অপেক্ষার সেই ক্ষণ...
লিখেছেন লিখেছেন কাঠপেনসিল ২৪ আগস্ট, ২০১৪, ০৯:৫২:২৬ সকাল
অপেক্ষার সেই ক্ষণে,
দখিনা জানালার পাশে তুমি দাড়িয়ে,
পাখি জাগার আগে হাতজোড়া বাড়িয়ে,
ওপাশ থেকে বলেছিলে তখন,
ভালবাসি...
পাখি আজো ডেকে যায়,
স্মৃতির পাতায় জেগে রয়,
অমিয় সেই বর্ণমালা।
খোলা রাখা হয়না আর,
সেই দখিনা জানালা।
অপেক্ষার সেই ক্ষণে,
দখিনা জানালায় আমি কান পেতে,
এসেছিলে চুপিসারে চৈতালি রাতে,
পত্রবীনার সুরে বলেছিলে তখন,
ভালবাসি...
পাতা আজো ঝরে যায়,
সুর থেকে দূরে রয়,
অমিয় সেই বর্ণমালা।
খোলা রাখা হয়না আর,
সেই দখিনা জানালা।
বিষয়: সাহিত্য
১১৯২ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে জানালা খোলা রাখাই উত্তম
পাখি জাগার আগে হাতজোড়া বাড়িয়ে,
ওপাশ থেকে বলেছিলে তখন,
ভালবাসি...
এ ভালোবাসার বাতায়ন
খোলা থাক আমরণ...
মন্তব্য করতে লগইন করুন