আসুন নিজস্ব সংস্কৃতি চর্চা করি

লিখেছেন লিখেছেন আরিফা জাহান ১০ ডিসেম্বর, ২০১৫, ০১:৫৯:৫২ রাত

''সংস্কৃতি'' শব্দটার সাথে আমরা বেশ ভালভাবেই পরিচিত ।

বিজ্ঞানী বলো আর দার্শনিকই বলো সবাই সংস্কৃতির সংজ্ঞাটাকে বিভিন্ন ভাষায় তুলে ধরলেও রূপ তার একটাই ।

কেউ বলে :

Culture is the man-made part of environment

আবার কেউ বলে:

all those historically created designs for living, explicit and implicit, rational, irrational and non-rational which exit at any time as potential guides for the behavior of men ........

যা হোক, সংস্কৃতির মত একটা সাধারন অথচ গুরুত্বপূর্ণ শব্দকে ভালোভাবে জানার জন্য এত ভারি কথা না টেনে আমার মত সহজ করেই বলি

''সংস্কৃতি'' হচ্ছে কোন ব্যাক্তি পরিবার সমাজ আর রাষ্ট্রের আচার- ব্যাবহার, ধর্ম ,রুচিবোধ, চিন্তাভাবনা সর্বপোরি সমগ্র জীবনাচারের প্রতিচ্ছবিই হচ্ছে সংস্কৃতি ।

সেটা বস্তুগত আবার অবস্তুগত দুটোই হতে পারে ।

একটি সুস্থ সমাজ, পরিবার, রাষ্ট্র গঠনে সভ্য এং নিজস্ব সংস্কৃতি অপরিহার্য

আর এই নিজস্ব সংস্কৃতিটা আমরা আমাদের নিজগুণে খেয়ে ফেলছি।

''সংস্কৃতি'' এমন একটা প্লারটফর্ম, যেখান থেকে বিশ্ব দরবারে আমরা আমাদের নিজস্ব সমগ্র সত্তার পরিচয় তুলে ধরতে পারি ।

কিন্তু দুঃখের ব্যাপার কি জানো ?

চিন্তাগত দিক থেকে সংস্কৃতি শব্দটাকে এমন একটা ক্ষুদ্র পরিসরে নিয়ে এসেছি, যেখানে সংস্কৃতিটা আজ আমাদের চোখে শুধু কিছু রগরগে প্রেমের টগবগে নাচগান আর নাটক সিনেমার সীমা পর্যন্তই !

আর সেগুলই কি আমাদের নিজস্ব ধারায় আছে ?

মিডিয়ার কিছু দুরাচারী, স্বার্থপর বাজারির আর আগ্রাসী বহুজাতিক কোম্পানির থাবায় নিজস্বতা হারিয়েছে বহু আগেই ।

বিশ্ববাজারে নিজেদের মেলে ধরতে নিজেদের লোকসংস্কৃতি আর সাতন্ত্রবোধ একটানে খুলে, হলিউড- বলিউডের বুক, পেট আর হাঁটু খোলা অতিরিক্ত নগ্নতা টেনে আনতে কোন দ্বিধাবোধ করছে না ।

এমনকি ভাষার দিকটাও খিচুড়ির পাতিলে যাওয়ার উপক্রম ।

ভেরি ......ভেরি ডেঞ্জারাস এন্ড নেগেটিভ সাইট ফর আস !!

এই দীনতা আর ভিক্ষুক মানসিকতা আমাদের জন্য শুধু হতাশারই নয়, চরম লজ্জারও বটে !

আমি সময়ের সাথে তাল মিলিয়ে চলার বিপক্ষে না । আধুনিকতা আমি ভালবাসি ।

কিন্তু নিজেদের সাতন্ত্র আর স্বকীয়তাবোধ হারিয়ে, ক্রীতদাসী নগ্ন সংস্কৃতি কক্ষনোই আধুনিকতার উদাহারন হতে পারেনা ।

বিষয়: বিবিধ

১০০৩ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

353433
১০ ডিসেম্বর ২০১৫ সকাল ০৬:৩৬
সাদাচোখে লিখেছেন : সংস্কৃতি মানুষের শিক্ষা, জ্ঞানের আলোকে ইভলব্‌ হয়, এক পর্যায় হতে অন্য পর্যায়ে কনস্টেন্টলী উত্তোরিত হয়। সেজন্য 'নিজস্ব সংস্কৃতি' নামক ধারনাটাই - অলীক একটা বিষয়কে প্রাধান্য দেবার প্রচেষ্টা মাত্র, ঠিক যেমন মানুষ ভূখন্ড ভিত্তিক জাতীয়তাকে প্রাধান্য দিতে চায় - যা মূলতঃ অলীক (ক্ষনস্থায়ী সেন্স এ)।

সংস্কৃতির পরিবর্তে যেখানটায় একজন মানুষের ফোকাস হওয়া উচিত টা হল শিক্ষা ও জ্ঞানার্জন। কারন শিক্ষা ও জ্ঞানের হাত ধরে সংস্কৃতি নির্মিত ও বিনির্মিত হয়।

যেহেতু আজকের মানুষের শিক্ষা ও জ্ঞানের সোর্স হল মূলতঃ স্যেকুলার ইভিল, ম্যান মেইড, স্রষ্টা দ্রোহী শক্তি - স্বভাবতঃই মানুষের সংস্কৃতি ইভিল তাড়িত, স্রষ্টা দ্রোহী, নোংরা আবর্জনাতুল্য।
১০ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:০০
293416
সালাহউদ্দিন নাসিম লিখেছেন : অসাধারন বলেছেন
353497
১১ ডিসেম্বর ২০১৫ রাত ০১:৫৯
শিহাব আহমদ লিখেছেন : সাদাচোখের মন্তব্যটি চমৎকার। আমাদের সংস্কৃতি হলো কলেমা ভিত্তিক - ইহকাল ও পরকালমুখী। আর অন্যসব সংস্কৃতি হলো ভোগবাদী ও দুনিয়ামুখী।
ভালো লাগলো। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File