শ্রাবণের শেষরাত্রি
লিখেছেন লিখেছেন কাঠপেনসিল ২০ জুলাই, ২০১৪, ১০:১৪:৩৫ সকাল
শুভ্রতা...
আজ তো ছুটির দিন!
শ্রাবণধারা শুরু হয়েছে সেই মাঝরাত থেকে।
বর্ষা-ভেজা বকুল হাতে তুমি আসবে বলে,
পথ চেয়ে আছি।
প্রহর যেন কাটতেই চায় না।
ভোর হতে যে এখনো ঢের বাকি।
আসলে, অপেক্ষার তাড়না সে বোঝেনা।
হয়তো সে জানেই না,
প্রিয়জন সান্নিধ্যে থাকার অদৃশ্য অনুভূতি।
আর আমার সাদাকালো চোখজোড়াও,
বেহায়ার মত চেয়ে থাকে,
অপেক্ষার জানালা খুলে।
দৃষ্টি ফেলার নিয়মটি যেন,
ভুলে গেছে একেবারেই।
তুমি এসো...
আবীর রাঙা প্রভায় নিজেকে রাঙিয়ে।
বরণ করে নেবো।
নতুন একটি দিনের শুরু হবে এখানেই।
আমার ছোট্ট কুটিরে।
বিষয়: সাহিত্য
১১৫৫ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন