এটা কোন ধরনের হক্কানি মিডিয়া?
লিখেছেন লিখেছেন সালাফী ইমতিয়াজ ০১ জানুয়ারি, ২০১৭, ০২:৪২:২৯ রাত
আহালে হক মিডিয়ার ২,৩ মিনিটের একটা ভিডিও দেখলাম!ওটা আকসার,এক মৌলভি সাহাবের তাকরিরের কিছু অংশ।সেখানে তিনি বলছেন।ইমাম ইবনে কাইয়ুম(রহ) এর একটা কিতাব আছে বাদাউল ফাওয়ায়েদ।এর ৩য় হিস্সাই তিনি বলছেন,নামাজে বুকের উপর হাত বাধা মাকরুহ।কারণ,রাসুল (স) থেকে এক হাদিস আছে যে খানে তিনি তাকফির করতে মানা করেছেন।তাকফির কি?তাকফির হচ্ছে বুকের উপর হাত বাধা।
এখানে ভিডিও খতম!
এখন ওই হুজুরের কাছে প্রশ্ন করা যায় না।যেহেতু,এটা তার তাকরিরের অতি ক্ষুদ্র একটা অংশ।প্রশ্ন হচ্ছে আহালে হক মিডিয়ার কাছে!এই ছোট ভিডিও দারা,তারা কি প্রমান করতে চাইলেন?রাসুল(স) এর নামাজ গ্রন্থে ইমাম ইবনে কাইয়ুম নিজেই বলছেন বুকে হাত বাধতে।যেটা অনেক সহিহ হাদিস দারা প্রমানিত।সেটা আপনারা উল্লেখ্য করলেন না কেনো?আরেকটা প্রশ্ন,ইমাম ইবনে কাইয়ুম কিন্তু এখানে লিংগের পার্থক্য করেন নাই।তিনি মাকরুহ বললে সবার জন্য মাকরুহ বলেছেন।পরিসংখ্যান বলে ভারতীয় উপমহাদেশে পরুষের চেয়ে মহিলার সংখ্যা বেশি।আলহামদুলিল্লাহ নামাজীও বেশি।আপনার আমার মা বোনেরা তো বুকে হাত বেধে নামাজ পড়ে।আপনাদের এই দলিলে টেকনোলজি দারা কিন্তু প্রমান হচ্ছে তাদের সবার নামাজ মাকরুহ।
জানি না,এই ভিডিও দারা আপনারা কি বুঝাতে চেয়েছেন।তবে,ভিডিওটা দেখে এমন মনে হয়।ইমাম ইবনে কাইয়ুম বলার কারণে আমাদের নাভির নিচে নাত বাধতে হবে।বা আপনারা এটা বুঝিয়েছেন,ইমাম ইবনে কাইয়ুম বলার কারণে বুঝি আমরা বুকের উপর হাত বাধি।সবাই কে নিজেদের মত অন্ধ অনুসারী মনে করা কি ঠিক???
বিষয়: বিবিধ
১২১৮ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন