আয়েশা ফয়েজ এর ইসলাম বিদ্দেষ মনোভাব

লিখেছেন লিখেছেন তূর্য রাসেল ২৭ সেপ্টেম্বর, ২০১৪, ০৮:৩১:৪২ রাত



হুমায়ন আহমেদ এবং জাফর ইকবাল দুইজনই আমার অত্যান্ত অপছন্দের মানুষ। তাদের প্রতি ঘৃণা শুরু আমার সেই ছোটবেলা থেকেই। তখন আমি ছোট ছিলাম তাই ঘটনাটি পুরোপুরি মনে নাই তবে এতটুকু মনে আছে কোন এক ভার্সিটি বা হলের নাম কাজী নজরুল ইসলাম থেকে ইসলাম শব্দটি বাদ দেওয়ার জন্য উনারা পরিবার নিয়ে অনশন করেছিলেন। সেই তখন থেকেই উনাদের প্রতি আমার ঘৃণা। তাই তাদের কোন বই পড়তাম না। তবুও কিছু কিছু গল্প পড়েছি হুমায়ন আহমেদ এর। হুমায়ন আহমেদ ছিলেন চিকন চালাক। ইসলাম বিদ্বেষ মনোভাব সরাসরি প্রকাশ করতেন না। ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে ফিরিয়ে প্রকাশ করতেন। দুইভাইই একই ক্যাটাগরির। সম্ভবত এই গুণটা উনারা উনার মার কাছ থেকে পেয়েছেন। উনার মাও সরাসরি ইসলাম বিদ্বেষ মনোভাব প্রকাশ করতেন না। একটু অন্যভাবে ঘুরিয়ে কথাগুলো বলতেন। যেমন আয়েশা ফয়েজ উনার 'জীবন যে রকম' বইয়ের ১১ পৃষ্টায় লিখেছেন যে আয়েশা নামের মেয়েদের নাকি বাচ্চা হয় না। উনিই সেই আয়েশা নামের বন্ধত্ব ঘুচিয়েছেন। এখানে পরোক্ষভাবে উম্মুল মোমেনীন আয়েশা (রা) কে ব্যাঙ্গ করেছেন। ঐ বইয়ের ৪৩ পৃষ্টায় উনি একটি চরিত্র উল্লেখ করেছেন। যার নাম মুতু মুহাম্মদ। সে নাকি প্রতি রাতে বিছানায় পেচ্ছাব করে দিত তাই তার নাম মুতু। আর সে মুসলমান তাই নাম মুহাম্মদ। তাই তার পুরো নাম মুতু মুহাম্মদ।

এভাবেই উনি ইসলামের বিভিন্ন নাম নিয়ে ব্যঙ্গ করেছেন। এমনভাবে ব্যঙ্গ করেছেন মনেই হবে না আসলে বিষয়টি নিয়ে ব্যঙ্গ করছেন। মনে হবে যেন গল্পের প্রয়োজনেই নামগুলো আনতে হয়েছে।

আজ ফেসবুকে উনাকে নিয়ে একজন বিখ্যাত ব্যাক্তির স্ট্যাটাস দেখলাম, উনি লিখেছেন, "যেখানেই থাকুন ভালো থাকুন।" এই কথাটার মানে বুঝলাম না। উনি দোয়া করতে পারেন আল্লাহ্ যেন আপনাকে বেহেশত দেয়। কিন্তু উনি তা না বলে বললেন যেখানেই থাকুন ভালো থাকুন। যদি দোযখে থাকে তবে কি দোযখে ভালো থাকা যায়?

বিষয়: বিবিধ

২০১৯ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

269269
২৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:২৬
শেখের পোলা লিখেছেন : শুনেছি শয়তানের ঘরের টিকটিকিটাও শয়তান হয়৷
২৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৪৯
213074
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : লাইক!!
২৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৪৯
213136
তূর্য রাসেল লিখেছেন : ঠিক বলেছেন
269273
২৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৩৩
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : লেখক ভাই
আপনাকে অনেক ধন্যবাদ
২৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৪৯
213139
তূর্য রাসেল লিখেছেন : লেখাটি পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ
269317
২৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৫০
আবু জান্নাত লিখেছেন : সত্যি বলেছেন, এসকল নাস্তিক মনোভাবীদের দেশের শীর্ষস্থানে বসিয়ে দেশের সাধারণ মানুষকে তাদের মত জীবন গড়তে উৎসাহ দেওয়া হয়। তাই সময়মত ওদের মুখোশ উন্মোচন করা উচিৎ।
২৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৫৬
213148
তূর্য রাসেল লিখেছেন : ঠিক বলেছেন। আপনার সাথে একমত...
269324
২৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:০৬
ফেরারী মন লিখেছেন : ছেলেপেলেদের চরিত্র দেখলেই তো মায়েরটা বুঝা যায়। এর জন্য বেশী বিশ্লেষণের দরকার পড়ে না। তারপরও আপনাকে ধন্যবাদ
২৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:০৯
213156
তূর্য রাসেল লিখেছেন : Happy Happy Happy
269352
২৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:২০
সজল আহমেদ লিখেছেন : হুমায়ুন আহমেদের প্রতি আমার একটা আলাদা শ্রদ্ধা ছিল কিন্তু এসব কথা শুনে অনেকটা কমে গেল !
২৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:০০
213278
তূর্য রাসেল লিখেছেন : Crying Crying Crying
269482
২৮ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:২০
ইয়াফি লিখেছেন : ঘটানাটি সম্ভবত 1995 সনের দিকে হবে। সদ্য প্রতিষ্টিত সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের একটি হলের নাম প্রীতিলতা রাখার দাবীতে হুমায়ুন আহমদের মা, পরিবার-পরিজন অনশনে গিয়েছিলেন। তবে তৌহিদী ছাত্র-জনতার প্রতিরোধে তাদের সে চেষ্টা ব্যর্থ হয়। 1971 এ হুমায়ুন আহমদের বাবার হত্যাকান্ডে তাঁর মা স্বয়ং মামলা দায়ের করেছিলেন। ঐ মামলায় হুমায়ুন আহমদের মা যাদেরকে অভিযুক্ত করেন নাই, তাদের কাউকে নিয়ে যদি 40 বছর পর কেউ ঐ মামলার আসামী বানিয়ে ফাঁসি দেবার তোড়জোড় করে, এরবিরুদ্ধে হুমায়ুন আহমদের মা, ভাইয়ের এগিয়ে আসা উচিত ছিল। যাহোক আমরা যেন আমাদের রবের প্রতিটা ক্ষণের ন্যায়বিচারের কথা ভুলে না যায়।
২৮ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৩৪
213374
তূর্য রাসেল লিখেছেন : Happy Happy Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File