অপরুপ পৃথিবীর মানুষ :কাজী নজরুল ,ঈমান আবু হানিফা , নাসিরুদ্দিন আলবানী এবং জাকির নায়েক কেউ পেশাদার আলেম নয় তারপরেও....
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৯ ডিসেম্বর, ২০১৬, ০৬:৪৮:৫৭ সন্ধ্যা
১. কাজী নজরুল রুটি বিক্রি করে যে কবিতা লিখেছে, তা বড় বড় ভার্সিটিরর শিক্ষক দের পড়তে দাত ভাংগে, আশ্চর্য হয়।
এখন যদি কোন ভার্সিটির শিক্ষক বলে কাজী নজরুলের চেয়ে তার শিক্ষাগত যোগ্যতা বেশি...
অতএব সে বড়, কত মুর্খ সে?
২. ঈমাম আবু হানিফা র: কাপড়ের ব্যবসায়ী ছিলেন।
ফিকাহ শাস্ত্রে তার যে অবদান, তা বর্তমান জামানার এক হাজার মুফতি তা করতে পারবে?
৩. আল্লামা নাসিরুদ্দিন আলবানী ঘড়ির মেকার ছিলেন, অথচ হাদিসের রেজাল শাস্ত্রে (জাল-জইফ নির্ধারন) তার যে অবদান.... বিংশ শতাব্দী তে কে আছে এমন।
৪. জাকির নায়েক.. পেশায় একজন ডাক্তার। আল্লাহ তাকে মেধা দিয়েছেন অসাধারণ।
কিছু বেদাতি মোল্লা যখন মিথ্যা কেচ্ছা, জাল হাদিস বয়ান এ ব্যাস্ত, তিনি তখন কোরান ও সহি হাদিসের প্রচার শুরু করেছেন বিশ্বব্যাপি। আল্লাহ যাকে ইচ্ছা তাকে মেধা দেন, ক্ষমতা দেন, যা একাডেমিক লেখাপড়া দ্বারা সম্ভব নয়।
কোন একাডেমীক সার্টিফিকেট নাই... অথচ সেই রাসুল স: বিশ্বের শ্রেষ্ট মানুষ। আল্লাহ
সর্বশ্রেষ্ঠ ক্ষমতাবান, যাকে ইচ্ছা তাকে দিয়ে ইসলামের খেদমত নেন, হিংসুকদের হিংসা আল্লাহর ইচ্ছা প্রতিরোধ করতে পারে না।
..... আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন।
সংগ্রহিত
বিষয়: বিবিধ
১১৬৯ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভেজাল খেয়ে খেয়ে,
সহি আর হজম হতে চায় না বলে ই
মনে হিংসা জন্মে।
আর লজ্জা দিয়েন না।
তবে জয় কিছুটা তাদের ও হয়েছে,
চ্যানেল ব্যান করে দিতে পেরেছে।
মন্তব্য করতে লগইন করুন