দেখা হবে একদিন. . .
লিখেছেন লিখেছেন কাঠপেনসিল ১৭ মে, ২০১৪, ০৯:৫৪:৪৭ সকাল
দেখা হবে একদিন. . .
হয়ত কোন শান্ত দিঘির পাড়ে,
বয়সী বটের ছায়াতলে।
অথবা কোন নিঝুম অরন্যে।
দেখা হবে. . .
আবীর রাঙা কোন প্রভাতে,
ক্লান্ত দুপুরে,
ধুসর গোধুলীতে,
অথবা ক্ষীন চন্দ্রালোকে।
অপেক্ষা. . .
অধীর অপেক্ষা. . .
কাঙ্ক্ষিত সে সুদিনের।
বিষয়: সাহিত্য
১১৫৭ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অধীর অপেক্ষা. . .
কাঙ্ক্ষিত সে সুদিনের।
আমারও। ধন্যবাদ সুন্দর কবিতার জন্য
মন্তব্য করতে লগইন করুন