাম্মদ। তাই তার পুরো নাম মুতু মুহাম্মদ।
এভাবেই উনি ইসলামের বিভিন্ন নাম নিয়ে ব্যঙ্গ করেছেন। এমনভাবে ব্যঙ্গ করেছেন মনেই হবে না আসলে বিষয়টি নিয়ে ব্যঙ্গ করছেন। মনে হবে যেন গল্পের প্রয়োজনেই নামগুলো আনতে হয়েছে।
আজ ফেসবুকে উনাকে নিয়ে একজন বিখ্যাত ব্যাক্তির স্ট্যাটাস দেখলাম, উনি লিখেছেন, "যেখানেই থাকুন ভালো থাকুন।" এই কথাটার মানে বুঝলাম না। উনি দোয়া করতে পারেন আল্লাহ্ যেন আপনাকে বেহেশত দেয়। কিন্তু উনি তা না বলে বললেন যেখানেই থাকুন ভালো থাকুন। যদি দোযখে থাকে তবে কি দোযখে ভালো থাকা যায়?
বিষয়: বিবিধ
২০৮০ বার পঠিত, ১৩ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
আপনাকে অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন