ফিরিঙ্গী

লিখেছেন লিখেছেন আরিফা জাহান ৩০ ডিসেম্বর, ২০১৬, ১২:৩৩:৪২ রাত

ফিরিঙ্গী !

তুমি চলেই গেলে ?

ডান হাতের দু'আঙ্গুলের ফাঁকে জলন্ত সিগারেট

আর হাঁটুর বাটি দেখানো প্যান্ট পড়ে হাঁটছিলে তুমি !

অবাক নয়নে তাকিয়েছিলাম !

একি তুমি ? নাকি ছেলেবেলায় দেখা কুচুরিপনার উপর

দিয়ে হাঁটা কোন বগা ?

ফিরিঙ্গী !

তুমি চলেই গেলে ?

আমার দেশ নিয়ে উল্টাপাল্টা বলার পরই কেন চলে গেলে ?

তোমায় নিয়ে যে আমার মনে ছিল সুপ্ত বাসনা !

রাখতাম তোমায় ওয়াশিং মেশিনে, চালাতাম হাই পাওয়ারে ।

তোমাকে কাচার মত পুকুরঘাট আমার ছিল না কিন্তু

ওয়াশ- ড্রাই মেশিন ত ছিল !

তুমি জানলেও না ওগো ফিরিঙ্গী !

তুমি চলেই গেলে ??

ফিরিঙ্গী !

বিষয়: বিবিধ

৮৯৪ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381028
৩০ ডিসেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:৫৮
তবুওআশাবা্দী লিখেছেন : ফিরিঙ্গিদের মধ্যেইতো থাকেন বিদেশে | তাই ভাবছিলাম ঘটনাটা কি?
381871
১৫ ফেব্রুয়ারি ২০১৭ দুপুর ০১:৪৬
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : 'একি তুমি? নাকি ছেলেবেলায় দেখা কুচুরিপনার উপর

দিয়ে হাঁটা কোন বগা?'
হা হা হা হা দারুন লিখেছেন। ধন্যবাদ আপনাকে
১৬ ফেব্রুয়ারি ২০১৭ রাত ০১:৫২
315710
আরিফা জাহান লিখেছেন : আপনাকেও

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File