মামার সমীপে খোলা চিঠি!

লিখেছেন লিখেছেন সালাফী ইমতিয়াজ ৩০ ডিসেম্বর, ২০১৬, ০১:১২:০৬ রাত

অতি শ্রী মনযুক্ত মামা'জী।প্রথমে বলে রাখি।আমি আমার কর্ম সমূহের বৈধতা খুঁজি না।আর আপনার কাছে বৈধতা চাইবও না।আমি নিজের মর্জি মাফিক দিন গুজরান করি।মন্দ,ভালো সে খানে উহ্য।আপনি নিশ্চয় জ্ঞ্যাত আছেন?আমার সুরাজের সুমিষ্ট আলোকময় প্রভাত ছিলো।বৃষ্টিস্নাত মধুময় নিশি ছিলো।আমার তামাম গগনে ছিলো,হেমন্তের শুভ্র সফেদ মেঘ(আপনার এই সব কিছুই ছিলো না!শুধু,এই সব কিছু পাওয়ার স্বপ্ন ছিলো মাত্র)।সব হারিয়ে অন্ধকারের অতল প্রকোষ্ঠে বন্দী হয়েছিলাম।তার যন্ত্রনা থেকে বাচতে, ভ্রমের জগৎতে ছিলাম কিছু দিন।

পরিস্থিতি কছুটা উন্নততর হয়েছে।যা কুহেলিকাময়,দেখতে ধুসর ও ঘোলাটে।যা দেখছেন,তা এই কুয়াশাছন্ন পরিবেশে আনন্দ সমতে বেচে থাকার প্রচেষ্টা মাত্র।যা নিষ্কাম ও নিষ্কলুশ।আপনি " ছল করে দেখা অবিখা " দেখেন নি।তাই, সে গুলা আপনার দৃষ্টিতে "ননাই"!আর আমি তা পেয়েও হারিয়েছি।তাই, আমার কাছে বিন্ধুও সিন্ধু মনে হয়!

বিষয়: বিবিধ

৯১৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File