আমার শীতল বেলা...

লিখেছেন লিখেছেন কাঠপেনসিল ২২ ডিসেম্বর, ২০১৪, ০৫:২৭:৫১ বিকাল

শীতল হাওয়া।

প্রতিরোধ গড়ে উষ্ণ কোমল চাদর,

ঘোর শত্রুতায় জড়িয়ে দিয়ে,

মজা লুটে নেয় ঘোলাটে অলস বেলা।

ভোরের কাকগুলোর যেন শীত নেই।

জানিয়ে দেয় ভুলে থাকা সময়ের সতর্কবার্তা।

বালিশ থেকে মাথাটা যেন উঠতেই চায় না।

লেপ্টে থাকে নববধুর মতো আদুরে স্পর্শ নিয়ে।

শেওড়া তলায় রব শোনা যায় থেমে থেমে।

সেখানে উষ্ণতার হাট বসিয়েছে চায়ের দোকানী।

লাঠির ভরে ঠুকঠুক করে,

হেঁটে আসে স্মৃতির সওদাগর।

ডান হাতে তার মরনকাঠি জ্বলে।

বাম হাতে সে আকড়ে ধরে,

অধর ছুয়ে যাওয়া এক কাপ গরম চা।

পিঠ ঠেকে যায় তার স্মৃতির বৃদ্ধ দেয়ালে।

থেমে যায় সহসাই,

কাউকে কখনো কিছু না বলে।

বিষয়: সাহিত্য

১০৯৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

296487
২২ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:১৯
নূর আল আমিন লিখেছেন : অসাধারণ ছোটকাব্য
296488
২২ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:১৯
নূর আল আমিন লিখেছেন : অসাধারণ শীতকাব্য. . . . .
296496
২২ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৩২
নোমান২৯ লিখেছেন : কবিরা না Rolling Eyes! আর কিছু পায় না At Wits' End।কিছুক্ষণ আগে একজনে কামরাঙ্গা গাছকে প্রেমিকাআ বানিয়ে ফেলছে ।আর এখন কাথা আর নববধূ ! Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
তবে অসাধারণ হয়েছে ।Applause Thumbs Up Thumbs Up
অন্নেক ধন্যবাদ ভাইয়া । Rose Rose
২২ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫২
240005
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : হাহাহহাহা কামরাঙ্গা গাছকে প্রেমিকা!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File